কলকাতার ঐতিহ্যবাহী কলকাতা লিগ ও আইএফএ শিল্ডে নিয়ে কাটলো না জটিলতা। এই দুই টুর্নামেন্টের উইন্ডো নিয়ে আলোচনায় বসে ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএফএর শীর্ষকর্তারা। ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সত্যনারায়ণের সঙ্গে একই টেবিলে ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভ♏াপতি অজিত বন্দ্যোপাধ্যায়। উচ্চ পর্যায়ের এই ব♕ৈঠক থেকে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে বঙ্গ ফুটবলের কর্তাদের।
আইএফএ-র কর্তাদের সঙ্গে কথা বলে ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব জানিয়েছেন আগামী দু-তিনদিন পর টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে কথা বলবেন লিগের স্লট ন♓িয়ে। অন্যদিকে আইএফএ শিল্ডের বিষয়ে ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন ভারতীয় ফুটবল𝓀ের ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসের দিকে শিল্ড আয়োজন করা যায় কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন তিনি।
উচ্চপর্যয়ের এই বৈঠকে বঙ্গ ফুটবল মহলের তরফ থেকে সচিব এবং সভাপতি কলকাতা লিগের জন্য আলাদা স্লটের আবেদন রাখে♍ন ফেডারেশনের সচিবের কাছে। এই বিষয়ে সত্যনারায়ণ বলেন, 'আইএসএলের কোনও দলই নির্দিষ্ট রাজ্যের টুর্নামেন্ট গুলোতে নিজেদের প্রথম দল নামায় না। দ্বিতীয় সারির দলগুলো দিয়েই তারা খেলে। কর্ণাটক লিগে বেঙ্গালুরু এফসি তাদের রিজার্ভ দল নামায়। কলকাতা লিগের ক্ষেত্রেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই আলাদা করে টিম তৈরি করে। তারাই কলকাতা লিগ খেলে। তাই কলকাতা লিগের জন্য আইএফএ আলাদা করে স্লট কেন চাইছে তা বুঝতে পারছে না ফেডারেশন।'
সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সত্য নারায়ন এই কথায় বঙ্গ ফুটবলের সচিব এবং সভাপতিকে বোঝানোর চেষ্টা করলে বঙ্গকর্তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। তখন সত্যনারায়ণ আশ্বাস দেন দু তিন দিনের মধ্যে আয়োজক কমিটির সঙ্গে আলোচনা করে স্লট ঠিক করবেন। তবে শিল্ডের সম্পর্কে এ𓂃খনও কিছু জানাতে চাননি তিনি। তবে জানুয়ারির আগে যে শিল্ড হবে না একথা বোঝাই যাচ্ছে। আলোচনা থেকে কার্যত খালি হাতে ফিরতে হলেও বঙ্গকর্তারা অবশ্য মনে করছেন শিল্ড এবং লিগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা খুব তাড়াতাড়ি কেটে যাবে। তবে আইএফএ কর্তাদের যে খালি হাতে ফির🔜তে হল, তা বলার অপেক্ষা রাখে না। এই বৈঠক থেকে তারা কোনও সমাধান সূত্র বের হল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।