২০১৪ সালে শেষ বার আর্জেন্তিনা ফাইনালে উঠেছিল। কিন্তু সেই বার স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসির। তাঁর সামনে ফের স্বপ্ন পূরণের সুযোগ। আর এটাই শেষ 💛সুযোগ। কাতার থেকে কলকাতা, সবাই যখন মেসিতে আচ্ছন্ন, তখন মেস🦂ির ছোট্ট ছেলে থিয়াগোও বাবার হাত ধরেই স্বপ্নের জাল বুনছে। আর্জেন্তিনাকে তৃতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করবেন মেসি, এমন আশাতেই বুক বেধেছে ১০ বছরের থিয়াগো। আর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠিও লিখেছে থিয়াগো।
আধুনিক ফুটবলের রাজপুত্রের হাতে বিশ্বকাপ দেখার প্রার্থনায় গোটা বিশ্ব। তৃতীয় বার বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করার থেকে আর মাত্র এক ধাপ পিছিয়ে মেসির আর্জেন্তি⛎না। দূরত্ব চায়ের কাপ আর ঠোঁটের মধ্যেকার। বাবার কাছে আর্জেন্তিনাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে মেসির বড় ছেলে থিয়াগো।
আরও পড়ুন: এমবাপেদের🎀 আটকাতে প্ল্যান এ, বি, সি🧔 তৈরি রাখছেন মেসিদের কোচ
নিজের নোটবুকে বাবাকে একটি খোলা চিঠি লিখেছে থিয়াগো। সেই খোলা চিঠিতে কী লিখেছে থিয়াগো? প্রথমেই আর্জেন্তিনার একটি বিখ্যাত গানের প্রথম লাইন লিখেছে মেসি পুত্র। ফুটবলের সঙ্গে জড়িত এই থিম সং। আর্জেন্তিনায় এই গান খুবই জনপ্রিয়। প্রত্যেক 💮ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত অ্যালবিসিলেস্তে ফ্যানরা এই গান করে থাকেন। এই গান দিয়েগো 💖মারাদোনা এবং লিও মেসিকে নিয়ে।
এর পাশাপাশি চিঠিতে মেসির ছোট্ট ছেলে লিখেছে, ‘আর্জেন্তিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোম✅ার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।’ ছেলের চিঠির কথা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজো।
আরও পড়ুন: মে♕সি না এমবাপে- ফাইনালে কাকে সমর্থন করবেন? মনের ইচ্ছে গোপন রাখলেন না বাদশাহ
বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেল্লা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্তিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে। আন্তোনেল্লা ꦫজানিয়েছেন, রবিবারের ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও। তারাও সেই উন্মাদনায় মেতে রয়েছে। আর্জেন্তিনার অধিনায়কের গোটা পরিবার জানে এই মুহূর্তটা মেসির কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই সব দিক থেকে তাঁর পাশে রয়েছে পরিবার।
ছেলে থিয়াগোর বার্তা মেসিকে ফাইনালে আরও তাতিয়ে দেবে বলে মনে করছেন আর্জেন্তাইন 🌺সমর্থকেরা। থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে, সেই গান এখন আজেন্তিনার সকলেই গুনগুন করছেন। মেসি নিজের শেষꦜ বিশ্বকাপে অধরা ট্রফি নিয়েই দেশে ফিরবেন, এমন স্বপ্নে বুঁদ এখন গোটা আর্জেন্তিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।