২০২৪ ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ১-০ হারের জ্বালাটা মনে মনে পুষে রেখেছিল বেলজিয়াম। সেই ম্যাচে আবার তাদের দু'টি গোল বাতিলও হয়েছিল। তবে ভারতীয় সময়ে শনিবার গভীর রাতে কোলনে রোমানিয়ার বিপক্ষে সেই জ্বালাই যেন বিষ হয়ে উগরে দিলেন বেলজিয়ামের ফুটবলাররা। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণের ঝড় তুলে দ্বিতীয় মিনিটেই গোল! শেষ পর্যন্ত প্রায় হ💫াফ ডজন গোলের সুযোগ হাতছাড়া করে ২-০ জিতে গ্রুপ- ‘ই’র লড়াই জমিয়ে দিল ফিফা র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা বেলজিয়াম।
রোমানিয়ায় হারার ফলে, এখন এই গ্রুপের চারটি দলেরই ২ ম্যাচ খেলে পয়েন্ট ৩ করে। গ্রুপের শেষ ম্যাচের উপরই নির্ভর করবে বেলজিয়෴াম, রোমানিয়া, স্লোভাকিয়া এবং ইউক্রেনের ভাগ্য।
এদিন রোমানিয়া যে খুব খারাপ খেলেছে, তা নয়। ৯০ মিনিট ধরে চলে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। রোমানিয়াও বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। গোলের মুখ খুলতে ন🌠া পারার খেসারত রোমানিয়াকে দিতে হয়েছে ম্যাচ হেরে।
আরও পড়ুন: রোনাল্ডোর স্বার্থত্যাগ, পর্তুগালের আগ্রাসী ফুটবল, তুরস্ক🐼কে হারিয়ে শেষ ষোলোয় পেপেরা
এদিন ম্য়াচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় বেলজিয়াম। আরও নিখুঁত করে বললে, ৭৪ সেকেন্ডেই ১-০ এগিয়ে যায় তারা, যা ইউরোর ইতিহাসে তৃতীয় দ্রুততম এবং বড় টুর্নামেন্টে বেলজিয়াম জাতীয় দলের হয়ে দ্রুততম গোল। জেরেমি ডোকুর থেকে বল পেয়ে রোমেলু লুকাকু পাস বাড়ান ইউরি টিয়েলেম্যানসকে। ১৮ গজ দূর থেকে ডান পায়ের মাপা শট জালে জড়াতে ভুল করেননি টিয়েলেম্যানস। কিছুই করার ছিল না গোলরক্ষকের। গত ম্যাচে পরিবর্তে নামলেও, এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিল🍷েন টিয়েলেম্যানস। সেই সুযোগের যোগ্য মর্যাদা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: গোলের মুখই খুলতে পারল না এমবাপেহীন ফ্রান্স, ডাচেদের গোল বাতিল নিয়ে বিতর্ক,ম্যাচের ফল গোল🧜শূন্য ড্র
পুরো ম্যাচেই বেলজিয়ামের ডোকু, লুকাকু এবং টিয়েলেম্যান রোমানিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন। আর পিছন থেকে খেলা তৈরি করে আসলℱ কলকাঠি নেড়ে গিয়েছেন কেভিন দ্য ব্রুইন। যাইহোক গোল হজমের মিনিট দুয়েক পর সমতা ফেরাতে পারত রোমানিয়া। বক্সের ভিতর থেকে ড্রাগুসিনের হেড বাঁচিয়ে বেলজিয়ামকে অক্সিজেন দেন গোলরক্ষক কাসটিলস। ম্যাচের ১৪ মিনিটে আবার লুকাকু গোলের সুযোগ পেয়েছিলেন। ডোকুর পাস ধরে শট মারলেও, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে রোমানিয়াও কাউন্টার অ্যাটাকে উঠছিল। তবে তারা ফিনিশ করতে পারছিল না। প্রথমার্ধে আরও গোল করতে পারত বেলজিয়ামও। কিন্তু শেষ পর্যন্ত ১-০ এগিয়ে ꦰথেকেই বিরতিতে যান লুকাকুরা।
আরও পড়ুন: ১-৩♔ লজ্জ🎀ার হার, আশা কার্যত শেষ পোল্যান্ডের, শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল অস্ট্রিয়া
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।