বাইশ গজে ভূতুড়ে কাণ্ড! এ কেমন ভাবে হল, এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে গেলেন। আসলে হারারে তখন চলছিল ভারত বনাম জিম্বাবোয়ের মধ্যে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্য়াচটি। সেই সময়ে এমন এক ঘটনা ঘটল যা দেখে বিশ্ব ক্রিকেটও অবাক হয়ে গিয়েছে। সকলেই বলছেন এটা কী করে সম্ভব! আসলে এই ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজার সঙ্গে। জিম্বꦉাবোয়ের ব্যাটিং ইনিংসের সময়ে এমন অবাক করা ঘটনাটি ঘটেছে।
আসলে সেটি ছিল ম্যাচে দ্বিতীয় ইনিংস অর্থাৎ জিম্বাবোয়ের ব্যাটিংইনিংসের ১৪ তম ওভার। এই সময়ে বল করছিলেন ভারতের স্পিনার রবি বিষ্ণোই🍒। ১৩.৪ বলে তখন ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। এই সময়ে হাল্কা বল পেয়ে তিনি লেগ সাইডে হিট করতে যান। কিন্তু বলটি ব্যাটের সঙ্গে কানে꧑ক্ট হয়নি এবং বলটি উইকেটের পিছনে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন শিবম দুবে। বলটি পিছনে যেতেই একটি রান নেওয়ার চেষ্টা করেন রাজা। এই সময়ে বলটি ধরে নন স্ট্রাইকার এন্ডে ক্যাসুয়ালি থ্রো করেন শিবম দুবে। এরপরেই ঘটে আসল ঘটনা।
আরও পড়ুন… WCL 2024: প্ღরকাশ্যে মাহি-যুবির দুরত্💖ব! নিজের পছন্দের সেরা একাদশে ধোনিকে জায়গা দিলেন না যুবরাজ
দেখা যায় শ🐻িবম দুবের ক্যাসুয়ালি থ্রোটি বোলারের কাছে চলে আসে। তবে রবি বিষ্ণোই সেই বলটি ধরতে পারেননি। এদিকে বলটি উইকেটের কাছ থেকে চলে যায়। এই সময় উইকেটের বেলটি হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। যা প্রথম দেখায় মনে হবে যে হয়তো বলটিไ উইকেটে হিট করেছে তাই এমনটা হয়েছে। তবে যখন রিপ্লে দেখা হয় তখন তো সকলেই অবাক হয়ে যান। দেখা যায় বলটি উইকেটের কাছ থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে বেলটি মাটিতে পড়ে যায়। যা দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে যান।
যাই হোক এরপরে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা এই ঘটনাটি দেখে অবাক হয়ে যান এবং যখন তিনি সাজঘরে ফিরে যাচ্ছিলেন তখন বারবার মাঠের দিকে ও উই𝔉কেটের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। তিনি যেন এটি বিশ্বাসই করতে পারছেন না। একই অবস্থা ছিল রবি বিষ্ণোইয়েরও। তিনিও এই রান আউট দেখে অবাক হয়ে যান। বর্তমানে জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজার এই রান আউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ম্যাচের কথা বললে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে আসা ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারায় দলটি। যশস্বী জয়সওয়াল ৫ বলে ১২ রান করার পর আউট হন, অভিষেক শর্মা ১১ বলে ১৪ রান করে আউট হন এবং অধিনায়ক শুভমন গিল ১৪ বলে ১৩ রান করে আউট হন। এরপর সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের মধ্যে চতুর্🦋থ উইকেটে ৫৬ বলে ৬৫ রানের জুটি গড়ে ওঠে। ২৪ বলে ২২ রান করে আউট হন রিয়ান পরাগ। ৪৫ বলে ৫৮ রান করে আউট হন সঞ্জু স্যামসন। এদিন সঞ্জু ব্যাট হাতে নিজের ইনিংসে মারেন চারটি ছক্কা ও একটি চার। ভারতের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ফলে সিরিজের শেষ ম্য়াচটি ৪২ রানে জিতে নেয় গিলের টিম ইন্ডিয়া। এর ফলে ৪-১ সিরিজ জেতে ভারত।