সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপ🐻তি পদের জন্য সুব্রত দত্তের নাম প্রস্তাব করেছিল আইএফএ। কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই সুব্রত দত্তের (মনোনয়ন বাতিল করে দিলেন প্রশাসনিক কমিটি নিযুক্ত রিটার্নিং অফিসার উমেশ সিং। স্বভাবতই সভাপতি হওয়া হবে না সুব্রত দত্তের। শুধু সুব্রত নয়, লারসেন মিংয়ের মনোনয়নও বাতিল করা হয়েছে।
সভাপতি পদের জন্য সুব্রতকে যেমন বাংলার ফুটবল সংস্থা আইএফএ মনোনীত করেছিল, তেমনই মিংকে মনোনীত করেছিল মেঘালয় ফুটবল সংস্থা। তবে যোগ্য💫তামান পূরণ না করার জন্য দু’জনেই নির্বাচনে লড়তে পারবেন না। দু’জনেই এর আগে তিন বার করে কার্যকরী সমিতিতে ছিলেন। জাতীয় ক্রীডꦇ়াবিধি অনুযায়ী চতুর্থ বার কোনও পদে থাকতে পারবেন না তাঁরা।
আরও পড়ুন: AIFF-এর কপাল পুড়ল? নির্বাসনের হুমকি ফিফার, সরানো হতে পাౠরে U-17 মেয়েদের বিশ্বকাপ
কয়েক মাস আগেই প্রফুল প্যাটেলের কমিটিকে নির্বাসনে পাঠায় সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবলের হাল ধরতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটিতে আছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, অবসরপ্রাপ্ত ꦬপ্রাক্তন বিচারপতি অনিল দাভে এবং প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনার পর ফেডারেশনের গঠনতন্ত্র তৈরিতে একটি খসড়া বানায় প্রশাসনিক কমিটি। যে খসড়ায় ফেডারেশনের নির্বাচনে প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকারের কথা উল্লেখ করা হয়েছে। সেই🌸 মতো ৩৬ জন প্রাক্তন ফুটবলারকেও বেছে নেয় রিটার্নিং অফিসার।
প্রশাসনিক কমিটির খসড়া মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো রিটার্নিং অফিসার নিয়োগ করে প্রশাসনিক কমিটি। ফেডারেশন সভাপতি পদের জন্য প্রত্যেক রাজ্য সংস্থা থেকে এক জনের নাম মনোনয়ন করতে হয়। ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।💃 আꦯগামী ১৭ থেকে ১৯ অগস্ট মনোনয়ন জমা দেওয়া যাবে। সরাসরি রিটার্নিং অফিসারের হাতে বা ডাকযোগে পাঠানো যাবে। রিটার্নিং অফিসারকে নিয়োগ করেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)।
আরও পড়ুন: চলতি মাসেই সারতে হবে নির্বাচন প্রক্রিয়া, AI💙FF-কে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রফুল্ল প্যাটেল সভাপতি থাকাকালীন সহ-সভাপতি পদে দীর্ঘ দিন থেকেছেন সুব্রত। তাঁর এবং মিং👍য়ের মনোনয়ন নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। শেষ পর্যন্ত তা খারিজ হয়ে গেল। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ অগস্ট নির্বাচন রয়েছে। তার জন্য রিটার্নিং অফিসার ৩৬টি রাজ্য൩ সংস্থার প্রতিনিধি এবং ৩৬ জন ফুটবলারের চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।