ফুটবল মাঠে লিওনেল মেসি করতে পারবেন না এমন কিছু নেই। চলতি বিশ্বকাপে ৩৫ বছর বয়সী এই তারকার অনুপ্রেরণামূলক পারফরম্যা🔯ন্স আর্জেন্তিনাকে গৌরবের চূড়ায় পৌঁছে দিয়েছে। কাতার অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালের লড়াইয়ে ফ্রান্সের সামনে নামবে তারা। তবে তার আগে মেসির একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। যেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির ম্যাজিকাল ‘নো-লুক’ অ্যাসিস্ট সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… ꦰমাই🍸ক নাকি আইসক্রিম? দেখুন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোর ছেলের কীর্তি
এই🐷 ভিডিয়োতে নতুন মেসির সঙ্গে খুদে মেসির মিল খুঁজে পেলেন অনেকেই। ফুটেজে দেখা যাচ্ছে মেসি গোলের একটি কার্বন 🏅কপি। মেসি পেশাদার ফুটবলার হয়ে ওঠার আগে ঠিক যেভাবে ফুটবলকে নিজের কথা শোনাতেন এখনও সেই একই রকমভাবে ফুটবলকে নিজের কথা শোনাচ্ছেন মেসি। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের একটি গোল দেখে মেসির ভক্তরা অবাক হয়েগিয়েছেন, কারণ তাঁর সেই গোলে মেসি যেভাবে অ্যাসিস্ট করেছিলেন, সেটা একেবারেই মেসির করা ছোটবেলার একটি গোলের কার্বন কপি।
লিওনেল মেসি ম্যাচের ৩৫ মিনিটে নাহুয়েল মোলিনার হয়ে উদ্বোধনী গোল সেট করার জন্য নিজের দক্ষতার প্রদর্শন করেন। যেই পাশটি ছিল একটি মন্ত্রমুগ্ধকর ফুটবল। তিনি সেন্ট্রাল মিডফিল্ডে ফ্রি টুইস্ট করেন এবং প্রতিপক্ষের গোলের দিকে এগিয়ে যান। নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকেকে ভারসাম্যহীন করে দেন এবং তার প্রথম আন্তর্জাতিক গোলের জন্য মোলিনার জন্য নো-লুক রিভার্স পাস দেন। টুইটারে উত্থাপিত এই ক্লিপটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির অবিশ্বাস্য অ্যাসিস্ট ফুটেজ দেখানো হয়েছে যা একটি যুব ফুটবল খেলায় তরুণ মেসির ফুটেজের সঙ্গে 🍎বেশ মিল রয়েছে। ক্লিপগুলি দেখলেই বোঝা যাবে মেসি কেমন ভাবে ফুটবল ম্যাজিক দেখান।
রবিবার বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসি আর্জেဣন্তিনার পক্ষে এবং কিলিয়ান এমবাপে ফ্রান্সের বিপরীতে থাকবেন। মেসি এর আগেও সেখানে ছিলেন কিন্তু ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল মেসির আর্জেন্তিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার পর এমবাপে ২০১৮ সালের শিরোপা জিতেছিলেন। তবে লুসাইল স্টেডিয়ামে কে🔯 ট্রফি তুলতে পারে সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।