কেরলের সন্তোষ ট্রফি জয়꧂ের নায়ক জেসিনের দিকে হাত বাড়াল এটিকে মোহনবাগান। নতুন মরশুমে কেরালা ইউনাইটেডের স্ট্রাইকারকে দলে নিতে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে সবুজ-মেরুন শিবির, এমনটাই খবর ভারতীয় ফুটবলমহলে।
ক𝓰েরল এবছর সন্তোষ ট্রফির ফাইনালে পরাজিত করেছে বাংলাকে। পেনাল্টি শুট-আউটে তারা ৫-৪ গোলে জয় তুলে নেয় বাংলার বিরুদ্ধে। কেরলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জেসিন। কর্নাটকের বিরুদ্ধে 🐲সেমিফাইনালে একাই ৫টি গোল করেন তিনি। কেরল ৭-৩ গোলে ম্যাচ জেতে শেষমেশ।
২২ বছর🐽ের জেসিন এই মুহূর্তে কেরালা ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ। জেসিনকে দলে নিতে এটিকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি🐠 দিতে রাজি বলে শোনা যাচ্ছে। কেরলের সন্তোষ ট্রফিজয়ী কোচ বিনো জর্জ জেসিনের জন্য মোহনবাগানের আগ্রহ প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সেমিফাইনালের ৫ গোল-সহ টুর্নামেন্🎶টে মোট ৯টি গোল করেন জেস🐼িন। তিনিই এবারের সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা।
এটিকে-মোহনবাগান ইতিমধ্যেই ইস্টবেঙ্গল শিবির থেকে জালে তুলেছে লালরিনলিয়ানা নামতেকে। ১৮ বছর বয়সী মিজোরামের মিডফিল্ডার গত মরশুমে ইস্টবেঙ্গলে সই করেছিলেন। লাল-হলুদ জার্সিতে নজরকাড়া ফুটবল খেলেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে মোট ১৭টি ম্যাচে মাঠে নামেন মিজো তারকা। ১টꦫি গোলও করেন তিনি। লালরিনলিয়ানাকে ২ বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন:- AFC Asian Cup ꧅Qualifiers-এর আগে ꦿATK MB-র মুখোমুখি হবে ভারতীয় টিম
সবুজ-মেরুন শিবির আসন্ন মরশুমের জন্য দলে নিতে চলেছে হায়দরাবাদ এফস𒊎ির মিডফিল্ডার হিতেশ শর্মাকেও। ২৪ বছর বয়সী সেন্টার মিডফিল্ডার এর আগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত এটিকেতেই ছিলেন। এটিকের🦋 হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন প্রথম দফায়। সেদিক থেকে ঘরের ছেলেকে এটিকে ঘরে ফেরাতে চলেছে বলা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।