কোপা আমেরিকা ২০২৪-র সেমিফাইনালে জায়গা পাকা করে নিল আর্জেন্তিনা। কোয়ার্টার ফাইনালে তারা হারাল ইকুয়েডরকে। খেলা ১-১ 🌞শেষ হওয়ার পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতল লিয়নেল মেসির দল। বিশ্বকাপ জেতার পর আরও একবার কোপা জয়ের পথে এগিয়ে গেল আর্জেন্তিনা। এদিনের ম্যাচে চোট সারিয়ে ফিরে ছিলেন লিওনেল মেসি। কিন্তু পেনাল্টি মিস করেন আর্জেন্তিনার মহাতারকা। তবে মেসি মিস করলেও আর্জেন্তিনা দল ভুল করেনি, শুক্রবার ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টাইব্রেকার পর্যন্ত দুরন্ত লড়াই করেও কোপা আমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেরিকা থেকে ছিটকে গেল ইকুয়েডর। ডান পায়ের উরুর পেশিতে চিলি ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্তিনার তারকার চোট নিয়ে রীতিমতো দুশ্চিন্তা তৈরি হয়েছিল। আর্জেন্তিনার স﷽ংবাদমাধ্যম জানিয়েছিল যে পেরু ম্যাচ তো বটেই, কোয়ার্টার ফাইনালেও মেসিকে নাও পাওয়া যেতে পারে। তবে পেরুর বিরুদ্ধে না নামলেও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর বিরুদ্ধে ম্যাচে নামলেন। শেষ আটের পুরো ম্যাচেই খেললেন তিনি। তবে মেসির পেনাল্টি মিস দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন… কুইনির বিষয়টি রহস্যময়: ডি'ক⛎কের T20I ভবিষ্যত নিয়ে বড় আপডেট দিলেন SA কোচꦰ রব ওয়াল্টার
তবে এদিনের ম্যাচের নায়ক ছিলেন সেই এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে সাক্ষাৎ ত্রাতা হিসেবে আবির্ভুত হয়েছিলেন তিনি। ইকুয়েডরের খেলোয়াড়দের জন্যেও তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমতায় ফিরলেও মার্টিনেজের বীরত্বে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতল আর্জেন্তিনা। ম্যাচের নির্ধারিত সময়ের ৯০ নিনিট ১-১ সমতায় থাকে। ইনজুরির কারণে শঙ্কা থাকলেও আর্জেন্তিনার একাদশে ফেরেন মেসি। দলে জায়গা হারান ডি মারিয়া꧅। তবে ম্যাচে আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। বল দখলে আর্জেন্তিনা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে ইকুয়েডরই। তাদের একজন ভালো ফিনিশার থাকলে অন্তত ২ গোলে পিছিয়ে থাকত আর্জেন্তিনা।
ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈ🌞রি করে আর্জেন্তিনা। মলিনার দারুণ ক্রস থেকে খালি জায়গায় হেড করার সুযোগ পেয়েও বল বাইরে মারেন এনজো ফার্নান্দেজ। ৩৩ মিনিটে মেসির দারুণ ডিফেন্স চেরা পাস থেকে এনজো ফার্নান্দেজ ডি-বক্সের ভেতর বল টেনে নিয়ে গেলেও তার শট ব্লক করে দেন ইকুয়েডরের ডিফেন্ডাররা। কর্নার পায় আর্জেন্তিনা। সেই কর্নার থেকেই অবশেষে গোল পায় আর্জেন্তিনা। মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার হেড করলে বল যায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের কাছে। ভেসে আসা বলে মার্টিনেজ দারুণ হেডে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা।
আরও পড়ুন… T20 WC 2024-এ নিজের ব্যর্থতা ঢাকতে ‘ধর্মের কার্ড’ খেলছেন রিজ🌟ওয়ান! পাক তারক💟ার বড় অভিযোগ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।