শুভব্রত মুখার্জি:- চলতি কোপা আমেরিকাতে কয়েকদিন আগেই মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং চিলি। দুই দলের মধ্যে বেশ উত্তেজনাকর এক ম্যাচের সাক্ষী থাকে দর্শকরা। ম্যাচে দুই দলের মধ্যে মাঠে ও চড়েছিল উত্তেজনার পারদ।বেশ কয়েকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েছিল দুই দলের ফুটবলাররা। ম্যাচে বেশ কয়েকটি হলুদ কার্ডও দেখান রেফারি। ম্যাচকে নিয়ন্ত্𓂃রণে আনতে বেঞ্চে কোচিং স্টাফদের ও সতর্ক করতে দেখা গিয়েছিল রেফারিকে। এবার দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন অর্থাৎ কনমেবল কড়া অবস্থান নিল দুই দলের বিরুদ্ধে। মোটা অঙ্কের জরিমানা করা হল দুই দলকে। পাশাপাশি দুই দলের কোচকেও বরখাস্ত করা হয়েছে।তবে আর্জেন্তিনা কোচকে নিষিদ্ধ করা হয়েছে তাদের প্রথম ম্যাচের জন্য। যেখানে তারা মুখোমুখি হয়েছিল কানাডার।
আরও পড়ুন… T20 WC 2024 Final IND vs SA: ꦐএমএস ধোনিও পারেননি! IC💦C Trophy জয়ে নয়া নজির বিরাট কোহলির
চিলি এবং আর্জেন্তিনা দুই দলকে জরিমানা করা হয়েছে ১৫,০০০ মার্কিন ডলার করে। পাশাপাশি নিষিদ্ধ হয়েছেন লিওনেল স্কালোনি এবং রিচার্ডো গারেকা। স্কালোনিকে নিষিদ্ধ করা হয়েছে কারণ বিরতির পরে তাঁর দল কানাডার বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছায়নি।ফলে খেলা শুরু করতে দেরি হয়। আর সেই কারণেই নিষেধাজ্ঞার কবলে কোচ। প্রসঙ্গত চিলির বিরুদ্ধে ১-০ গোলে জেতে আর্জে🌟ন্তিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এই নিষেধাজ্ঞার ফলে আর্জেন্তিনার পরবর্তী ম্যাচে পেরুর বিরুদ্ধে বেঞ্চে থাকতে পারবেন না স্কালোনি। উল্লেখ্য এই ম্যাচে আর্জেন্তিনা আগেই বিশ♛্রাম দেওয়ার কথা জানিয়েছিল তাদের তারকা ফুটবলার লিওনেল মেসিকে। মেসির ডান হাঁটুর চোট সারাতেই এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হবে। তার উপর এই ম্যাচে বেঞ্চে স্কালোনিকেও পাবে না আর্জেন্তিনা। ফলে কিছুটা হলেও ব্যাকফুটে নীল,সাদা শিবির।
আরও পড়ুন… T20 WC 2024 নিয়ে যা ভব🅘িষ্যদ্বাণী করেছিলেন সেটাই হল! BCCI সচিব জয় শাহকে নতুন নাম দিলেন রবি শাস্ত্রী
কনমেবলের তরফে জানানো হয়েছে টুর্নামেন্টের নিয়ম নীতির তোয়াক্কা না করাতেই এই কঠিন শাস্তির মুখে দুই দলের কোচ। বিষয়টি নিয়ে কানাডার কোচ জেসে মার্শ জানিয়েছেন তিনি এই শাস্তিতে মোটেও সন্তুষ্ট নন কারণ তাঁর মতে এই অপরাধে আর্জেন্তিনা দলের ও শাস্তি পাওয়া উচিত ছিল। গারেকা এক দোষে দুষ্ট। তিনি শাস্তি পেয়েছেন আর্জেন্তিনা ম্যাচে তাঁর দল চিলি দ্বিতীয়ার্ধে মাঠে নামতে দেরি করাতে। আর্জেন্তিনা ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। ত𝓰াদের দখলে রয়েছে নয় পয়েন্ট। চিলির পয়েন্ট এক। তারা শেষ ম্যাচে কানাডার কাছে আটকে গিয়ে কোপা আমেরিকা ২০২৪ থেকে ছিটকে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।