২০১৪ 🤡সালের পরে আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসি। এদিন ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল আর্জেন্তিনা। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোলไ করেন মেসি।
14 Dec 2022, 02:21 AM IST
ম্যাচে বাকি পাঁচ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত পাঁচ মিনিটের খেলা চলছে। এখনও ৩-০ এগিয়💯ে রয়েছে আর্জেন্তিনা।
14 Dec 2022, 02:20 AM IST
সেমিফাইনালের পথে আর্জেন্তিনা
এখনও ৩-০ গোলে এগিয়ে রয়ಞেছে আর্জেন্তিনা। ৯০ মিনিটের খেলা শেষ। আবারাও নিজের স🔯্বপ্নের দিকে এক পা এগিয়ে দিলেন লিওনেল মেসি।
14 Dec 2022, 02:05 AM IST
মাঠে নামলেন দিবালা
চলতি বিশ্বকাপে এই প্রথম মাঠে নামলেন দিবালা। অ্যালভারেজের বদলি হিসাবে মাঠে না𓄧মলেন দিবালা।
14 Dec 2022, 02:01 AM IST
গোলললল..
আবার গোল করলেন অ্যালভারেজ। মেসির অ্যা♈সিস্ট থেকে গোল করলেন অ্যালভারেজ। মাঠের মধ্যে অ্যালভারেজ ও মেসির ম্যাজিক দেখা গেল। ম্যাচের ৬৯ মিনিটে ৩-০ এগিয়ে গেল আর্জেন্তিনা।
14 Dec 2022, 01:49 AM IST
৬০ মিনিট: আর্জেন্তিনা-২, ক্রোয়েশিয়া-০
খেলা ৬০ মিনিট গড়িয়েছে, এখনও ২-০ এগিয়ে রয়েছে আর্জেন্তিনা। ত🌠বে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া ক্রোয়েশিয়া। এখনও তিনটে পরিবর্তন করে ফেলেছে তারা। ব্রুনো পেটোভিচ মাঠে এসেছেন। এছাড়া ওরিসিচ ও ভ্লাসিচ মাঠে এসেছেন। এর মধ্যে অবশ্য সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষকের জন্য বিপদ মুক্ত হয় ক্রোয়েশিয়া।
14 Dec 2022, 01:36 AM IST
শুরু দ্বিতীয়ার্ধ
শুরু হয়ে গেꦕল দ্বিতীয়ার্ধের খেলা। এখন দেখার আর্জেন্তিনা নিজেদের লিড ধরে রাখতে পারে কিꦡনা। নাকি সহজেই ফাইনালে পৌঁছে যাবে মেসি অ্যান্ড কোম্পানি।
14 Dec 2022, 01:21 AM IST
প্রথমার্ধের খেলা শেষ
মেসি ও অ্যালবারেজ𒉰ের গোলে এগিয়ে আর্জেন্তিনা। ২-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে আর্♋জেন্তিনা। দেখা যাক শেষ ৪৫ মিনিট খেলা কোন পথে যায়।
14 Dec 2022, 01:16 AM IST
৪৫ মিনিট শেষ
৪৫ মিনিট শেষ। ৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হ🐓য়েছে। এখনও ২-০ গোলে এগিয়ে র🏅য়েছে আর্জেন্তিনা।
14 Dec 2022, 01:13 AM IST
রেকর্ড করলেন মেসি
বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্তিনার জা♒র্সি গায়ে ১১টি গোল করেছেন তিনি।
14 Dec 2022, 01:10 AM IST
আবার গোললললল
মেসির পরে এবার অ্যালভারেজ। দুরন্ত গোল করে ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান বাড়🍃িয়ে নিল আর্জেন্তিনা।
14 Dec 2022, 01:05 AM IST
গোলললল
মেসির গোলে এগিয়ে গেল আর✨্জেন্তিনা। ম্যাচের ৩৪ মিনিট পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন 🌞লিওনেল মেসি।
14 Dec 2022, 01:03 AM IST
পেনাল্টি পেল আর্জেন্তিনা
ম্যাচের ৩৩ মিনিটে অ্যালভারেজকে অবৈধ ভাবে আটকাতে গিয়ে ফাউল করেন ক্রোয়েশিয়ারꩵ গোলরক্ষক।
14 Dec 2022, 01:00 AM IST
৩০ মিনিট: আর্জেন্তিনা-০, ক্রোয়েশিয়া-০
৩০ মিনিটের খেলা🌼 শেষ হয়ে গেলেও গোলের দেখা পাওয়া গেল না। তবে এবার গোলের পজিশন আস্তে আস্তে নিজেদের দখলে নিচ্ছে আর্জেন্তিনা।
14 Dec 2022, 12:48 AM IST
১৮ মিনিট: আর্জেন্তিনা-০, ক্রোয়েশিয়া-০
ম্যাচের ১৮ মিনিটের খেলা শেষ, এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে বল পজিশনে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। এখনও আর্জেন্তিনার দখলে রয়েছে ৩৪ শতাংশ,⭕ ক্রোয়েশিয়ার দখলে রয়েছে ৬৬%।
14 Dec 2022, 12:32 AM IST
জানেন কি আর্জেন্তিনার এই রেকর্ড!
আর্জেন্তিনা এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে কোনও দিনও হারেনি। এখন 💖দেখার ক্রোয়েশিয়া ♎কি সেই ইতিহাস বদলে দেবে।
14 Dec 2022, 12:31 AM IST
শুরু কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল
আপনাদ🌳ের সকলকে স্বাগত। শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ৯০ মিনিটের লড়াই-এ দ﷽েখা যাবে ফল কী হয়?