গোটা 🧔বিশ্বেই ছড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন মোহনবাগানের সদস্য-সমর্থক। বিশ্ব জুড়ে সবুজ-মেরুনের কোটি কোটি সমর্থকের কাছে মোহনবাগান নামটাই আবেগে ভরা। আর সেই আবেগের সঙ্গে যুক্ত হয়ে গেল গোটা ভারতের আবেগ যাঁকে ঘিরে রয়েছে, সেই নামও। তিনি আর কেউ নন। বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন নাকি মোহনবাগানের ভক্ত।
শ্বশুড়বাড়ি সূত্রে বাংলার সঙ্গে তাঁর গূঢ় যোগ রয়েছে। যে কারণে বা🌺ঙালিয়ানা ত🦄িনি বেশ পছন্দও করেন। ভাঙা ভাঙা বাংলাও বলতে পারেন। তা বলে একেবারে মোহনবাগানের বড় সমর্থক! নিঃসন্দেহে এটি বড় পাওনা সবুজ-মেরুনের।
আরও পড়ুন: শুরু Durand-এর টিকিট বিক্রি, ডার্বির টিকিটের দাম, কোথায় পাবেন, জ🥃ানুন বিস্তারিত
বুধবারই মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মা মোহনবাগানের সমর্থক ছিলেন। এ বার💙 সেই তালিকায় যোগ হল বিগ-বি-র নাম। স্বাভাবিক ভাবেই মরশুম শুরুর আগেই পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে বড় গোল দিয়ে গেল সবুজ-মেরুন।
আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে সম্প্রতি খেলতে এসেছিলেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম এবং ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সেখানেই দু’জনকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোন দলকে সম্মান জানাতে ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি সন্ধে সাতটা বেজে ১১ মিনিটে শুরু 🐈হয়েছিল?’
আরও পড়ুন: ‘জানি ডার্বির উ🙈ত্তেজনা, অন্য রকম পরিবেশ থাকে’, শহরে এসেই অনুশীলনে শুরু পোগবার
উত্তর দিতে কোনও ভুল করেননি সুনীল। তিনি✃ বলে দেন, ‘সঠিক উত্তর হল মোহনবাগান। ১৯১১ সালের ২৯ জুলাই মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। ওরাই সেরা দল।’ তার পরেই অমিতাভ বচ্চন বলেন, ‘আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমিও অনেক দিন ধরে মোহনবাগান ক্লাবের সমর্থক। ওদের ꦓবরাবর অনুসরণ করি।’ জানা যায়, অমিতাভের পছন্দের ক্লাবের নাম।
সুনীলের উত্তর কেন সঠিক তা অমিতাভ বচ্চনই পরিষ্কার করে বুঝিয়ে দেন। বলেন, ‘সন্ধে সাতটাকে ২৪ ঘণ্টার ঘড়িতে ১৯ হিসাবে ধরা হয়। ফলে সন্ধে ৭ౠ.১১ মিনিট মানে ১৯.১১। ১৯১১ সালেই মোহনবাগান ইংরেজদের ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল। সেই জয়কে সম্মান জানাতেই ওই সময়ে টিকিট বিক্রি শুরু হয়।’ আসলে পছন্দের ক্লাব সম্পর্কে এই তথ্যগুলি যে বিগ-বি-র কাছে একেবারেই অজানা নয়। তিনি সবুজ-মেরুনের সমর্থক বলে কথা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।