হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো ২০২০-তে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হাঙ্গেরির জালে বল জড়ানোর সুবাদে ইউরোর ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন ক্রিশ্চিয়ানো। টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করার নিরিখে মিশেল প্লাতিনিকে পিছনে ফ💧েলে দেন পর্তুগীজ মহাতারকা।
এই ম্যাচ𒅌েই ইউরোর ইতিহাসে তিনটি সর্বকালীন রেকর্ড গড়েন রোনাল্ডো। দেখে নেওয়া যাক ক্রিশ্চিয়ানোরꦡ নজির:-
১. পাঁচটি ইউরোয় মাঠে নামা: হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নামা মাত্রই ইউরো কাপে ইতিহাস গড়েন রোনাল্ডো। একমাত্র ফুটবলার হিসেবে ৫টি ইউরোর (🍰২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০) মূলপর্বে অংশ নেন ক্রিশ্চিয়ানো। এ🍷ই রেকর্ড আর কারও নেই।
২. টানা পাঁচটি ইউরোয় গোল করা: একমাত্র ফুটবলার হিসেবে টানা পꩲাঁচটি ইউরো কাপের ✱মূলপর্বে গোল করার রেকর্ড গড়েন রোনাল্ডো। যখন আর কেউ পাঁচটি ইউরোর মূলপর্বে মাঠেই নামেননি, তখন পাঁচটি ইউরোয় রোনাল্ডো ছাড়া আর কারও গোল করার প্রশ্নই ওঠে না।
৩. টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোল: এতদিন ইউরোর ইতিহাসে সবথেকে বেশি ৯টি করে গোল করার রেকর্ড ছিল যুগ্মভাবে প্লাতিনি ও রোনাল্ডোর 🌞দখলে। হাঙ্গেরির বিরুদ্ধে প্রথম গোল করা মাত্রই রোনাল্ডো প্লাতিনিকে টপকে শীর্ষে চলে আসেন। দু'টি গোলের সুবাদে ইউরোয় মোট ১১টি গোল হয়ে যায় সিআর সেভেনের। এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অ্যালান শিয়েরার, যিনি ইউরো কাপে মোট ৭টি গোল করে🧜ছেন।
উল্লেখ্য, হাঙ্গেরির বিরুদ্ধে পর্তুগাল ৩-০ গোলে জয় তুলে নেয়🐻। জোড়া গোলের সুবাদে দেশের জার্সিতে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ায় ১০৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।