ISL-এ শুরুটা ভালো না হলেও AFC চ্যালেঞ্জ লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যেই গ্রুপ পর্ব টপকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ২০২৫-এর মার্চে রয়েছে প্রতিযোগিতার পরবর্তী পর্বের ম্যাচ। ৫ মার্চ ঘরের মাঠে আর্কাডগের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এরপর ১১ মার্চ ফিরতি লেগের ম্যাচ খেলতে তুর্কমেনিস্তান উড়ে যাবে ক্লেটনরা। তবে এই দুই ম্যাচের মাঝে ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে ISL-এর খেলা রয়েছে। এরকম পরিস্থিতিতে ফুটবলারদের চাপ তৈরি হবে বলে মনে করছেন লাল-হলুদ কর্তারা। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবে🍌দন অনুযায়ী, তাই তারা সেই দ𝔉িনের ম্যাচটির দিন পরিবর্তন করার অনুরোধ জানাবে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে।
মহামেডানের বিরুদ্ধে ম্যাচে খারাপ রেফারিংয়ের শিকার হয়েছে ইস্টবেঙ্গল বলে অভিযোগ তোলা হয়েছিল। কল্যাণ চৌবের কাছে চিঠি দিয়ে এবিষয়ে কথা বলার জন্য সময় চেয়েছিলেন লাল-হলুদ কর্তারা। জানা যাচ্ছে, ১৯ নভেম্বর হায়দরাবাদে এই বিষয় নিয়ে মিটিং রয়েছে তাঁদের। সেখানেই এই সূচি পরিবর্তনের জন্যও অনুরোধ জানানো হবে বলে খবর। অন্যদিকে মহামেডান ম্যাচে লাল কার্ড দেখা দুই ফুটবলার নন্দকুমার এবং মহেশের বিরুদ্ধে আপাতত কোনও ব্যবস্থা নিচ্ছে না ফেডারেশন। ফলে এক ম্যাচের জন্যই সাসপেন্ড থাকছেন তাঁরা। সেদি🥂নের মাঠের আচরণ সম্পর্ক নন্দকুমারকে শোকজ করেছিল AIFF। তার জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।
অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের:
ISL-এ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে ২৯ নভেম্বর, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। বর্তমানে ফিফার আন্তর্জাতিক বিরতি চলছে। সেই কারণে বন্ধ রয়েছে ক্লাব ফুটবল টুর্নামেন্টগুলো। তবে এই বিরতিকে কাজে লাগাতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাঁর তত্বাবধানে শনিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্লেটন-দেবজিৎরা। অবশ্য দলের বাকি বিদেশিরা এখনও কেউ অনুশীলনে যোগ দেননি। মাদিহ তালাল, সাউল ক্রেসপো এবং দিমিত্রিস ডায়মান্টাকোস এখনও ছুটি কাটিয়ে শহরেꦉ এসে পৌঁছাননি। 💟খুব তাড়াতাড়ি তাঁরা অনুশীলনে যোগ দেবেন।
অন্যদিকে চোটের কারণে AFC চ্যালেঞ্জ লিগের পরেই দেশে ফিরে গিয়েছিলেন হেক্টর ইউস্তে, তিনি ২১ নভেম্বর কলকাতায় ফেরত আসবেন। তারপর মেডিক্যাল করার পর জানা যাবে তিনি আদৌ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন কিনা। এছাড়াও জাতীয় দলে থাকায় অনুশীলনে নেই জিকশন সিং, আনোয়ার আলি এবং হিজাজি মাহের। তবে এদিন অনুশীলনে যোগ দেন প্রভসুখন গিল এবং গুরসিমরত গিল। প্রায়ꦜ ঘণ্টা দুয়েক অনুশীলন চলে গোটা দলের, পরবর্তী ম্যাচের আগে কোনও খামতি রাখতে নারাজ লাল-হলু𝓡দ কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।