ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসেবে অ্যান্টনি অ্যান্ড্রুজের নাম সুপারিশ করা হয়েছে। নতুন কোচ নিয়োগ করার ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটি কমিটি তৈরি। আইএম বিজয়নের নেতৃত্ꦐবাধীন কমিটি অ্যান্টনি অ্যান্ড্রুজের নাম সুপারিশ করেছে। আর এখানেই আপত্তি তুলেছে ভারতীয় জাতীয় মহিলা দলের ফুটবলারা। তবে থমাস ডেনারবিকে রেখে দেওয়ার জন্য ফুটবলারদের লিখিত অনুরোধ প্রত্যাখ্যান করেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।
২৭ বছর বয়সী অ্যান্ড্রুজ এর আগে কখনও কোনও জাতীয় দলের কোচ হননি। এটাই জাতীয় দলের কোচ হিসাবে তাঁর প্রথম পথ চলা শুরু হতে চলেছে। ২৭ বছর বয়সী অ্যান্ড্রুজ এর আগে কখনও কোনও জাতীয় দলের কোচ হননি। এটাই জাতীয় দলের কোচ হিসাবে তার প্রথম যাত্রা। অন্যদিকে থমাস ডেনারবির কোচ হিসাবে তাঁর পরিসংখ্যান যথেষ্ঠ ঈর্ষনীয়। ২০১৯ বিশ্বকাপের পর ভারতের মহিলা দলের দ্বায়িত্ব নেন তিনি। ২০০৫ থেকে ২০১২ সাল পর্য🦹ন্ত তিনি সুইডেনের মহিলা দলের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে সুইডেনের প্রমিলা বাহিনী ২০১১ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে।
এহেন অভিজ্ঞতা সম্পন෴্ন কোচকে সরিয়ে ন🗹তুন কাউকে দায়িত্ব দেওয়ায় সম্ভবত খুশি হতে পারেনি মহিলা দলের ফুটবলাররা। তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটি মেইলের মাধ্যমে পুরনো কোচকেই দলে রেখে দেওয়ার বিষয়ে নিজেদের মতামত জানায়। হিন্দুস্তান টাইমসের কাছে সেই ইমেইলের একটি কপি রয়েছে। তাতে লেখা হয়েছে, 'পুরো ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের পক্ষ থেকে আপনাদের আমরা বিনীত অনুরোধ করছি, এই বছর অলিম্পিক্সে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য অত্যন্ত অভিজ্ঞ হেড কোচ থমাস ডেনারবিকে রেখে দেওয়া হোক।'
তাঁকে রেখে দেওয়ার পিছনের কারণও জানিয়েছে জাতীয় দলের ফ🌟ুটবলাররা। তারা লিখেছেন, 'অলিম্পিক্সের বাছাই পর্বের পর এশিয়ান গেমস রয়েছে। তাই দলের ধারাবাহিকতার জন্য এটা খুব প্রয়োজন। এই টুর্নামেন্টগুলি আমাদের কাছে সম্ভাবনা এবং সক্ষমতা দেখানোর জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ। যেহেতু ডেনারবি প্রত্যেক ফুটবলার এবং আমাদের ক্ষমতা জানেন তাতে আমাদের সুবিধা হবে। এই পর্যায়ে একজন নতুন কোচ আসছেন। এই বড় টুর্নামেন্টে আগে পরিস্থিতি এবং পরিবেশ বুঝে নিতে তাঁর সময় লাগবে । যা আমাদের🎀 সাফল্যের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে।'
টেকনিক্যাল কমিটির প্রাক্তন প্রধান বাইচুং ভুটিয়া বলেছেন, 'আমি মন🎉ে করি ফুটবলারদের মতামতকে বিবেচনা করা উচিত। কারণ ডেনারবির দায়িত্বে ভারত অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে।' তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেনি। ফুটবলারদের বক্তব্যকে গ্রহণ করা হচ্ছে কিনা সেই বিষয়েও কিছু জানাননি তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।