লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে উড়িয়ে দিলে কোপা আমেরি𓂃কা ২০২৪ পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ন✤িজেদের জায়গা পাকা করল আর্জেন্তিনা। এদিন ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। শেষ পর্যন্ত মার্টিনেজের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
🌊ম্যাচের প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে দাপট দেখিয়েছে আর্জেন্তিনা। ৬৩ শতাংশ বল ধরে রেখেছিল তারা। এরমধ্যে চিলির গোলমুখে শট নিয়েছে ১৩টি। কিন্তু অধিকাংশ দূরপাল্লার শট থাকায় তা চিলির গোলমুখ স্পর্শ করতে পারেনি। যদিও ৩টি শট গোলমুখে থাকলেও তা চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেইভ করেছেন।
আরও পড়ুন… Copa America 2024: ১০ জনের পেরুকে হারিয়ে কানাডার চমক, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখলেন জোনাথন 🐈ডেভিড
এদিকে, শরীরী ফুটবল খেলেছে দুই পক্ষই। মোট ৯বার বেজেছে ফাউলের বাঁশি। এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে। এরপর আবারও ফিরেছিল🐲েন মেসি। হয়েছেন আক্রমণাত্মক। কিন্তু চিলির গোলমুখে বল প্রবেশ করাতে পারেননি কেউ। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৮৮ মিনিটে আর্জেন্তিনার হয়ে গোল করেন লাউতারো মার্টিনেজ। এদিনের ম্যাচে বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল আর্জেন্তিনা। এদিনের ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখেছিল আর্জেন্তিনা। চিলির দখলে ছিল মাত্র ৩৯ শত💞াংশ বল পজিশন। এর থেকেই পরিষ্কার এই ম্যাচে কতটা দখল রেখেছিল আর্জেন্তিনা। এদিনের ম্যাচ জিতে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে লিওনেল মেসির আর্জেন্তিনা। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্য়াচে পেরুর বিরুদ্ধে খেলতে নামবে তারা।
গ্রুপের অন্য ম্যাচে এর আগে কানাডা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। ১০ জনের পেরুকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল কানাডা। কানাডার এই জয়ে আর্জেন্টিনার হিসাবটা একদম সহজ হয়ে গিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করল লিওনেল মেসির দল। প্রথম ম্যাচে কানাডা♕ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে লিওনেল মেসির আর্জেন্তিনা। ১ জয় এবং ১ হার নিয়🌊ে দুইয়ে রয়েছে কানাডা। তালিকার তিন নম্বরে রয়েছে চিলি ও গ্রুপের শেষে রয়েছে পেরু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।