হায়দরাবাদে মোহনবাগান খু💞ব একটা সন্তোষজনক ফুটবল খেলতে পারেনি। কিন্তু যুবভারতীয় পুরো বদলে গিয়েছিল তাদের বডিল্যাঙ্গোয়েজ। তারা যে জয়ের জন্য মরিয়া ছিল, প্রথম মিনিট থেকেই বোঝা গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছেন বাগান শিবির। তারা সুয়োগ প্রচুর তৈরি করেছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। গোল করতে না পারার রোগটা শুরু থেকেই আছে ফেরান্দোর টিমের। তবে ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে যদি একই রোগ থেকে যায়, তবে কপালে দুঃখ আছে সবুজ-মেরুনের।
আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান-বেঙ্গালুরু
আইএসএল ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান-বেঙ্গালুরু। দু'টি সেমিফাইনালই গড়ায় টাইব্রেকারে। বেঙ্গালুরু ম্যাচ তো সাডেন ডেথে গড়ায়। শন﷽িব♊ার গোয়াতে হবে দুই দলের ফাইনাল।
হায়দরাবাদকে হারিয়ে বদলা পূরণ বাগানের
হায়দরাবাদকে হারিয়ে বদলা পূরণ করল মোহনবাগান। দুরন্ত জয় তা𝕴রা ছিনিয়ে নিল। প্রথম লেগ থেকে দ্বিতী🌊য় লেগের অতিরিক্ত সময় পর্যন্ত ম্য়াচের ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে ম্যাচ গড়ালেন ত্রাতা হন বিশাল। তিনি একটি শট বাঁচানোয় চাপে পড়ে হায়দরাবাদ। আর বাজিমাত করে সবুজ-মেরুন শিবির। গত বার সেমিতে হারের বদলা নিয়ে উচ্ছ্বাসে ভাসল সবুজ-মেরুন শিবির।
টাইব্রেকার- বাগানের প্রীতম কোটাল ৪-৩ করলেন
⛎বাগানের প্রীতম কোটাল ৪-৩ করলেন। ম্যাচ জিতে গেল মোহনবাগান।
টাইব্রেকার- হায়দরাবাদের রেগান সিং ৩-৩ করলেন
হায়দরাবাদের রেগান সিং ৩-৩ করলেন।
টাইব্রেকার- মোহনবাগানের ব্রেন্ডন হ্যামিলের মিস
মোহনবাগানের ব্রেন্ডন হ্যামিল মিস করলেন। পাল্টা অক্সিজেন হায়দরাবাদ শিবিꦰরে।
টাইব্রেকার- হায়দরাবাদের রোহিত দানু ২-৩ করলেন
হায়দরাবাদের রোহিত দানু ২-৩ করলেন।
টাইব্রেকার- বাগানের মনবীর সিং ৩-১ করলেন
মোহনবাগানের মনবীর সিং ৩-১ করলেন।
টাইব্রেকার- হায়দরাবাদের ওগবেচের মিস
ওগবেচের মিস করলেন। অক্সিজেন পেল মোহনবাগান।
টাইব্রেকার- মোহনবাগানের গালেগো ২-১ করলেন
মোহনবাগানের গালেগো ২-১ করলেন।
টাইব্রেকার- বিশাল কাইথ সেভ করলেন
বিশাল কাইথ দু🏅রন্ত সেভ করলেন জেভিয়ার সিভেরির শট। দ্বিতীয় শটে ধাক্কা খেল হায়দরꦜাবাদ।
টাইব্রেকার- মোহনবাগানের পেত্রাতোস ১-১ করল
মোহনবাগানের পেত্রাতোস ১-১ করলেন।
টাইব্রেকার- হায়দরাবাদের জোয়াও ভিক্টর ১-০ করল
হায়দরাবাদের জোয়াও ভিক্টর প্রথম শট♎ নে🔴ন। ১-০ করল জোয়াও।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শেষ, টাইব্রেকারে গড়াল ম্যাচ
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শেষ। ম্যাচ গোলশূন্য ভাবে শেষ। টাইব্রেকারে গ♈ড়াল ম্যাচ। কী হবে ম্যাচের ফলাফল?
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। হায়দরাবাদেও পারেনি। যুবভা🧸রতীতে এখনও পর্যন্ত গোল হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে কি গোল হবে?
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শুরু। নির্দিষ♔্ট সময়ে কেউই গোলের মুখ ༒খুলতে পারেনি। অতিরিক্ত সময়ে কি খুলতে পারবে, নাকি টাইব্রেকারে গড়াবে ম্যাচ?
অতিরিক্ত সময়ে গড়াল খেলা
নির্দিষ্ট সময়ের খেলা অমিমাংসিত। কোনও টিম গোলের মুখ খুলতে পারেনি। খেলা গড়াল অতিরিক্ত সম🗹য়ে।
৫ মিনিট ইনজুরি টাইম
নির্দিষ্ট সময়ের খেলা শেষ। ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। 𝕴খেলার ফল ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএখনও গোলশূন্য।
বাগানের পরিবর্তেন
৯০ মিনিট- গ্লেনকে মার্ট🥀িনেসকে তুলে লালরিনলিয়ানাকে নামালেন ফেরান্দো।
হায়দরাবাদের প্লেয়ার পরিবর্তন
৮৬ মিনিট- জোয়েলের জায়গায় নামলেন জেভিয়ার সিভেরিও।
দামিয়ানোভিচের সহজ সুযোগ নষ্ট
৮২ মিনিট- স্লাভকো দামিয়ানোভিচ সহজ সুযোগ নষ্ট করলেন। এট꧒া গোল হলে বাগান ম্যাচ পকেটে পুড়��ে ফেলতে পারত।
বাগানের পরিবর্তন
৭৩ মিনিট- হুগোর জায়গায় নামলেন ফেডরিকো গালেগো।
জোড়া পরিবর্তন হায়দরাবাদের
৬৭ মিনিট- বোর্জা হেরেরার বদলে নামলেন জোয়াও ভিক্টর। হলিচর👍ণ নার্জারির জায়গায় নামলেন রোহিত দানু।
বাগানের আক্রমণ
৫৭ মিনিট- আশিস রাই ভালো একটি বল বাড়া💃ন সরাসরি হুগো বৌমাসকে। হুগো শট নিলেও গুরমিত দুরন্ত গতিতে সেই বল 🤡সেভ করেন।
জোয়েলের হলুদ-কার্ড
৫২ মিনিট- হলুদকার্ড দেখলেন জোয়েল।
বাগানের পরিবর্তন
৪৬ মিনিট: দ্বিতীায়ার্ধের শুরুতেই কিয়ান নাসিরির ✤জায়গায় লিস্টন কোলাসোকে নামালꦺেন ফেরান্দো।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে।▨ কী হবে পরের ৪৫ মিনিটের ফল? 🥃বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনাল খেলবে কারা?
বিরতিতে ফল গোলশূন্য
বিরতিতে খেলার ফল গোলশূন্য। দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালালেও, শেষ পর্যন্ত কেউই গোলের মুখ খুলতে পারেনি। বিরতিতে ম্যাচের ফ💯ল গোলশূন্য।
হলুদকার্ড দেখলেন প্রীতম
বিরতির ঠিক আগে প্রীতম কোটাল হলুদকার্ড দেখলেন।
নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ
নির্দিষ্ট ৪৫ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত সময়ে ১ মিনিট দেওয়া 🍎হয়েছে। দুই দল লড়াই করেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
গোলের মুখ খোলেনি কোনও পক্ষ
৪০ মিনিট- খেলার গতি আকাশছোঁঁয়া। টানটান উত্তেজনা যুবভারতীয় ঘিরে। কিন্তু গোল আসেনি। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করছে। তবে এটিকে মোহনবাগান গোলের সুযোগ বেশি তৈরি করেছিল। গোল করে দেওয়া তাদের উচিত ছিল। কি𓆉ন্তু মুখই খুলতে পারেনি তারা। হায়দরাবাদও গোল করতে পারেনি এখনও।
আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বাগান
এটিকেএমবি এই মুহূর্তে আক্রমণের মেজাজে। ২৩ মিনিটে মনবীরের একটি দুরন্ত শট একটুর জন্য মিস হয়। ক্রসবারে লেগে ফিরে আসে মনবীরের শট। বড় মিস। গোলটি হলে আন্তর্জাতিক মানের তকমা পেত। এর ঠিক ﷽আগেই পেত্রাতোস হায়দরাবাদ গোলকিপারের ভুলের সুযোগ পেলেও শটটি বাইরে মারেন। এটাও বড় মিস।
আক্রমণাত্মক হায়দরাবাদ
১৫ মিনিট- বক্সের ভিতরে একটি দুর্দান্ত বল পান বোর্জা হেরেরা। তবে বলটি তিনি ধরতে পারেননি। বলটি আশিস রাইয়ের ডিফ্লেকশনে বাইরে বের হয়ে যায়। কর্নার পায় হায়দরাবাদ।🔯 কর্নার থেকে কিছু করে উঠতে পারেনি হায়দরাবাদ।
হায়দরাবাদের আক্রমণ
১০ মিনিট- বার্থোলোমিউ ওগবেচে এরিয়াল বলটি বক্সের দিকে নিয়ে যায় এবং মহম্মদ ইয়াসিরকে পাস দেন। সেই বলটি ধরে ইয়াসির বক্সের বাইর🅷ে থেকে শট নেন, তবে বলটি ধরে ফেলেন বিশাল কাইথ।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে
৬ মিনিট: মেরিনার্স নিয়মিত ভাবে প্রতিপক্ষের বক্সে ♈উঠছে। হুগো বৌমাস বল বাড়িয়েছিলেন মনবীর সিং-কে। কিন্তু বল ক্লিয়ার করে দেন সাহিল তাভোরা।
খেলা শুরু
এটিক💜ে মোহনবাগ🅘ান বনাম হায়দরাবাদ এএফসি-র ম্যাচ শুরু। কে জিতবে আজ? কাদের ভাগ্যের শিকে ছিড়বে?
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরিস্থিতি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি গত ম্যাচে শুরুতে ঝড় তুললেও, দ্বিতীয়ার্ধে তাদের কিছুটা দিশাহারা লেগেছে। দু’সপ্তাহ বিশ্রামের পর খেলতে নামলেও শেষ ৪৫ মিনিট কিছুটা হলেও ক্লান্ত লেগেছে দﷺলের তারকাদের। তবে গত বারের চ্যাম্পিয়নের খেতাব নিজেদের দখলে রাখা🌌টাই যেখানে সবচেয়ে বড় প্রেরণা, সেখানে তারা সহজেই হার মানবেন, এমনটা মনে করা মোটেই উচিত নয়। এ ছাড়া এই মরশুমে অ্যাওয়ে ম্যাচে তাদের রেকর্ড মোটেই খারাপ নয়। বাইরের মাঠে দশটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। তবে কলকাতায় এসে ইস্টবেঙ্গলকে হারালেও, এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি তারা।
মোহনবাগানের হাল
গত বারের সেমিফাইনালে হারের কথা মাথায় রেখে এই ম্যাচে মাঠে নামলে হয়তো বৌমাস, মনবীর, লিস্টনরা জ্বলে উঠতে পারেন🐻। ফর্মে ফেরার এমন সুবর্ণ সুযোগ বোধহয় আর পাবেন না মনবীর আর লিস্টন। বদলার মনোভাব, ঘরের মাঠ, নিজেদের সমর্থকদের চিৎকার— নিজেদের ছন্দে ফেরানোর জন্য এর চেয়ে আদর্শ পরিবেশ আর কী হতে পারে? গোড়ালির চোটের জন্য গত ম্যাচেও খেলতে পারেননি আশিক কুরুনিয়ান। সম্ভবত এই ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তবে একটা ভালো খবর হল গ্ল্যান মার্টিন্স ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন, তিনি হয়তো হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে ফের মাঝমাঠ সামলানোর দায়িত্ব নেবেন। কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া যথেষ্ট ভালো। এর সুফল নিশ্চয়ই পাবে বাগান শিবির।
সেমির প্রথম লেগের ফল
গত বৃহস্পতিবার জিএমসি বালাযোগী স্টেডিয়ামে সেমির প্রথম লেগের ফল গোলশূন্য ড্র হয়েছে। মোহনবাগান যে আহামরি খেলেছে, এমনটা নয়। তবে হায়দরাবাদে গিয়ে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের আটকে দেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। এই মর🦂শুমে য🍌ে মাঠে মাত্র দু’টি ম্যাচ হেরেছে হায়দরাবাদ, সেই মাঠে সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে নেমে তাদের সঙ্গে ড্র করাটা সহজ ছিল না। সেটাই করে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নামার আগে তাই আত্মবিশ্বাসী থাকবে বাগান ব্রিগেড।
দ্বৈরথের ইতিহাস
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ন’বার। তার মধ্যে চারটি ম্যাচ ড্র হয়েছে। তিনবার জেতে এটিকে মোহনবাগান ও দু’টি ম্যাচে হায়দরা🍸বাদ এফসি। এ বারের লিগে প্রথমে জেতে এটিকে মোহনবাগান, পরে তার বদলা নিয়ে নেয় হায়দরাবাদ এফসি। দুই ম্যাচেই ফল হয় ১-০। দুই দলের ম্যাচে এখনও পর্যন্ত মোট ২০টি গোল হয়েছে। দশটি করে গোল করেছে দুই দলই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।