কেরালা ব্লাস্টার্সের তারকা প্লেয়ার আলভারো ভাস্কুয়েজ এই বছর ক্লাব ছেড়ে দেন। স্বভাবতই তিনি এখন ফ্রি প্লেয়ার।এ বার তাঁকে পেতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত এক স্ট্রাইকারকে নিতে ইচ্ছুক ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। সম্ভব🌳ত সেই কারণে ভাস্কুয়েজের দিকে হাত বাড়িয়েছে লাল-হলুদ।
ইস্টবেঙ্গল ক্লাবে দল গঠনের কাজ গুটিগুটি এগোচ্ছে। ইমামিকে বিনিয়োগকারী হিসেবে পাওয়ার পর থেকেই দল গোছাতে শুরু করেছে লাল-হলুদ। পরপর দুই আইএসএলে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল। গত বছর তো তারা আইএসএল তালিকার লাস্টবয় হয়েছিল। এ বার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। তবে প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করতে হলে শক্তিশালী দল🤡 গঠন করতে হবে। তার জন্য দরকার ভালো মানের ফুটবলার।
আরও পড়ুন: রক্ষণ মজবুত করতে চেন্নাইয়িনের তরুণকে নেওয়ার পথে ♏ইসꦓ্টবেঙ্গল
আরও পড়ুন: কলকাতার সঙ্গে গꦚভীর যোগ, অ্যাস্টন ভিলার তারকাকে নিয়ে চলছে EB, ATK MB-র টানাটানি
আলভারো ভাস্কুয়েজের নাম লাল-হলুদে তীব্র ভাবেই ঘোরাফেরা করছে। সমর্থকদের মধ্য๊েও জোর জল্পনা। তবে লালহলুদের তরফে এখনও সত্যতা স্বীক🌱ার করা হয়নি। যদিও দল বদলের বাজারে বহু ফুটবলারকেই বাজিয়ে দেখা হয়।
তবে জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত এক স্ট্র🔯াইকারকে নিতে ইচ্ছুক ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এবং সেই বিদেশি ফুটবল প্রেমীদের মধ্যে বেশ জনপ্র💛িয়। অনেকেই মনে করছেন আবার, এই ফুটবলার অন্য কেউ নন, রয় কৃষ্ণ। এখন দেখার, লাল-হলুদের জালে কে ধরা পড়েন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।