কিলিয়ান এলবাপের দলবদলের জল্পনা ঘিরে সরগরম ফুটবল মহল। এই মরশুমের ট্রান্সফার উইন্ডো ইতিমধ্যেই খুলে গিয়েছে। দলগুলি নিজেদের পছন্দ ফুটবলার নিয়ে এনে শক্তিশালী টিম করতে ব্যস্ত। এই বছর প্যারিসের ক্লাব পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। সেই দলে তাঁর সতীর্থ তরুণ তারকা ফুটব𒁏লারের দল বদল নিয়ে জল্পনা ছড়ায়। এবার সেই আবহাওয়ায় নতুন মাত্রা যোগ করল সৌদি আরবের ক্লাব আল হিলাল। এমবাপেকে তাদের দলে টানতে ৩০০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে তারা। যদি এই চুক্তি সম্পূর্ণ হয় তাহলে তা বিশ্ব রেকর্ড হবে।
প্রথম দিকে শোনা যাচ্ছিল এই মরশুমে পিএসজিতেই কাটাবেন এমবাপে। তবে পরিস্থিতির দ্রুত বদল হতে থাকে। পিএসজির সভাপতি জানান, খালি হাতে এমবাপেকে ছাড়বে না তাঁর ক্লাব। তারপরেই 🌳প্রাক মরশুম প্রস্তুতির জন্য জাপান উড়ে যায় পিএসজি। সেই দল থেকে বাদ পড়েন কিলিয়ান। তখনই দল ছাড়ার জল্পনা আরও বেড়ে যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, পিএসজি আল-হিলালের প্রস্তাব ꧃মেনে নিতে পারেন। কিন্তু আল-হিলাল এবং এমবাপ্পের মধ্যে কোনও আলোচনা হয়নি বলেই খবর।
আল-হিলাল স্বাভাবিকভাবেই এমবাপ্পেকে বিশ্ব-রেকর্ড বেতন দিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করবে। অন্যদিকে এটা শুধুমাত্র একটা মরশুমের জন্য কিলিয়ানের কাছে উপযুক্ত বেতন দেওয়া হতে পারে। এই চুক্তি যদি সম্পন্ন হয় সম্প্রতিক সৌদি প্রো লিগের মান অনুযায়ী ফুটবলের আর্থিক নিয়মগুলিকে ধ্বংস করবে। কয়েক মাস আগে পিএসজির প্রাক্তন ফুটবলার মেসিকে আল-হিলাল তাদের ক্লাবে যোগদানের জন্য বছরে ৩৫০ মিলিয়ন পাউন্ডের বেশি প্রস্তাব করে। কিন্তু ꦗআর্জেন্তিনার ফরোয়ার্ড ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি🤪লেন।
গত জুনে একটি সংবাদꦑ প্রকাশিত হয়। সেখান থেকে জানা যায় এমবাপ্পে পিএসজিকে একটি চিঠি দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তিনি আগামী মরশুমে এক বছরের চুক্তি বাড়ানোর বিকল্পটি গ্রহণ করবেন না। ক্লাবের সভাপতি, নাসের আল-খিলাইফি, পরের মাসে বলেন, 'যদি কিলিয়ান থাকতে চায় আমরা রাজি। আমরা চাই সে থাকুক। ক্লাব ছাড়তে চাইলে আমরা বিশ্বের সেরা ফুটবলারকে বিনামূল্যে হারাতে চাই না। আমরা এটা করতে পারি না। তাকে নতুন চুক্তিতে সই করতে হবে।' এমবাপে ২০১৮ সালে মোনাকো থেকে ১৬৬ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন।
অন্যদিকে কিলিয়ানের সঙ্গে সঙ্গে আরও একজন তারকা ফুটবলার পিএসজির ছাড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি ব্রাজিলীয় তারไকা নেইমার। ২০২৫ সালের জুন মাসে তাঁর সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। তারপরে 🐻তিনি সৌদির একটি ক্লাবের যোগ দিতে পারেন বলে এখন থেকেই শোনা যাচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।