শুভব্রত মুখার্জি: ভারতীয় সময় সোমবার ভোরে শুরু হবে কোপা আমেরিকা ফাইনাল। এই ফাইনালে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা এবং কলম্বিয়া দল। ভোর সাড়ে পাঁচটায় শুরু হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়চড় করে চড়ছে। এবারের আসর বসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এই মুহূর্তে আর্জেন্তিনা তথা বিশ্ব ফুটবলের জনপ্রিয় তারকা লিয়োনেল মেসি আবার খেলছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামির হয়েই। ফলে এই ম্যাচকে ঘিরে বাড়তি একটা উন্মাদনা তৈরি হয়েছে। সেই উত্তেজনার আঁ🥃চ যে মাঠেও ছড়াতে পারে, তা ভালো ভাবেই জানে কনমেবল। তাই ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব তারা কাকে দেবে, সেই বিষয়ে একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এমন একজনকে তারা দায়িত্ব দিতে চেয়েছিল, যিনি বেশ অভিজ্ঞ। ম্যাচকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ম্যাচে ফুটবলারদের রাশকে টেনে ধরতে পারবেন পরিস্থিতি প্রতিকূল হলে। তাই সব কিছু ভাবনা চিন্তার পরে তারা এই দায়িত্ব দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞতা সম্পন্ন ফিফা রেফারি রাফায়েল ক্লাউসকে।
আরও পড়ুন: গোল করলেন আলভারেজ, মেসি, কানা✱ডার বিরুদ্ধে দাপুটে জয়ে টানা দ্বিতীয় বার কোপার ফাইনালে আর্জেন্তিনা
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের নির্ধারণী ম্যাচ হবে আগামী সোমবার। ভারতীয় সময়ে ভোর সাড়ে পাঁচটায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শুরু হতে চলা এই ম্যাচ পরিচালনা করবেন দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন ফিফা রেফারি রাফায়েল ক্লাউস। প্রসঙ্গত, তিনি প্রায় দশ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়াল হিসাবে কাজ করছে। ২০১৫ সালে তিনি ফিফার অনুমোদিত ম্যাচ রেফারিদের তালিকায় জায়গা করে নেন। ৪৪ বছর বয়স﷽ী এই ব্রাজিলিয়ান রেফারি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও বেশ অভিজ্ঞতা সম্পন্ন। কনমেবলের তরফে শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্তিনা এবং কলম্বিয়ার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপা💝শি উরুগুয়ে বনাম কানাডারও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের নামও ঘোষণা হয়েছে।
আরও পড়ুন: ম্যাড়ম্🉐যাড়ে ব্রাজিল, দশ জনের উরুগুয়েকেও হারাতে পারল না, টাইব্রেকারে স্বপ্নভঙ্গ সেলেকাওদের
প্রসঙ্গত ২০২২ কাতার বিশ্বকাপেও ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান এবং কানাডা-মরক্কো ম্যাচে রেফারি হিসাবে ছিলেন তিনি। চলতি কোপা আমেরিকায় মেক্সিকো বনাম ভেনেজুไয়েলা ম্যাচ পরিচালনা করেন ক্লাউস। কোপার ম্যাচ পরিচালনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। মান খারাপ হওয়ার প্রশ্ন বারবার সামনে এসেছে। খেলা পরিচালনার মান নিয়ে চলছে নানা সমালোচনা। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ভিএআরের ভূল স্বীকার করে আনুষ্ঠান🥃িক বিবৃতিও দিয়েছে কনমেবল। ফাইনালে ক্লাউসের সহকারী হিসেবে থাকছেন দুই স্বদেশি রেফারি ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোহেয়া। পাশাপাশি চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসাবে থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এডুয়ার্দো কারদোসো। ভিএআর পরিচালনা করবেন ব্রাজিলের হোদোলফো টস্কি। তাঁকে সহযোগিতার করবেন স্বদেশীয় ড্যানিলো মানিস এবং ড্যানিয়েল নব্রে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।