Ballon d'Or 2022 Highlights: অন্যের জন্য হাততালি দিতে নয়, এবার করিম বেঞ্জেমা উঠে দাঁড়ালেন নিজের জন্য, ব্যালন ডি'অর পুরস্কার নিতে। আর তাঁর জন্য উঠে দাঁড়াল গোটা বিশ্ব। ১৯৫৬ সালের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জেতার নজিরও গড়লেন। যে নজিরের কথা জেনে সত্যিই মনে হবে যে বেঞ্জেমার বিষয়ে ঠিকই বলেছেন কার্লো অ্যান্সেলোত্তি। যিনি বলেন, বেঞ্জেমা হল ওয়াইনের মতো। যত সময় য💫ায়, তত ভালো সময়। তারইমধ্যে এবার মহিলাদের ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনা এবং স্পেনের তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। এবার ব্যালন ডি'অরের এরকমই সব হাইলাইটস দেখুন এই ব্লগে।
নয়া নজির গড়লেন বেঞ্জেমা
১৯৫৬ সালের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জিতলেন করিম বেঞ্জেমা। আপাতত𝔉 তাঁর বয়স ৩৪ বছর ৩০২ দিন।
এবারও বিশ্বের সেরা খেলোয়াড় হলেন না ডি ব্রুইন
ব্যালন ডি'অর র্যাঙ্কিং: তৃতীয় হলেন কেভিন ডি ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটি এবং বেলজিয়ামের তারকা এবারও ব্যালন ডি'꧙অর পেলেন না।
ব্যালন ডি'অরে দ্বিতীয় হলেন মানে
ব্যালন ডি'অর র্যাঙ্কিং: দ্বিতীয় স্থানে শেষ করলেন সেনেগাল তথা বার্য়ান মিউনিখের (গত মরশুমে অবশ্য লিভারপুলে ছিলেন) তারকা সাদিও মানে। য🐲িনি সক্রেটিস পুরস্কার জিতেছেন।
পিছনে দাঁড়িয়ে আর হাততালি নয়, এবার নিজেই ব্যালন ডি'অর জিতলেন বেঞ্জেমা
পুরুষদের ব্যালন ডি'অর জিতলেন করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদ তথা ফ্রান্সের তারকার হাতে পুরস্কার তুলে দিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। উল্লেখ্য, ব্যালন ডি'অর পুরস্কারের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। যে ছবিতে দেখা গিয়েছিল, ক্রিশ্চিয়ানা রোনাল্ডোদের হাতে ব্যালন ডি'অর আছে। পিছনে দাঁড়িয়ে হাততাল✃ি দিচ্ছেন বেঞ্জেমা। এবার আর তিনি হাততালি দেবেন না। এবার গোটা বিশ্ব তাঁর জন্য হাততালি দেবে।
পুরুষদের ব্যালন ডি'অর দেবেন জিদান
পুরুষদের ব্যালন ডি'অর তুলে দেবেন বিশ্বকাপজয়ী ফরাসি মহাতারকা জিনেদিন জিদান। যিনি ফ্রান্সকে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই বছরই বিশ্বের সেরা ফুটবলার হয়েছিলেন। ২০০৬ সালের বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স ๊লিগ।
হতাশ হবে মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ গত বছর লা লিগা জিতেছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স ল🌳িগও জিতেছিল। সেই পরিস্থিতিতে ম্যাঞ্চেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব হওয়ায় কিছুটা হতাশ হবে মাদ্রিদ। যদিও বিশ্বের সেরা ক্লাবের পুরস্কার দ❀েওয়া হয়েছে ব্যালন ডি'অরে প্রাপ্ত মোট মনোনয়নের ভিত্তিতে (পুুরুষ এবং মহিলা মিলিয়ে)।
বছরের সেরা ক্লাব হল ম্যাঞ্চেস্টার সিটি
বছরের সেরা ক্লাব হল ম্যাঞ্চেস্টার সিটি। পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি সিটি। ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকে। তবে সিটির জয়ের ক্ষেত্রে সবথেকে বড় অবদান সিটির মহিলার দল। সিটির হাতে প෴ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুরস্কার তুলে দিলেন ২০০০ সালের বিশ্বের সেরা ফুটবলার তথা পর্তুগালের প্রাক্তন অধিনায়ক লুইস ফিগো।
ইয়াসিন ট্রফিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম কারা হলেন?
দ্বিতীয় স্থানে থাকলেন ব্রাজিল তথা লিভালপুলের গোলকিপার অ্যালিসন বেকার। তৃতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি তথা ব্রওাজিলের এডারসন। চতুর্থ হলেন চেলসি তথা সেনেগালের এডুয়ার্ড মেন্♒ডি। পঞ্চম স্থানে আছেন ফ্রান্স ও এসি মিলানের মাইক মেগনান।
সেরা চার কারা?
ব্যালন ডি'অর র্যাঙ্কিং: পুরুষদের ফুটবলে কে 🎐ব্যালন ডি'অর জিতলেন, তা একটু পরেই ঘোষণা করা হবে। সেরা চারে আছেন - করিম বেঞ্জেমা, কেভিন ডি ব্রুইন, রবার্ট লেওয়ানডস্কি এবং সাদিও মানে।
গোলকিপারদের ‘রাজা’ কুর্তোয়াস! জিতলেন ইয়াসিন ট্রফি
ইয়াসিন ট্রফি (বিশ্বের সেরা গোলকিপার) জিতলেন বেলজিয়াম তথা রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াস। ৫৭ܫ টি ম্যাচের মধ্যে প্রায় ৫০ শতাংশ ম্যাচে কোনও গোল হজম করেননি।
ব্যালন ডি'অরের পাঁচ থেকে সাতে কারা আছেন?
ব্যালন ডি'অর র্যাঙ্কিং: সাত নম্বরে আছেন বেলজিয়াম তথা রিয়া🐠ল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াস। ছয় নম্বরে আছেন প্যারিস সাঁ জাঁ তথা ফ্রান্সের কিলিয়ান এমবাপে। পাঁচ নম্বর স্থান দখল করেছেন লিভারপুল তথা মিশরের😼 স্ট্রাইকার মহম্মদ সালাহ।
কে গার্ড মুলার ট্রফি পান?
বছরের সেরা স্ট্রাইকারকে গার্ড মুলার ট্রফি দেওয়া হয়꧒। যিনি ক্লাব এবং দেশের হয়ে এক মরশুমে সর্বোচ্চ গোল করেছেন। ১৯৭০ সালে বিশ্বের সেরা ফুটবলার হয়েছিলেন জার্মানির সর্বকালের অন☂্যতম সেরা ফুটলার। ২০২১ সালের ১৫ অগস্ট তাঁর মৃত্যু হয়।
লেওয়ানডস্কি দ্য বস! বিশ্বের সেরা স্ট্রাইকার হলেন বার্সার মহাতারকা
গার্ড মুলার ট্রফি (বছরꦗের সেরা স্ট্রাইকার) পেলেন বার্সালোনা তথা পোল্যান্ডের মহাতারকা রবার্ট লেওয়ানডস্কি। তবে গত মরশুমে বার্য়ান মিউনিখে ছিলেন (গত মরশুমে ৫৭ টি গোল করেছিলেন) তিনি। গতবারও ত🐟িনি গার্ড মুলার ট্রফি পেয়েছিলেন।
আটে ব্রাজিলের তারকা
ব্যালন ডি'অর র💃্যাঙ্কিং: তালিকায় আট নম্বরে আছেন ব্র🎃াজিল তথা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ২২ বছরের ফরোয়ার্ড এবারই প্রথম প্রথম দশে আছেন।
নবম স্থানে আছেন মদ্রিচ
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়: নবম স্থানে আছেন রিয়াল মাদ্রিদ তথা ক্রোয়েশিয়ার ৩ও৭ বছরের মিডফিল্ডার লুকা মদ্রিচ। যিনি ২০১৯ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন।
ব্যালন ডি'অরের দশম স্থানে হালান্ড
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়: দশম স্থানে আছেন ম্যাঞ্চেস্টার সিটি তথা নরওয়ের তারকা হালান্ড। গত বছর বরুসিয়া ডর্টমুন্ডে 𒁏ছিলেন তিনি। এবার সিটিতে এসে দুর্দান্ত ফর্মে আছেন।
সেরা মহিলা ফুটবলার বার্সার পুতেয়াস
প্রত্যাশা মতোই মহিলা ফুটব💎লের সেরা হলেন বার্সেলোনা এবং স্পেনের অ্যাল🀅েক্সিয়া পুতেয়াস। জিতলেন ব্যালন ডি'অর। পরপর দু'বার জিতলেন তিনি।
প্রথম সক্রেটিস পুরস্কার জিতলেন সাদিও মানে
প্রথম সক্রেটিস পুরস্কার (যে ফুটবলার সামাজিক সমস্যা সমাধানের জন্য 🎉কাজ করেন) জিতলেন সাদিও মানে। সেনেগালের তারকা আপাতত বায়ার্ন মিউনিখে খেলেন। গত মরশ🍰ুমে লিভারপুলে ছিলেন।
জিতলেন বার্সেলোনার গাভি
কোপা ট্রফি জিতলেন বার্সেলোনার গাভি। যে ট্রফি দেওয়া হয় বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়কে। গত✅ বছর সেই পুরস্কার জিতেছিলে��ন বার্সেলানোয় গাভির সতীর্থ পেড্রির।
১৬ বছরে প্রথমবার হল! প্রথম তিনে CR7 বা মেসি, যুগের শেষ?
১৬ বছরে প্ꦕরথমবার ব্যালন ডি'অরের প্রথম তিনে নেই ক্রিশ্চিয়া𓄧ন রোনাল্ডো বা লিওনেল মেসি। রোনাল্ডো পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন। মেসি জিতেছেন সাতবার।
এবার বেঞ্জেমার ব্যালন ডি'অর জেতা উচিত, ওর প্রাপ্য: রোনাল্ডো
রোনাল্ডো: আমার মনে হয়, এবার বﷺ্যালন ডি'অরের যোগ্য বিজয়ী হলেন 🅺করিম বেঞ্জেমা। এই ট্রফিটা ওর প্রাপ্য।
‘আজ রাতে দারুণ খবর পাব বলে আশা করছি’, আত্মবিশ্বাসী বেঞ্জেমা
ব্যালন ডি'অরের রেড কার্পেটে রিয়াল মাদ্রিদ তথা ফ্রান্সের তারকা বললেনꦏ, 'এখানে আসতে পেরে দারুণ লাগছে। এটাই আমার প্রথমবার। আজ রাতে দুর্দান্ত খব🅘র পাব বলে আশা করছি।'
দক্ষিণ এশিয়ার তারকাকে স্বীকৃতি বিশ্বের
ব্যালন ডি'অরের ক্রমপর্যা෴য়: একাদশতম স্থানে আছেন দক্ষিণ কোরিয়া তথা টটেনহ্যামের তারকা সন হিউং-মিন। এশিয়ার একমাত্র তারকা হিসেবে আছেন ব্যালন ডি'অরের প্রথম তিরিশে।
দ্বাদশ স্থানে আছেন মাহারেজ
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়: দ্বাদশ স্থানে আছেন রিয়াদ🔴 মাহারেজ। যিনি আলজেরিয়ার নাগরিক। খেলেন ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির হয়ে।
ত্রয়োদশ হলেন বরুসিয়ার ফরোয়ার্ড
ব🧔্যালন ডি'অরের ক্রমপর্যায়: ত্রয়োদশ স্থানে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড সেবাস্তিয়ান হালের। আইভরি কোস্টের ২৮ বছরের তার𒁏কা তথা দিদিয়ের দ্রোগবার দেশের খেলোয়াড় গত মরশুমে আয়াখসে ছিলেন।
১৪ তম স্থানে আছেন পর্তুগালের খেলোয়াড় ও ব্রাজিলের তারকা
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়ে ১৪ তম স্থানে আছ🥂েন এসি মিলান তথা পর্তুগালের রাফায়েল লিয়াও। ফরোয়ার্ড হিসেবে খেলেন তিনি। সেইসঙ্গে ১৪ তম স্থানে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার ফাবিনহো। যিনি আপাতত লিভারপুলে খেলেন।
এসে গেলেন বেঞ্জেমা ও কুর্তোয়া
প্যারিসে ব্যালন ডি'অরের অনুষ্ঠানে যোগ দিতে এসে গিয়েছেন রিয়াল মাদ্রিদ তথা ফ্রান্সের তার💎কা করিম ♛বেঞ্জেমা। এসেছেন বেলজিয়াম তথা রিয়াল মাদ্রিদের গোলকিপার কুর্তোয়াও।
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়ে কত নম্বরে ভার্জিল?
ব্যালন 🌱ডি'অরের ক্রমপর্যায়ে ১৬ তম স্থানে আছেন ভার্জিল ভ্যান ডাইক। নেদারল্যান্ডসের তারকা লিভারপুরে খেলেন।
৩ জন আছেন ১৭ তম স্থানে
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়ে ১৭ তওম স্থানে আছেন লিভারপুল তথা কলম্বিয়ার লুইজ দিয়াজ, ব্রাজিল তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কাসিমেরো এবং সার্বিয়া তথা জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচ। তিনজনেই চলতি মরশুমে নয়া ক্লাবে এসেছেন। দিয়াজ ছিলেন এফসি পোর্তোয়। কাসিমেরো ছিলেন রিয়াল মাদ্রিদে। জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ফিওরেন্টনিয়ায় ছিলেন দুসান।
২১ তম স্থানে আছেন কেন
ব্যালন ডি♏'অরের ক্রমপর্যায়ে ২১ তম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। য♌িনি ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেন।
ব্যালন ডি'অরের ক্রমপর্যায়ে ২২ তম স্থানে সিটির ২ খেলোয়াড়
ব্যা🍌লন ডি'অরের ক্রমপর্যায়ে ২২ তম স্থানে একাধিক খেলোয়াড় আছেন। তাঁরা হলেন - ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টার সিটির ফিল ফোডেন, ইংল🍒্যান্ড তথা লিভারপুলের ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নল্ড এবং পর্তুগাল তথা ম্যাঞ্চেস্টার সিটির বার্নদো সিলভা।
আগে ৫ বার জিতেছেন! এবার ব্যালন ডি'অরে ২০ তম স্থানে CR7
এবার ব্যালন ডি'অরের ক্রমপর্যায়ে ২০ তম স্থানে আছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি আপাতত💛 ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আছেন। যে রোনাল্ডো পাঁচবার ব্যালন ডি'অর জিতেছেন।
যুগ্মভাবে ২৫ তম স্থানে রুডিগার, কুনকু ও নুনেজ-সহ একাধিক তারকা
ব্যালন ডি'অর তালিকা: যুগ্মভাবে ২৫ তম স্থান দখল করলেন জার্মানি তথা রিয়াল মাদ্রিদের টনি রুডিগার। যিনি গত মরশুমে ইংরেজ ক্লাব চেলসিতে খেলেছিলেন। রুডিগারের সঙ্গে যুগ্মভাবে ২৫ তম 🐻স্থানে আছেন লিভারপুল তথা উরুগুয়ের ডারউইন নুনেজ, ফ্রান্স ও রেডবুল লিপজিগের ক্রিস্টোফার কুনকু, ফ্রান্স ও এসি মিলানের মাইক মেগনান, জার্মানি ও বার্য়ান মিউনিথের জোশুয়া ಞকিমিচ এবং পর্তুগাল তথা ম্যাঞ্চেস্টার সিটির জোয়াও ক্যানসেলো। গত মরশুমে অবশ্য পর্তুগিজ ক্লাব বেনফিকায় ছিলেন নুনেজ।
কে জিতবেন এবারের ব্যালন ডি'অর? ফেভারিট বেঞ্জেমা ও পুতেয়াস
Ballon dOr 2022 Live Updates: কে জিতবেন ৬৬ তম 🤪ব্যালন ডি'অর? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। তবে পুরুষদের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জেমা। মহিলাদের ক্ষেত্রে বার্সেলোনা এবং স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস এগিয়ে আছেন বলে মত বিশেষজ্ঞদের। এবার মনোনয়নের তালিকায় নেই লিওনেল মেসি। আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।