শুভব্রত মুখার্জি: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি মানেই আলাদা উত্তেজনা উন্মাদনা সব সময়েই থেকে থাকে। ম্যাচের কয়েক দিন আগে থেকেই উত্তেজনার পারদ চড়চড় করে চড়তে থাকে। ডুরান্ডের ডার্বিও তার ব্যতিক্রম ছিল না। একে টু্র্নামেন্টের ফাইনালে ডার্বি। তার উপর ১৯ বছর বাদে ডুরান্ডের ফাইনালে ডার্বি। এই বছরের ডুরান্ডের গ্রুপ লিগে আবার ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সেই হারের বদলা নেওয়ার কথা বারবার বলেছিল মোহনবাগান ফুটবলাররা। তার উপর ২০০৪ সালে ড🧸ুরান্ডের ফাইনালে হারের বদলাও নেওয়ার ছিল। স্বাভাবিক ভাবেই ডুরান্ড ফাইনালের উত্তেজনার পারদ আরও চড়েছিল। আর ফাইনালে ১০ জনে খেলেও ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় মোহনবাগান। তার পরে সেই আবেগের যেন বিস্ফোরণ ঘটে। অভিযোগ, কিছু অতি উৎসাহী ফুটবল সম🍌র্থকের হাতে আক্রান্ত হতে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের। এবার সেই ঘটনার বিচার চেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।
ময়দানে প্রায় প্রতি ডার্বির পরেই এমন অপ্রীতিকর ঘটনা নতুন নয়। ডুরান্ড ফাইনালেও ম্যাচ চলাকালীন দুই দলের ফুটবলাররা ঝামেলায় জড়িয়েছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টবেঙ্গল প্লেয়াররা যখন পুরস্কার নিতে ওঠেন তখন 'গার্ড অফ অনার' দেওয়া হয় মোহনবাগান ফুটবলারদে🍃র তরফেও। কিন্তু মাঠের বাইরে সমর্থকদের মধ্যে এই বার্তাটা যেন কোনও অজ্ঞাত কারণে গিয়ে পৌঁছল না। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পুলিশ আরও তৎপরতা দেখালে, পরিস্থিতি বদলালেও বদলাতে পারত।
তা না হওয়ার ফলে সমর্থকদের আক্রান্ত হতে হয়। অভিযোগ ওঠে প্রশাসনকে জানিয়েও পরিস্থিতি বদলায়নি। তাই এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানাতে চলেছেন তারা। ফাইনালের পর রক্তাক্ত হতে হয়েছে বেশ কিছু সমর্থককে। ইস্টবেঙ্গলের পতাকা মাটিতে ফেলে তার উপর পা দিয়ে দাঁড়িয়ে নাচতে দেখা গিয়েছে বেশ কিছু সমর্থককে। আর এর পরেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, রবিবার ডার্বি শেষে স্টেডিয়ামের বাইরে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকেরা। ব𝓰েশ কয়েক জন সমর্থক গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনায় মোহনবাগানের সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলছেন ইস্টবেঙ্গলের কর্তারা।
আরও পড়ুন: ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুꦍপౠার সিক্সে জায়গা পাকা করে ফেলল মহমেডান
সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কর্তারা গত রাতের বেশ কিছু ভিডিয়ো ফুটেজও সামনে এনেছেন। তাদের দাবির সমর্থনে তারা এই 🅺ভিডিয়ো সামনে এনেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রশ্ন তোলা হয়েছে, মোহনবাগান কর্তাদের প্ররোচনামূলক মন্তব্যের জন্যই ময়দানে এমন ঘটনা ঘটেছে। লাল-হলুদ কর্তাদের দাবি, বিধাননগর পুলিশ কমিশনারেটের ব্যর্থতায় এই ঘটনা আটকানো যায়নি । ফলে ঘটনা খতিয়ে দেখার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসকেও ঘটনাটি জানানো হবে বলে। আহত ইস্টবেঙ্গল সমর্থকদের চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নিচ্ছে ক্লাব এমনটাও দাবি করা হয়েছে। বুধবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আহত সমর্থকদের ক্লাবে আসার আহ্বান জানানো হয়েছে ক্লাবকর্তাদের তরফে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।