বেলডাঙা হিংসা নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় কেন্দ্র ও রাজ্যের কাছে একযোগে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শুক🍸্রবারের মধ্যে ২ পক্ষকেই রিপোর্ট জমা দিতে༒ বলেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কিছু যেন পোস্ট না করা হয় তার ওপর পুলিশকে নজর রাখতে বলেছে আদালত।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্ত এবা🍌র 🍌কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ𝕴্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের 🧸আসামি!
আদালত নির্দেশে জানিয়েছে, শনিবারের অশান্তির পরে পরিস্থ♛িতি নিয়ন্ত্রণে আনতে কী কী পদক্ষেপ করেছে তারা। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা কেমন রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বেলডাঙার পরিস্থিতি নিয়ে তাদের মত রিপোর্ট আকারে পেশ করতে বলেছে আদালত। শুক্রবারের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে ২ পক্ষকে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।
বেলডাঙায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আদালতে মামলা দায়ের হয়। মামলাকারীদের আইনজীবী বলেন, বেলডাঙায় প্রথম🅠েই পুলিশ তৎপর হলে পরিস্থিতি এত খারাপ হত না। কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশ চুপ করে ছিল। রাজ্যের তরফে এদিন আদালতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। ফলে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তাছাড়া সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী ꦜহতে পারে🌸 তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
এদিন রাজ্যের তর🎐ফে জাাননো হয়, বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যত আপত্তিকর পোস্ট করা হয়েছিল তা ডিলিট করিয়েছে পুলিশ। আদালত জানিয়েছে, এব্যাপারে প্রত্যেককে সংযত আচরণ করতে হবে।