চলতি আইএসএল মরশুমের প্রথম ম্যাচেই তৈরি হয়েছে বিতর্ক। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য অভিযোগ করল কেরালা ব্লাস্টার্স। ম্যাচ চলাকালীন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেছে বলে অভিযোগ উঠেছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বড় অভিযোগ করেছে কেরালা ব্লাস্টার্স। আসলে গত কয়েক বছর ধরেই কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। গত ISL-এর পর এবার নতুন বছরেও দুই দলের মধ্যে তিক্ত সম্পর্কের মধ্যেই অভিযান শুরু হল। ম্যাচ চলাকালীন বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের অভিযোগ তুলল কেরালা ব্লাস্টার্স। এই বিষয়ে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। বেঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামস কেরালার ডিফেন্ডার এইবান ডোহলিঙ্গকে উদ্দেশ্য করে বর্ণ বিদ্বেষমূলক মনജ্তব্য করেছে বলে অভিযোগ কর๊া হয়েছে।
কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে বেঙ্গালুরু এফসির কাছে দাবি করে বলা হয়েছে, ‘আমরা ফুটবল এবং ক্💖লাবে বৈচিত্র্য এবং সম্মানের সংস্কৃতি প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।’ ঘটনার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেরালা ব্লাস্টার্স ফ্যানদের গ্রুপ মানজাপাডার পক্ষ থেকে টুইটে বলা হয়, ‘বর্ণ বিদ্বেষের জন্য অনমনীয় মনোভাব আমাদের। এইবানের প্রতি বেঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামসের এই ঘটনার কড়া নিন্দা করি আমরা। AIFF এবং ISL-এর উচিত এখানে য♍েই প্লেয়ার যুক্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমাদের খেলায় বর্ণ বিদ্বেষের কোনও জায়গা নেই।’
ম্য়াচের ৮২ মিনিটে ঘটনাটি ঘটে। রায়ান উইলিয়ামস এইবান ডোহলিঙ্গকে উদ্দেশ্য করে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেন। সেই সময় ম্য়াচে এগিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এই বিষয় নিয়ে ম্যাচের পরে কেরালা ব্লাস্টার্স একটি বিবৃতিতে বলেছে, ‘বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে যেই অপ্রত্যাশিত ও হতাশাজনক ঘটনা ঘটেছে কেরালা ব্লাস্টার্স তাতে গভীর হতাশা প্রকাশ করছে।’ তারা বলেছে, ‘ম্যাচের সময় এটা আমাদের নজরে এসেছে, আমাদের এক প্লেয়ারকে বেঙ্গালুরꦉু এফসির এক প্লেয়ার অসম্মানজনক মন্তব্য করেছেন। আমরা একটা জিনিস পরিষ্কার করে জানাতে চাই যে আমাদের ক্লাব ও এই খেলায় বর্ণ বিদ্বেষের কোনও জায়গায়ন নেই।’ সরকারি বিবৃতি জানানোর পাশপাশি কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ করেছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে পুরো ঘটনার পর্যাপ্ত তদন্তের দাবি কর হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।