ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০-এ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে𓃲 চ্যাম্পিয়ন হলে ইতিহাস গড়বে আর্জেন্তিনা। এবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে আর্জেন্তিনা। ইতিহাসের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসিও। রেকর্ড ১৬ বার কোপা চ্যাম্পিয়ন হবে আর্জেন্তিনা। এর আগে এমনটা আর কোনও দেশ এমন নজির গড়তে পারেনি।👍 এই ক্ষেত্রে উরুগুয়েকে ছাপিয়ে যাবে আর্জেন্তিনা। আপাতত দুই দেশই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছে।
এদিকে ফাইনাল ম্যাচে মেসি নিজের কেরিয়ারে গড়বেন এক অনন্য মাইলফলক। কারণ, এই ম্য়াচটি হবে নীল সাদা জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে লিওনেল মেসির সপ্তম ফাইনাল। দেশের জার্সিতে 🌳এতগুলি ফাইনাল খেলেননি আর কোনও ফুটবলার। যা ফুটবলের ইতিহাসে এক অনন্য কীর্তি।
আরও পড়ুন… UEFA Euro 2024 Final Live Streaming: কখন, কোথায়, কীভাবেꦓ দেখতে পাবেন Spain vs England-এর ফাইনাল ফাইট
তবে এই ম্যাচ শুরুর আগে ভারতীয় ফুটবলপ্রেমীদের মুখে একটাই প্রশ্ন রয়েছে, তাঁরা সকলেই জানতে চাইছেন, কোপা ফাইনাল কি টিভিতে বা মোবাইল ফোনে দেখা যাবে? কোপা আমেরিকার কোনও ম্যাচই ভারতে সম্প্রচার হয়নি। ফাইনালের ক্ষেত্রেও সরাসরি টিভিতে ম্যাচ দেখার উপায় নেই। তবে বিদেশের অনেক চ্যানেলে কোপার ম🅘্যাচ দেখানো হচ্ছে। সংশ্লিষ্ট ভিপিএন মারফত সেই টিভি চ্যানেলে অ্যক্সেস করে ভারতীয় ফুটবলপ্রেমীরাও এই ম্যাচের স্ট্রিমিং দেখতে পারেন। এছাড়াও HT বাংলাতে চোখ রাখবেন সেক্ষেত্রে এই ম্যাচের সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন।
আরও পড়ুন… শর্ট ফাইন থেকে থ্রো ক🍰রে নন স্ট্রাইকার এন্ডে রাজাকে রান আউট করলেন শিবম! দেখুন চমকপ্রদ ভিডিয়ো
ভারতীয় সময় রবিবার মাঝরাতে ইউরো কাপের ফাইনালের পরেই ফুটবল প্রেমীদের শুরু হয়ে যাবে কোপার ফাইনাল🌜ের প্রস্তুতি। ৪৮ বারের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা হচ্ছে দ꧃ক্ষিণ আমেরিকার বাইরে। এবারের টুর্নামেন্টের আয়োজক আমেরিকা। এবারের টুর্নামেন্টে চার গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে সকলের আগে রয়েছেন আর্জেন্তিনার লউতারো মার্তিনেজ। কোপা আমেরিকার নক আউট পর্বে সেমিফাইনাল পর্যন্ত কোনও ম্যাচেই অতিরিক্ত সময় ছিল না। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হচ্ছিল। তবে ফাইনালে অতিরিক্ত সময় থাকবে।
আরও পড়ুন… WCL 2024: প্রকাশ্যে মাহি-যুবির দু🍒রত্ব! নিজের পছন্দের সেরা একাদশে ধোনিকে জায়গা দিলেন না যুবরাজ
কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং এবং টেলিকাস্টের বিবরণ
কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল কবে শুরু হবে?
কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনাল খেলা হবে ১৪ জুলাই (ভারতীয়༒ সমౠয় ১৫ জুলাই)
কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল কখন শুরু হয়?
আর্জেন্তিনা এব🐲ং কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে ১৫ জুলাই সকাল🅠 ৫.৩০ মিনিটে।
আরও পড়ুন… ZIM vs IND: ৫ ম্যাচে ৩৮টা ছক্কা! দ্বিপাক্ষিক T20I সিরিজে ছয় মারার অনন্য 🐈নজির গড়ল গিলের টিম ইন্ডিয়া
কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল কোথায় আপনি অনলাইনে দেখতে পারেন?
দুর্ভাগ্যবশত, ভারতে কোপা আমেরিকার এই সংস্করণের জ♔ন্য কোনও অফিসিয়াল ব্রডকাস্টার নেই কিন্তু ভক্তরা লাইভ স্ট্রিমিং উপভোগ করতে ভিপিএন সহ অন্যান্য অঞ্চলে🍃র অফিসিয়াল ব্রডকাস্টার ব্যবহার করতে পারেন।
ভারতীয় ভক্তরা প্রাইভেট ভিপিএন ব্যবহার করতে পারেন ভক্তদের প্রিয় সাইট সকারস্ট্রিমলিংক এবং এপিকস্পোর্টে লাইভ ম্যাচ স্ট্রিম করতে। ভারতী🔥য় ব্যবহারকারীরা অনলাইনে কোপা আমেরিকা ২০২৪ ফাইনালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সম্প্রচার চ্যানেল ফুবো টিভি অ্যাক্সেস করতে একটি VPN ব্যবহার করতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।