চলতি মরশুমে মোহনবাগানের ডিফেন্স এখনও জমে ওঠেনি। টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজদের মাঠে নামিয়েও ডিফেন্সের ফা𒀰ঁকফোকর ঢাকতে পারছেন না মোহনবাগানের কোচ হোসে মলিনা। তার ওপর আবার শুভাশিস বসুর চোট। সব মিলিয়ে ডুরান্ড কাপের ফাইনালে নামার আগে বেশ চাপে সবুজ মেরুন শিবির। এই পরি🍸স্থিতিতে রক্ষণের দুর্বলতা ঢাকার জন্য মাঝমাঠে জোর দিতে পারেন স্প্যানিশ কোচ।
আরও পড়ুন… কিংবদন্তি কিউয়ি তারকাকে বোলিং কোচ করল নিউজিল্যান্ড! IND vs NZ Test সিরিজের আগেই দায়িত্ব নেꦉবেন
ড꧅ুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচের ২৫ মিনিটের মাথায় চোট পেয়ে বসে যান মোহনবাগানের রক্ষণের ভরসা ও দলের অধিনায়ক শুভাশিস বসু। সেই সুযোগে ডুরান্ড সেমিফাইনালে ২-০ এগিয়ে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে মোহনবাগান ফাইনালে উঠছে। তবে এর মাঝেও ডিফেন্স নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন, ডুরান্ড ফাইনালে শনিবার নর্থইস্টের বিꦚরুদ্ধে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু কি খেলতে পারবেন?
আরও পড়ুন… Fake video: শুভমন গিলকে নিয়ে ভুলভাল কথা বলছেন বিরাট কোহলি, প্রকাশ্যে চ🦹লে এল AI-র𒁏 কারসাজি
জানা যাচ্ছে, একান্ত প্রয়োজন না হলে শুভাশিস বসুকে নিয়ে বড় ঝুঁকি নিতে চাইবে না মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মলিনা। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে শুভাশিসকে নিয়ে মলিনা স্পষ্ট কোনও উত্তর দেননি। মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন মোহনবাগানের অধিনায়ক। হাতে দিন ✅তিনেক সময় থাকলেও ভিতরের খবর, শুভাশিসকে ফাইনালে খেলিয়ে বড় কোনও🌄 ঝুঁকি নিতে চাইছেন না মোহবাগানের কোচ। এর কারণ হল সামনে আইএসএলের লম্বা মরশুম রয়েছে। একটা ম্যাচে খেলতে গিয়ে বড় কিছু হয়ে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে। তবে, জেমি ম্যাকলারেন ক্রমশ ফিট হচ্ছেন।
আরও পড়ুন… LSG কি রোহিত শর্মার জন্য আলাদা করে ৫০ কোটি টাকা তুলে রেখেছে? কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গো🔴য়েঙ্কা?
রক্ষণভাগের তুলনায় মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের খেলা অনেক বেশি সংঘবদ্ধ। বল পজিশন ও মিডফিল্ডার দখল যদি বাগান ফুটবলারদের পায়ে থাকে তাহলে রক্ষণভাগের ওপর চাপ অনেকটা কমতে পারে। সেক্ষেত্রে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে হবে অনিরুদ্ধ থাপাদের। প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য হাই প্রেসিং ফুটবলে জোর দিলেও দিতে পারেন হোসে মলিনা।ꦐ মোহনবাগান হাই প্রেসিং স্ট্র্যাটেজি অবলম্বন করলে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদদের। উইং প্লের জন্য থাকছেন লিস্টন কোলাসো ও মনভির সিং। এদিকে ডুরান্ড ফাইনালে সমর্থকদের বেশি করে মাঠ ভরানোর ডাক দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।