ব্রাজিল-আর্জেন্তিনা-উরুগুয়ের পর কোপা আমেরিকার অন্যতম ফেভারিট নিঃসন্দেহে মেক্সিকো। আর তারা টুর্নামꦆেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করল। তবে সেই জয়টা তারা সহজে পায়নি। কঠিন লড়াই করতে হয়েছে। জেরার্দো আর্তিয়েগার একমাত্র গোলে জামাইকাকে ১ꦐ-০ হারাল মেক্সিকো। গ্রুপ- ‘বি’এর অন্য ম্যাচে ১০ জনের ইকুয়েডরকে হারিয়েছে ভেনিজুয়েলা।
জামাইকে হারিয়ে কোপার অভিযান শুরু মেক্সিকোর
ভারতীয় সময়ে রবিবার সকালে ২টি ম্যাচই হয়। ম্যাচের শুরু থেকেই এদিন ꧂দাপটের সঙ্গে খেলেছিল মেক্সিকো। জামাইকার ডিফেন্সকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল তারা। খেলা শুরুর প্রথম ৪ মিনিটের মাথায় প্রথম গোল করার সুযোগ পেয়েও গিয়েছিল মেক্সিকো। ওয়ান টাচ শট করার সুযোগ পেয়েছিলেন লুইস চাভেজ। কিন্তু সেই বল রুখে দেন জামাইকান গোলরক্ষক লেমবিকিসা। এর পরেও মুহুর্মুহু আক্রমণে করলেও, গোলের মুখ খুলতে পারছিল না মেক্সিকো। জামাইকার গোলকিপার লেমবিকিসাও দারুণ কিছু সেভ করেন।
আরও পড়ুন: টিয়েলেম্যানস, ব্রুইনের গোলে রোমানিয়াকে হারিয়ে জ🅘য়ে ফিরল বেলজিয়াম, জমে ক্ষীর ইউরোর গ্রুপ ‘ই’র লড়াই
অন্যদিকে ম্যাচে🌞র ১২ মিনিটের মাথায় জামাইকার খেলোয়াড় কেসি পালমার গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভলি শট মিস হয়ে যাওয়ায় গোল পোস্ট পর্যন্ত পৌঁছায়নি বল। এর মাঝেই আবার ম্যাচের ৩০ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় মেক্সিকানরা। অধিনায়ক এডসন আলভারেজ চোট পেয়ে মাঠ ছাড়েন। প্রথমার্ধে শেষ পর্যন্ত আর গোলের🍸 মুখ খুলতে পারেনি কোনও দলই। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে মജেক্সিকোকে চমকে দিয়ে এগিয়ে গিয়েছিল জামাইকা। মিথেল অ্য়ান্টিও জালে বল জড়ালেও, ‘ভার’এর সাহায্যে অফ সাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। অবশেষে ৬৯ মিনিটে ডেডলক ভাঙ্গে মেক্সিকো। রোমোর বাড়ানো বলে আর্তিয়েগা দুরন্ত গোল করেন। এর পর আর কোনও দলই গোল করতে পারেনি।ꦇ
আরও পড়ুন: রোনাল্ডোর স্বার্থত্যাগ, পর্তুগালের আগ্রাসী ফুটবল, তুরস্ককꦇে হারিয়ে শেষ ষোলোয় পেপ⭕েরা
ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা
কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’-এর অন্য ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছি﷽ল ভেনিজুয়েলা। ওই ম্যাচে ২-১ গোলে ১০ জনের ইকুয়েডর-কে হারিয়ে দেয় ফের্নান্দো বাতিস্তার দল। ভেনেজুয়েলার হয়ে দু'টি গোল করেন জন্ডার কার্ডিজ এবং এডওয়ার্ড বেলো। অন্যদিকে ইকুয়েডরের হয়ে গোল করেন জেরেমি সারমিন্তো।
ইকুয়েডরের বিপক্ষে ভেনিজুয়েলাকে আন্ডারডগ বলে মনে হচ্ছিল। শক্তিমত্তার দিক থেকে ভেনিজুয়েলার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ইকুয়েডর। দাপট দেখিয়ে ১-০ এগিয়েও গিয়েছিল তারা। তবে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় ভেনিজুয়েলা। আসলে ম্যাচের ২𓄧২ মিনিটের মাথায় ১০ জন হয়ে যায় ইকুয়েডর। সেটাই তাদের কাছে বড় ধাক্কা হয়। ইনার ভেলেন্সিয়া লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ‘ভার’এর সাহায্য তাঁকে কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ১০ জনের দল নিয়েও অবশ্য লিড নিয়েছিল ইকুয়েডরই। ৪০ মিনিটের মাথায় গোলের মুখ খোলেন জেরেমি সারমিন্তো। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইকুয়েডর।
আরও পড়ুন: গোলের মুখই খুলতে পারল না এমবাপেহীন ফ্রান্স, ডাচে♈দের꧋ গোল বাতিল নিয়ে বিতর্ক,ম্যাচের ফল গোলশূন্য ড্র
বিরতির পর অবশ্য ১০ জনের ইকুয়েডরকে পেয়ে ভেনিজুয়েলা যেন চেপে ধরে। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে তারা। আগ্রাসী ফুটবল খেলে আক্রমণের ঝাঁজ বাড়ায়। অবশেষে ৬৪ মিনিটে ভেনিজুয়েলার হয়ে সমতা ফেরান জন্ডার কাডিচ। এর ঠিক ১০ মিনিট পরেই সকলে চমকে দিয়ে ২-১ করে ভেনিজুয়েলা। এডও𒆙য়ার্ড বেলোর দুর্দান্ত এক শট ঠেকাতে পারেননি ভেনিজুয়েলার কিপার। শেষ পর্যন্ত ম্যাচেও আর সমতা ফেরাতে পারেনি ইকুয়েডর। ২-১ ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ভেনিজুয়েলা।
গ্রুপ- ‘বি’-এর অঙ্ক
কোপা আমেরিকার গ্রুপ- ‘ব🗹ি’-এর অঙ্কটা আপাতত সহজ সরলই রয়েছে। চার দলই একটি করে ম্যাচ খেলেছে। মেক্সিকোর পাশাপাশি জিতেছে ভেনিজুয়েলাও। তারা ৩ পয়েন্ট করে পেয়েছে। বাকি দুই দলের পয়েন্টের ভাঁড়ার শূন্য। দ্বিতীয় ম্যাচের পর হয়তো পরের রাউন্ডে কারা এগিয়ে থাকবে, সেই অঙ্কটা আরও পরিষ্কার হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।