শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে অভিযোগ দীর্ঘ দিনের। আইএসএলের মতন টুর্নামেন্ট চালু হলেও, রেফারিংয়ের ম🎉ানের উন্নতি একেবারে হয়নি। চলতি ম🔴রশুমের লিগে বারবার এই নিয়ে অভিযোগ উঠেছে। খারাপ রেফারিংয়ের কারণে প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। যার সব থেকে বেশি ঘটনা চলতি মরশুমের লিগেই। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবেকেও হস্তক্ষেপ করতে হয়। আর এমন আবহেই ভারতীয় ফুটবলের সমর্থকদের জন্য আশার কথা শোনালেন তিনি। বিশ্ব ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতে চালু হতে পারে ভিএআরের ধাঁচে অ্যাডিশনাল ভিডিয়ো রিভিউ সিস্টেম বা এভিআরএস।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে বলছেন, ‘আমাদের মূল লক্ষ্য ম্যাচে রেফারিদের ভুলের পরিমাণ কমানো। রেফারিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত൩্রে প্রযুক্তির ব্যবহার করতে পারলে সেটা হওয়া সম্ভব। ভিএআর ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। তবে সেটার আগে আমাদের মতো দেশে এভিআরএস দিয়ে শুরু করাটা ভালো। প্রযুক্তির ব্যবহারে ভুলের পরিমাণ কমানো যাচ্ছে কিনা, সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে। কোচ, ক্লাব, প্লেয়ারদেরও মধ্যেও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’
সম্প্রতি আই লিগ, আইএসএলে রেফারিং নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছে। বলা ভালো, ভারতীয় ফুটবলে রেফারিং বিতর্ক নতুন নয়। যা সুস্থ ভাবে মেটাতে এআইএফএফের হয়ে মাসের শুরুতেই মিটিংয়ে বসেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। যেখান থেকে রেফারিদের কড়া বার্তা দিয়েছেন তিনি। নিরপেক্ষ ভাবে কাজ করার বার্তা দিয়েছেন। রেফারিদের আরও শিক্ষিত করারও কথা বলেছেন তিনি। কয়েক দিন আগেই আইএসএলের্ মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান ম্যাচে সাতটি লাল ও ৭টি হলুদ কার্ড দেখানো হয়েছিল। যা আইএসএলের ইতিহাসে লজ্জার নজ🐷ির।
এক ম্যাচে এতগুলি লালকার্ড এর আগে আইএসএলে কখনও ঘটেনি। ইস্টবেঙ্গলের তরফে লিখিত অভিযোগও করা হয় কিছু দিন আগেই। এর পরই ফেডারেশন সভাপতি বৈঠক ডাকেন। আসন্ন সুপার কাপের আগে 💦বিভিন্ন টিমের কোচꦓ ও কর্তাদের সঙ্গেও বৈঠক করা হবে। ভিএআর বা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির অনেক খরচ। ফেডারেশনের পক্ষে এখনই সেই পদ্ধতি আনা কঠিন খরচের কারণে। তবে অ্যাডিশনাল ভিডিয়ো রিভিউ সিস্টেম চালু করা যেতেই পারে বলে মত কল্যান চৌবের। কারণ এখানে তুলনায় কম খরচ হবে। মাঠের রেফারির যদি কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাহলে ভিডিয়ো রিপ্লের সাহায্য নিতে পারেন। যা দেখে তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।