শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেলস𝔍ি ফুটবল ক্লাবের। নয়া কোচ হিসেবে ক্লাবের প্রাক্তন তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দায়িত্ব নেওয়ার পরেও ভাগ্য বদলালো না তাঁদের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে নিজেদের ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরও জিততে পারল না চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-২ গোলে হারিয়ে দিল ব্রাইটন। ফলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডে প্রশিক্ষণে হারের হ্যাটট্রিক হয়ে গেল চেলসির। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ হিসেবে ফিরে আসার পর এই প্রথম স্টামফোর্ড ব্রিজে ম্যাচ ছিল তাঁর। ব্রাইটনের বিপক্ষে শুরুতে গোল করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধান হারতে হল তাঁদের।
সবথেকে বড় কথা হল প্রিমিয়র লিগের ইতিহাসে এই প্রথম ব্রাইটনের কাছে নিজেদের ঘরের মাঠে হারল চেলসি। পাশাপাশি সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে চেলসি এখন ছটি ম্যাচে জয়হীন থাকল। এদিন চেলসি ঘরের মাঠে গোল পায় খেলা শুরুর ১৩ মিনিটে🎃ই। মিখাইলো মুদরিচের সহায়তায় গোল করেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘার। উল্লেখ্য এর আগে চলতি মরশুমের প্রথম লেগে অ্যামেক্স স্টেডিয়ামে ৪-১ ব্যবধানে হারতে হয়েছিল চেলসিকে। ব্রাইটনের হয়ে ম্যাচের রঙটাই বদলে দেন দুই বদলি ফুটবলার ড্যানি ওয়েলবেক এবং জুলিও এনকিসো।
৪২ মিনিটে সমতা ফেরান প্রাক্তন আর্সেনাল ফরোয়ার্ড ওয়েলবেক। ১-১ সমতায় থাকা অবস্থায় ড্রেসিংরুমে ফেরে দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ম্যাচের রংটাই বদলে দেয় ব্রাইটন। ৩০ গজের বেশি দূর থেকে জোরালো শটে গোল করেন প্যারাগুয়ান ফরোয়ার্ড এনকিসো।ম্যাচে ২-১ ফলে লিড নেয় ব্রাইটন। যে গোলটি আর শেষ পর্যন্ত শোধ করতে পারেনি চেলসি। ফলে ম্যাচ হারতে হয় তাঁদের। এই হারের ফলে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট ন🧸িয়ে চেলসি এখন লিগ ক্রমতালিকার ১১ নম্বরে থাকল। ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে নম্বরে রয়েছে ব্রাইটন।
দিনের অপর⛦ ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেল টটেনহ্যামও। ২-২ ফলে সমতায় থাকা ম্যাচে ৯৫তম মিনিটে বোর্নমাউথকে জয়সূচক গোল এনে দেন দিঙ্গো ওতারা। 🦩রুদ্ধশ্বাস একটি ম্যাচে হারতে হয় টটেনহ্যামকে। এই হারের পরে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহাম থাকল পাঁচ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।