কলকাতা ফুটবল লিগে চরম লজ্জার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। 🅰শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর। তবে ভবানীপুরের থেকে একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল। আর এক পয়েন্টে পিছিয়ে আছে। অন্যদিকে, মোহনবাগান নেমে গিয়েছে ১১ নম্বরে। তিনটি ম্যাচ খেলে ফেলেছে। একটি ম্যাচেও জিততে পারেনি। দুটি ম্যাচে ড্র করেছে। একটি মꦡ্যাচে হেরে গিয়েছে।
মোহনবাগান সমর্থকদের প্রতিক্রিয়া
শনিবার দ্বিতীয়ার্ধেౠ মোহনবাগানের খেলা দেখে হতাশ হয়ে গিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। তুমুল চটে গিয়েছেনও মোহনবাগান ম্যানেজমেন্টের উপরেও। এক মোহনবাগান সমর্থক বলেন, ‘কলকাতা লিগকে যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে টিম করার কি দরকার আছে? বেকার-বেকার তো বদমান করে তো লাভ নেই।’ অপর এক সবুজ-মেরুন সমর্থক বলেন, ‘নোংরামি করে মুখ ডোবাচ্ছে।’
আরও পড়ুন: ‘দেখবি আর জ্বলবি🍰!’ আনোয়ার আলির দলবদলের গল্পে নতুন মোড়, মোহনবাগানের পো𝐆স্ট ঘিরে জল্পনা
এক মোহনবাগান সমর্থক বলেন, ‘যদি কলকাতা লিগের কোনও গুরুত্ব না থাকে, ♛তাহলে টিম নামিয়ে হাসির খোরাক হওয়ার কি দরকার ছিলো? ডার্বির এই হার ট্রোল আমাদেরই হতে হল। পাড়ায়-পাড়ায় আমাদের সম্মানহানি হবে। মোহনবাগান ক্লাব কোথাও হারলে সেটা এক নম্বর দল হারুক বা দু'নম্বর দল হারুক, লোকে মোহনবাগানের হার হিসেবেই দেখেই। এই ধরনের দায়সারা মনোভাবকে সত্যিই মেনে নেওয়া🔯 যাচ্ছে না।’
কলকাতা ফুটবল লিগের পয়েন্ট টেবিল
অবনমনের বিষয়
নিয়ম অনুযায়ী, গ্রুপ তালিকার শেষে যে চারটি দল থাক♓বে, সেই চারটি দলের অবনমন হয়ে যাবে। অর্থাৎ দশম, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ স্থানে যে দলগুলি থাকবে, সেগুলি পরের ধাপে নেমে যাবে। আর আপাতত সেই বিপজ𓃲্জনক জায়গায় চলে গিয়েছে মোহনবাগান। এখন অনেক ম্যাচ বাকি আছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।