East Bengal vs Bashundhara Kings Highlights: 'শান্তির' ভুটানে লাল-হলুদ ‘হিংসার’ সাক্ষী থাকল বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ ‘এ’-র ম্যাচে বাংলাদেশের দলকে ৪-০ গোলে ধ্বংস করে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে তো পুরোপুরি পাড়ার দলে পরিণত করে দিয়েছিল বসুন্ধরাকে। বাংলাদেশের দল এমন ডিফেন্স করছিল, মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল না ১০টা গোল করে ফেলে। শেষপর্যন্ত সেটা হয়নি। কিন্তু দাপুটে জয়ের ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার প্রবল দাবিদার হয়ে উঠল ইস্টবেঙ্গল। আর এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ছুটি হয়ে গেল বসুন্ধরার। এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল বনাম বসু🔜ন্ধরার ম্যাচের হাইলাইটস দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
ইস্টবেঙ্গল ফ্যানরা কেমন যাচ্ছে রাতটা?
বসুন্ধরা কিংসকে হারানোর ফলে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকায় কত নম্বরে থাকল ইস্টবেঙ্গল? পরের ম্যাচ কবে? কীভাবে কোয়ার্টার ফাইনালে উঠবে? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন এখানে ক্লিক করে - ক্লিক করুন এখানে
East Bengal vs Bashundhara Kings LIVE: ডিফেন্সের ফাঁক ভরাট করতে হবে ইস্টবেঙ্গলকে
একটা জিনিস। আজ ইস্টবেঙ্গল দারুণ খেলেছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের ডিফেন্সে কয়েকটি ফাঁক ধরা পড়েছে। প𓂃রের ম্যাচে নেজমের বিরুদ্ধে সেই ফাঁক ভরাট করতেই হবে। বসুন্ধরা একেবারে জঘন্য ফুটবল খেলেও ইস্টবেঙ্গল ডিফেন্সে সেই ফাঁক দেখিয়েছে।
East Bengal vs Bashundhara Kings LIVE: 'শান্তির' ভুটানে ইস্টবেঙ্গলের ‘হিংসা’ দেখল বসুন্ধরা!
ইস্টবেঙ্গল সমর্থকরা!!! কে কখন গোল করেছেন, সেটা শুনতে নিশ্চয়ই আরও একবার শুনতে ইচ্ছা করছে? করাই উচিত। ইস্টবেঙ্গল ব🐻লতে খোঁচা খাওয়া বাঘ বলা হত। শেষ কয়েক মাসে সে🏅ই তকমাটা যেন মুছে যাচ্ছিল। আজ সেটা ফিরে গেল। আর ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (১ মিনিট), সৌভিক চক্রবর্তী (২০ মিনিট), নন্দকুমার শেখর (২৬ মিনিট) এবং আনোয়ার আলি (৩৩ মিনিট)।
East Bengal vs Bashundhara Kings LIVE: দাপটের সঙ্গে জিতেছি, ম্যাচের সেরা হলেন নন্দকুমার
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নন্দকুমার শেখর। আর সেই পুর🐠স্কার নেওয়ার সময় ইস্টবেঙ্গলের নায়ক বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা চার গোল করেছি। ক্লিনশিট রেখেছি। দাপটের সঙ্গে জিতেছি।’
East Bengal vs Bashundhara Kings LIVE: বসুন্ধরার ছুটি হয়ে গেল!
অনেক আগে ভুটানে চলে এসেছিল বসুন্ধরা কিংস। আর সকলের আগে ভুটান থেকে বিদায় নিল বাংলাদেশের দল। এ🐽এফসি চ্যালেঞ্জ 🐓লিগের প্রথম দুটি ম্যাচে হেরে গিয়ে ছিটকে গেল। শেষ ম্যাচে পারো এফসির বিরুদ্ধে নিয়মরক্ষার জন্য খেলবে বসুন্ধরা সিং।
East Bengal vs Bashundhara Kings LIVE: লাল-হলুদ মশালে পুড়ে খাক বসুন্ধরা! ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল
বাংলাদেশের চ্যাম্পিয়ন দলকে পাড়ার দল বানিয়ে ছাড়ল ইস্টবেঙ্গল। লাল-হলুদ মশালে পুড়ে খাক হয়ে গেল বসুন্ধরা কিংস। ৪-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। আটটি হার এবং একটি ড্রয়ের পরে অবশেষে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। আর🧜 কী দুর্দান্ত জয়!!! যে জয়ের ফলে এএফসি চ্যা🌼লেঞ্জ লিগের কোয়ার্টারে ওঠার দৌড়ে প্রবলভাবে উঠে এল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে নেজমকে হারালেই উঠে যাবে কোয়ার্টারে।
East Bengal vs Bashundhara Kings LIVE: একটুর জন্য পঞ্চম গোল হল না ইস্টবেঙ্গলের
৮৯ মিনিট: একটুর জন্য পঞ্চম বলটা পেল না ই🉐স্টবেঙ্গল। বসুন্ধরা বক্সের মধ্যে ঢুকে আসেন আনোয়ার আলি। ডানদিক থেকে ঢুকে পড়েন। বাঁ-দিকে মাইনাস করেন। পঞ্চম গোল হওয়ার আগেই ব🅷লটা বের করে দেন বসুন্ধরা কিংসের অধিনায়ক।
East Bengal vs Bashundhara Kings LIVE: আরও ১টা সুযোগ তৈরি বসুন্ধরার
৮৩ মিনিট: এবার বাঁ-প্রান্ত থেকে গোলের সুযোগ বসুন্ধরা কিংসের। বক্সের মধ্যে ঢুকে বাঁ-পায়ে গোলমুখী শ๊ট। বলটা তেকাঠিতে রাখা উচিত ছিল। পারেননি। পোস্টের একটু উপর দিয়ে উড়ে গেল। ইস্টবেঙ্গল ৪ - ০ বসুন্ধরা।
East Bengal vs Bashundhara Kings LIVE: বসুন্ধরার শট লেগে ফিরল পোস্টে
৮২ মিনিট: ভালো কম্বিনেশন প্লে বসুন্ধরার। বক্সের ভিতরে ঢুকে ডানপ্রান্ত থেকে জোরালো শট ফার্নান্দেজের। প্রথম পোস্টে আছড়ে প𝔉ড়ে। কেঁপে যায় প্রথম পোস্ট। প্রভসুখন গিল পুরোপুরি দাঁড়িয়েছিলেন। কিছু করার ছিল না।
East Bengal vs Bashundhara Kings LIVE: খেলায় জোর নেই, মুখের জোরের অভাব নেই বসুন্ধরার!
৭৬ মিনিট: খেলার জোর নেই। কিন্তু মুখের জোরের অভাব নেই বসুন্ধরা কিংসের অধিনায়কের। মহে♛শ নাওরেম পড়ে যান। সম্ভবত ক্র্যাম্প। কিন্তু একটুও সময় নষ্ট করতে চান না বসুন্ধরা অধিনায়ক। ৭৫ মিনিটে কার্যত কিছু করতে পারেনি বসুন্ধরা। কিন্তু মহেশ কিছুক্ষণ পড়ে থাকতেই গোল করার তাড়না প্রবল হয়ে ওঠে বসুন্ধরা কিংস অধিনায়কের। যেন ওই এক মিনিটে পাঁচটা গোল করে দিতেন। ঝামেলা শুরু করেন। শেষপর্যন্ত বড় কিছু হয়নি।
East Bengal vs Bashundhara Kings LIVE: ৭৫ মিনিটে প্রথম গোল সেভ করতে হল ইস্টবেঙ্গল গোলকিপারকে!
৭৪ মিনিট: অবশেষে কোনও কাজ পড়ল ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিলের। সম্ভবত প্রথম কোনও গুরুত্বপূর্ণ সেভ, যেখান থেকে গোল হতে পারত। ডানপ্রান্তে কর্নার লাইন থেকে পেনাল্টি বক্সের মাঝামাঝি পাশ দেওয়ার চেষ্টা। প্রথম পোস্টে নিজের❀ শরীর ছুড়ে দিয়ে বলটা ধরে নিলেন গিল।
East Bengal vs Bashundhara Kings LIVE: ইস্টবেঙ্গল ডিফেন্সে ফাঁক, সুবর্ণ সুযোগ হাতছাড়া বসুন্ধরার
৬৭ মিনিট: ইস্টবেঙ্গল ডিফে💟ন্সে ফাঁক। আর সেটার সুবাদে বসুন্ধরার সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। কিন্তু গোলের একেবারে মুখ থেকে গোল করতে পারলেন না মিগুয়েল। বাঁ-দিক থেকে ক্রস সাদউদ্দিনের। ইস্টবেঙ্গলের দু'জন খেলোয়াড়ের মাথা টপকে বলটা মিগুয়েলের কাছে যায়। হেড করেন। নিশ্চিত গোল ছিল। তাও মিস করেন। লাফানোর টাইমিংটা ঠিক হয়নি সম্ভবত।
East Bengal vs Bashundhara Kings LIVE: ভালো ক্লিয়ারেন্স আনোয়ারের
৫৭ মিনিট: ডানদিক থেকে ক্রস। একেবারে গোলের মুখের সামনে থেকে বলটা ক্লিয়ার করে দিলেন আনোয়ার আলি। গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স। কারণ আনোয়ারের গায়ে লেগে ছিলেন বসুন্ধরার এক খেলোয়াড়। ভা❀লো ক্লিয়ারেন্স। কর্নার পꦐায় বসুন্ধরা। তবে লাভ হয়নি।
East Bengal vs Bashundhara Kings LIVE: ৫ গোল নিয়ে তাড়াহুড়ো নেই ইস্টবেঙ্গলের, সম্মান বাঁচবে বসুন্ধরার?
৫৫ মিনিট: পাঁচ গোল নিয়ে কোনও তাড়াহুড়ো নেই ইস্টবেঙ্গলের। প্রথম ৪০ মিনিটে যেভাবে আক্রমণে উঠছিল ইস্টবেঙ্গল, সেরকমভাবে আ💟ক্রমণ করছে না। আর সেটার দরকারও নেই আসলে। সেই পরিস্থিতিতে সম্মান বাঁচবে বসুন্ধরার?
East Bengal vs Bashundhara Kings LIVE: গোলকিপারকে একা পেয়েও পঞ্চম গোল করতে পারলেন না ক্লেটন
৫২ মিনিট: বসুন্ধরার বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়ে গোল করতে পারলেন না ক্লেটন সিলভা। গোলকিপার গোললাইন ছেড়ে এগিয়ে আসেন। তাঁর মাথার উপর দিয়ে বলটা চিপ করে দিতে যান ক্লেটন। কিন্তু হাত দিয়ে বাঁচিয়ে 🃏দেন বসুন্ধরা গোলকিপার। ফিরতি বলেই গোলের চেষ্টা করেন ক্লেটন। ফের বাঁচিয়ে দেন বসুন্ধরা গোলকিপার। শেষপর্যন্ত ফ্রি-কিক পান।
East Bengal vs Bashundhara Kings LIVE: দ্বিতীয়ার্ধের খেলা শুরু থিম্পুতে
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। &nb🐻sp;৪-০ গোলে এগিয়ে আছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেড কি আরও গোলের জন্য ঝাঁপাবে? দেখা যাক, কী করে ইস্টবেঙ্গল। এ﷽কটা ফান ফ্যাক্ট। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের বল পজেশন ছিল ৩৫ শতাংশ।
East Bengal vs Bashundhara Kings LIVE: বসুন্ধরাকে পাড়ার টিম বানাল ইস্টবেঙ্গল! এগিয়ে ৪-০ গোলে
প্রথমার্ধের খেলা শেষ। ৪-০ গোলে এগিয়েღ থেকে বিরতিতে গেল ইস্টবেঙ্গল। বসুন্ধরা কিংসকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করল লাল-হলুদ ব্রিগেড। দেখে মনে হচ্ছিল যে পাড়ার কোনও দলের সঙ্গে খেলছে ইস্টবেঙ্গল। গোল করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, সৌভিক চক্রবর্তী, নন্দকুমার শেখর এবং আনোয়ার আলি।
East Bengal vs Bashundhara Kings LIVE: হলুদ কার্ড লালচুংনুঙ্গাকে
৪৪ মিনিট: লালচ🥂ুংনুঙ্গাকে হলুদ কার্ড। বক্সের বাইরে তিনি ফাউল করেন। ফ্রি-কিক বসুন্ধরা কিংসের। তবে লাভ হল না। ইস্টবেঙ্গল ডিফেন্সে কোনও চাপই তৈরি করতে পারল না। ই🌊স্টবেঙ্গল ৪ - ০ বসুন্ধরা।
East Bengal vs Bashundhara Kings LIVE: ম্যাচের সবথেকে ভালো সুযোগ বসুন্ধরার
৪০ মিনিট: প্রথম ৪০ মিনিটে সꦏবথেকে ভালো সুযোগ পেল বসুন্ধরা। কিন্তু কাজে লাগাতে পারল না। ডানপ্রান্তে লালচুংনুঙ্গার সঙ্গে ডুয়েলে যান রাকিব হোসেন। ইস্টবেঙ্গল তারকাকে টপকে যান রাকিব। বক্সের মধ্যে বল বাড়ান। আনমার্কড অবস্থায় এসে গোল লক্ষ্য করে শট জোনাথনের। বলটা গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল। এই বলটা যে বসুন্ধরা গোলে রাখতে পারল না, সেটাই বসুন্ধরার হাল বোঝাচ্ছে।
East Bengal vs Bashundhara Kings LIVE: আনোয়ার আলি কীভাবে গোল করেন?
বসুন্ধরা কিংসের পেনাল্টি বক্সের ঠিক মাথা থেকে বাঁ-পায়ে গোলার মতো শট আনোয়ার আলির। জঘন্য ক💝্লিয়ারিং বসুন্ধরা কিংসের ডিফেন্সের। সেটার পুরো ফায়দা ওঠাল🅘 ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে একটা গোলার মতো শট মারেন আনোয়ার।
East Bengal vs Bashundhara Kings LIVE: বাঁ-পায়ে দুর্ধর্ষ গোল আনোয়ারের, ৪-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল
৩৩ মিনিট: আনোয়ার আলিিিিিিিিিিিিিিিিিিিিিি!!!! গোওওওওওওওওওল♐ ইস্টবেঙ্গলের। ৪-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে পুরো গোলার মতো শট। আছড়ে পড়ল বসুন্ধরার জালে। ইস্টবেঙ্গল🀅 ৪ - ০ বসুন্ধরা।
East Bengal vs Bashundhara Kings LIVE: মশালে পুড়ে খাক বসুন্ধরা! ২৬ মিনিটেই ৩ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল
২৬ মিনিট: গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল। তৃতীয় গোল ইস্টবেঙ্গলের। বাঁ-দিক দিয়ে পুরোপুরি আগুন ঝরাচ্ছেন নন্দকুমার শেখর। এবার নিজেই গোল করলেন। সেই বাঁ-দিক থেকেই উঠে আসেন নন্দকুমা👍র। নাওরেম বা দিমিকে বল বাড়িয়ে এবার নিজেই শট মারেন। গোলকিপারকে টপকে বলটা আছড়ে পড়ে বসুন্ধরার জালে। ইস্ꦑটবেঙ্গল ৩ - ০ বসুন্ধরা।
East Bengal vs Bashundhara Kings LIVE: বুলেট শট সৌভিকের! ২-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গলের
২০ মিনিট: গোওওওওওওওওওওওওওওওল!!! অসাধারণ ফিনিশ সৌভিক চক্রবর্তীর🤡। বাঁ-পায়ে বুলেট শট। আছড়ে পড়ল বসুন্ধরার জালে। শটের এতটা জোর ছꦗিল যে বাংলাদেশে যেন ধাক্কাটা অনুভূত হবে। ডানদিক থেকে একটা বল আসে বসুন্ধরার ডিফেন্সে। নির্বিষ একটা বল বসুন্ধরার অধিনায়ক হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। বক্সের ঠিক মাথায় দাঁড়িয়েছিলেন সৌভিক। বলটা তাঁর পায়ে পড়ে। রিসিভ না করেই ডিরেক্ট শট নেন সৌভক। আছড়ে পড়ে বসুন্ধরার গোলে। ইস্টবেঙ্গল ২ - ০ বসুন্ধরা।
East Bengal vs Bashundhara Kings LIVE: সুবর্ণ সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের
১৯ মিনিট: সুবর্ণ সুযোগ হাতছাড়া ম꧒হেশ নাওরেমের!!!! উউউফ!! এটা নিশ্চিত গোল ছিল। বাঁ-প্রান্ত থেকে আক্রমণে ওঠেন নন্দকুমার শেখর। তিনি পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গায় বলটা রাখেন। কেউ ছিলেন না। ফাঁকা ছিলেন নাওরেম। তাঁর শট গোলপোস্টের মাথার উপর দিয়ে উড়ে গেল। এই বলটা গোলে রাখা উচিত ছিল। সুবর্ণ সুযোগ মিস
East Bengal vs Bashundhara Kings LIVE: কাউন্টারে ইস্টবেঙ্গল, সেভ গোলকিপারের
১৬ মিনিট: কাউন্টারে ইস্টবেঙ্গল!! শটটা একটু ভালো হলে গোল হত💮েও পারত। নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠে আসে বসুন্ধরা। ইস্টবেঙ্গল বক্সের মুখেই পজেশন হাতছাড়া করে।
East Bengal vs Bashundhara Kings LIVE: বক্সের ঠিক বাইরেই বাজে ফাউল সৌভিকের
১১ মিনিট: বাজে ফাউল সৌভিক চক্রবর্তীর। পেনাল্টি বক্সের কিছুটা বাইরের বাজে ট্যাকল করেন সৌভিক। বাঁশি বাজালেন রেফারি। ফ্রি-🎃কিক বসুন্ধরা কিংসের। অহেতুক ফাউল। যা দূরত্ব, তাতে বিপদ হতে পারত। তবে হয়নি। ওয়ালে বল আটকে গেল।
East Bengal vs Bashundhara Kings LIVE: কর্নার ইস্টবেঙ্গলের, লাভ হল না
৮ মিনিট: কর্নার ইস্টবেঙ্গলের। তবে বাজে কর্নার। লাভ হল না কোনও। কিন্তু পরপর আক্রমণে উঠছে ইস্টবেঙ্গল। যেখান থেকে কর্নার হল, তাতেও𓂃 বসুন্ধরার ডিফেন্সর হতশ꧑্রী ছবি ধরা পড়ে গিয়েছে।
East Bengal vs Bashundhara Kings LIVE: আক্রমণাত্মক শুরু ইস্টবেঙ্গলের
৫ মিনিট: শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব ইস্টবেঙ্গল। নন্দকুমার পেনাল্টি বক্ꦚসের সামনে অনেকক্ষণ একা কাটিয়ে শট নিতে চান। শেষপর্যন্ত আটকে যান ব𝔉সুন্ধরা ডিফেন্সে। ইস্টবেঙ্গল শুরু থেকেই দেখাচ্ছে যে তিন পয়েন্ট চাই-ই।
East Bengal vs Bashundhara Kings LIVE: ৩০ সেকেন্ডেই গোল ইস্টবেঙ্গলের! এগিয়ে গেল ১-০ গোলে
১ মিনিট: গোওওওওওওওওওওওওওও༒ওওওওওওওওওওওওওওল! ৩০ সেকেন্ডেই গোল করে ফেললেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। শুরু থেকেই আক্রমণে ওঠে ইস্টবেঙ্গল। থ্রো ইন পায়। তারপর বাঁ-দিকের কর্নার লাই💯নের কাছ থেকে পাস লালচুংনুঙ্গার। একেবারে শিকারীর মতো গোল করলেন গ্রিক তারকা। বসুন্ধরার ডিফেন্স পুরো হামাগুড়ি দিল। ইস্টবেঙ্গল ১ - ০ বসুন্ধর
East Bengal vs Bashundhara Kings LIVE: ৩ পয়েন্ট চাই! এশিয়ায় লড়াই শুরু ইস্টবেঙ্গলের
এএফসি চ্যালেঞ𓆏্জ লিগের গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গল বনাম বসুন্ধরা কি𒊎ংসের ম্যাচের কিক-অফ হল। গ্রুপের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্কোর ব্রুজো তাঁর সদ্য প্রাক্তন ক্লাবকে হারিয়ে তিন পয়েন্ট ঝুলিতে পুরে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবেন। সেটা কি হবে? উত্তর মিলেবে ঘণ্টাদুয়েকের মধ্যে।
East Bengal vs Bashundhara Kings LIVE: খুব ঠান্ডা! বসুন্ধরা ম্যাচের আগে চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের
পারো ꩲএফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে উচ্চতার সঙ্গে লড়াই করতে হয়েছিল। ঠান্ডাও একটা চ্যালেঞ্জ ছিল। বসুন্ধরা ম্যাচের আগে ইস্টবেঙ্গল উচ্চতার চ্যালেঞ্জ সামলে নিলেও আজ রাতে খেলা হওয়ায় ঠান্ডা আরও জাঁকিয়ে পড়েছে। সেটা একটা বড় সমস্যার। তবে দুটো দলই সেই সমস্যায় পড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯ টায় ম্যাচ শুরু।
East Bengal vs Bashundhara Kings LIVE: কেন ইস্টবেঙ্গলের জন্য বসুন্ধরা ম্যাচ এত গুরুত্বপূর্ণ?
এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য বসুন্ধরা কিংসের ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? জিতলে কী হবে? ড্র করলে কী হবে? হারলে কী হবে? ইস্টবেঙ্গল ম্যাচ শুরুর আগে তা জেনে নিন এখানে ক্লিক করে - ক্লিক করুন এখানে
East Bengal vs Bashundhara Kings LIVE: বসুন্ধরা কিংসের প্রথম একাদশে কে কে আছেন?
আনিসুর রহমান, জাসুর জুমায়েভ,🥀 তোপু বর্মন (অধিনায়ক), মহম্মদ সোহেল রান, রাকিব হোসেন, মহম্মদ ফয়জল আহমেদ ফাহিম, সোহেল রানা, মহম্মদ সাদ✃উদ্দিন, তারিক রাহান কাজি, জোনাথন রেইস এবং ভালেরি।
East Bengal vs Bashundhara Kings LIVE: জিকশন নেই, ২ পরিবর্তন করে বসুন্ধরার সামনে ইস্টবেঙ্গল
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ🐻: আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, নন্দকুমার শেখর, প্রভসুখন গিল, হিজাজি মাহের, সাউল ক্রেসপো (অধিনায়ক), সৌভিক চক্রবর্তী, মহেশ নাওরেম, হেক্টর ইউস্তে। অর্থাৎ পারো এফসির বিরুদ্ধে যে দল নামিয়েছিলেন অস্কার ব্রুজো, সেটার থেকে দুটো পরিবর্তন করলেন। প্রভাত লাকরার চোট ছিল। আর জিকশন সিংকে প্রথম একাদশে রাখলেন না।
East Bengal vs Bashundhara Kings LIVE: বসুন্ধরার বিরুদ্ধে ৩ পয়েন্ট চাই ইস্টবেঙ্গলের
East Bengal vs Bashundhara 🍰Kings Live Updates: ‘ডু অর ডাই’- কার্যত এরকম অবস্থায় বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। আপাতত এশিয়ার ক্লাবস্তরে ভারতের একমাত্র প্রতিনিধি হল লাল-হলুদ ব্রিগেড। আর এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যেতে আজ জিꦏততে হবে ইস্টবেঙ্গলকে। বিশেষত সন্ধ্যায় নেজমে এসসি জিতে যাওয়ায় ইস্টবেঙ্গলের উপরে চাপ আরও বেড়েছে। সেই পরিস্থিতিতে বসুন্ধরাকে হারিয়ে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পায় কিনা, তা জানতে হিন্দুস্তান টাইমস লাইভ ব্লগে চোখ রাখুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।