Longest Goal In History: এটাই কি ফুটবলের ইতিহাসের সর্বাধিক দূরত্বের গোল? নাম উঠতে পারে গিনেস বুকে!- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 30 Mar 2023, 10:37 AM ISTচিলির ফুটবল লিগে♌ অবাক গোল আর্জেন্তাইন গোলকিপার লিয়ান্দ্রো রিকুইনার।
চিলির ফুটবল লিগে♌ অবাক গোল আর্জেন্তাইন গোলকিপার লিয়ান্দ্রো রিকুইনার।
তড়িঘড়ি প্রতিআক্রমণের উদ্দেশ্যেই আর্জেন্ত♎াইন গোলকিপার লিয়ান্দ্রো রিকুইনা বল ভাসিয়ে দেন মাঝমাঠে। অরক্ষিত প্রতিপক্ষের অর্ধে যাতে কোনও সত𒊎ীর্থ বল পেয়ে দ্রুত আক্রমণে উঠতে পারেন, সেই চেষ্টাই করেছিলেন কোবরেসালের গোলরক্ষক। তবে কারও সহযোগিতা ছাড়াই যে তিনি দলকে গোল এনে দেবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি লিয়ান্দ্রো। চিলির ফুটবল লিগে অবাক গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিযে ফেলার অপেক্ষায় রিকুইনা।
কোবরেসালের গোলকিপারের নেওয়া গোল কিক সরাসরি জড়িয়ে যায় প্রতিপক্ষ দল কোলো-কোলোর জালে। মাঠের একপ্রান্ত থেকে নেওয়ꦇা শটে অপর প্রান্তে গোল হওয়ার নজির প্রথমসারির ফুটবল লিগে খুব বেশি নেই। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে আগ্রহ তৈরি হয়েছে যে, এটাই কি ফুটবলের ইতিহাসে সব থেকে বেশি দূরত্বের গোল? তাই যদি হয় তবে 𝓡একথা বলতে অসুবিধা নেই যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলার যোগ্য দাবিদার লিয়ান্দ্রো। উল্লেখ্য, রিকুইনা কোবরেসালের হয়ে এই গোলটি করেন ১০১ মিটার দূর থেকে।
গত ১৯ মার্চ এল কোব্রে স্টেডিয়ামে কোলো-কো෴লোর মুখোমুখি হয় কোবরেসা𓆏ল। ম্যাচের শুরুতেই গুইলেরমোর গোলে এগিয়ে যায় কোবরেসাল। ৮ মিনিটের মাথায় কোলো-কোলোর জালে বল জড়ান তিনি। প্রথমার্ধে আরও একটি গোল করে কোবরেসাল। ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ওয়াটারম্যান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কোবরেসাল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দেখা যায় লিয়ান্দ্রোর ম্যাজিক গোল। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় গোল কিক নেন তিনি। কোলো-কোলোর গোলকিপার বক্স ছেড়ে প্রায় মাঝমাঠে এগিয়ে এসেছিলেন। বল তাঁর সামনে ড্রপ 𝓡করে মাথার উপর দিয়ে পোস্টের দিকে এগিয়ে যায়। বলের পিছনে ধাওয়া করেও জালে জড়ানো থেকে আটকাতে পারেননি তিনি। এই গোলের সুবাদেই কোবরেসাল ৩-০ গোলের লিড নেয়।
শেষে সংযোজিত সময়ে (৯০+৫ মিনিটে) কোলো-কোলোর হয়ে ১টি করেন নিকোলাস এবং ব্যবধান কমিয় ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন করেন ৩-১। অর্থাৎ ৩-১ গোলে ম্যাচ জꦐিতে মাঠ ছাড়ে কোবরেসাল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।