Vishal Kaith's Success Secret in Mohun Bagan: সবুজ মেরুনকে ভরসা দিচ্ছেন মোহনবাগানের বিশাল কাইথ। তিন কাঠির তলায় বাগানের গোলরক্ষক যেভাবে পারফর্ম করছেন তাতে সকলের মন জিতেছেন। এখন কোনও ম্যাচ টাইব্রেকারে গড়ালেই আতঙ্কিত হন না মোহনবাগানের সমর্থকরা। বিশাল ཧকাইথ যেভাবে পারফর্ম করছেন তাতে বাগান সমর্থকরা তাদের নাম দিয়েছেন, ‘আওয়ার ফ্লাইং কাইট’। টাইব্রেকারে অবিশ্বাস⛦্য সাফল্য নিয়ে কথা বলেছেন বিশাল কাইথ। মোহনবাগানের গোলকিপার বলেন, ‘আমি শুধু আমার কাজটা করেছি। ফুটবলাররা গোল করতই, আমার ভরসা ছিল ওদের ওপর। আমি ভেবেছিলাম যদি একটা কিমবা দুটো শট আটকে দিতে পারি।’
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলি বা সচিন নয়, KKR-এর অলরাউন্ডার বেঙ্কটেশ আ෴ইয়ারের পছন্দের ক্রিকে🐟টার হলেন…
বিশাল কাইথ বলেন, ‘শুধুমাত্র অনুশীলন। আলাদা করে পেনাল্টি বাঁচানোর মহড়া দিই। তা ছাড়া কোচ আমাকে দারুণ ভাবে সꦰাহায্য করেছেন। বলে দিয়েছিলেন, প্রতিপক্ষের কোন ফুটবলার টাইব্রেকারে বল কী ভাবে মারবে। আমি শুধু নিজের কাজটা করেছি। লক্ষ্য ছিল, টাইব্রেকারে একটা বা দু’টো শট আটকে দেওয়ার। সেটাই করেছি।’ মঙ্গলবার বেঙ্গালুরুর সঙ্গে পেনাল্টি শুট আউটে জোড়া সেভ করেন বিশ♈াল কাইথ। যার জেরে ডুরান্ডের ফাইনালে সবুজ মেরুন। নিঃসন্দেহে ম্যাচের নায়ক ছিলেন তিনিই।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: শুভাশিস বসুর চোট, চাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্যায় মোহꦬনবাগা๊ন
গ্রেগ স্টুয়ার্ট পেনাল্টি মিসের পর জোভানোভিচের শট সেভ না করলে এদিন ফের খেলা গড়াত সাডেন ডেথে। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করেন বিশাল কাইথ। ম্যাচের পর ম্যাচ এভাবে পেনাল্টিতে সাফল্য পাওয়ার রহস্য কী? বিশাল কাইথ জানান, ‘প্র্যাকটিসে আলাদা করে পেনাল্টি অনুশীলন তো করতেই হয়। আমি কৃতিত্ব দেব গোলকিপার কোচকে। টাইব্রেকারের আগে আমাকে বলে দেন, প্রতিপ🏅ক্ষের কোন খেলোয়াড় কোনও দিকে মারতে পারে। সব কিছু ভেবে তারপর পরিকল্পনা সাজাই।’
আরও পড়ুন… কিংবদন্তি কিউয়ি তারকাকে বোলিং কোচ করল নিউজিল্যান্ড! IND vs NZ Test সিরিজের আগ🌜েই দায়িত্ব নেবেন
বেঙ্গালুরুর বিরুদ্ধে টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে জিতিয়েই কি উপেক্ষার জবাব দিলেন? সবুজ-মেরুনের শেষ প্রহরী বলছেন, ‘আমাকে ডাকা হবে কি না, জাত♔ীয় দলের কোচের উপরেই নির্ভর করছে। প্রতি ম্যাচেই নিজেকে উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে নামি। অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’ শনিবার ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ🦋্ধে কি খেলতে পারবেন তিনি? শুভাশিস জানালেন, তিনি আশাবাদী। তবে ডাক্তারি পরীক্ষার পরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। আর এক তারকা জেমি ম্যাকলারেনের ফাইনালেও খেলার সম্ভাবনা নেই। তাঁর ঘাড়ে অস্ত্রোপচার হয়েছে।
আরও পড়ুন… Fake video: শুভমন গিলকে নিয়ে ভুলভাল কথা বলছেন বিরাট ক𝔍োহলি, প্রকাশ্যে চলে এল AI-র কারসাজি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।