বৃহস্পতিবার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এই ম্যাচটা দুই দলের কাছেই গুꦇরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ লাল হলুদ দল এখনও লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। এই ম্যাচটা জিতলে তারা প্লে অফের শীর্ষ ছয়ে প্রবেশের একটা সুযোগ পেতে পারে। অন্যদিকে শীর্ষ স্থান ধরে রাখতে হলে ওড়িশাকে এই ম্যা🅘চটা জিততেই হবে। ফলে বৃহস্পতিবারে ম্যাচটা যে দুই দলের কাছেই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেটা বলা যায়।
তবে এই ম্যাচের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়🍨েছেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। মাঠে নামার আগে তিনি ইস্টবেঙ্গল কোচকে সরাসরি আক্রমণ করেছেন। আসলে ISL-এর রেফারিং নিয়ে সবথেকে বেশি সরব হয়েছে ইস্টবেঙ্গল এফসি। দলের কোচ কার্লেস কুয়াদ্রাত প্রায় প্রতিটা ম্যাচের আগে ও পরে রেফারিং নিয়ে মুখ খুলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও রেফারিং মাঝে মাঝেই সরব হয়েছে। এবার এই রেফারিং নিয়েই কুয়াদ্রাতকে পাল্টা দিলেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা।
বৃহস্পতিবারের ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা বলেন, ‘ইস্টবেঙ্গল প্রতিটা ম্যাচে রেফারিং নিয়ে কান্নাকাটি করে রেফারিদের উপর চাপ তৈরি করছে। এটা ঠ🐭িক নয় কারণ💯 ওর ১২ বছর পর যে একটা ট্রফি জিতেছে (কলিঙ্গ সুপার কাপ) সেটা ফাইনাল ম্য়াচে রেফারির ভুলের জন্যই।’ এরপর তিনি রেফারিদের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘আমাদের রেফারিদের সাহায্য করতে হবে। ওরা যাতে ওদের কাজটা করতে পাবে সেটাতে সাহায্য করতে হবে। প্রতিদিন রেফারিদের ভুল নিয়ে কথা বললে হবে না।’
আরও পড়ুন… কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বা♍ংলার জয়💖 জয়কার, সোনা জিতলেন মিত্রাভ গুহ
এই লড়াইয়ের শুরুটা হয়েছিল চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আগে। এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কার্লোস কুয়াদ্রাত জানিয়েছিলেন, প্লেয়ার ও কোচদের খারাপ পারফরম্যান্সের জন্য চাকরি গেলে রেফারিদের কেন হবে না। তিনি এক্ষেত্রে রেফারিদের চাকরি কাড়ার আবেদন করেন। তিনি একসঙ্গে রেফꦚারিদের দায়িত্বে থাকা ব্যক্তিদের দিকেও আঙুল তোলেন। তিনি আরও জানান, রেফারির ভুল সিদ্ধান্তের জন্যই তাঁদের অনেক ম্যাচে হারতে হয়েছে। এর জবাবেই এবার মুখ খুলেছিলেন সার্জিও লোবেরা।
নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে সার্জিও লোবেরা বলেন, ‘আমি নিজের দলের কিছু ব🔯দলাতে চাই না। আমার নজ🍒র নিজের দলের দিকে। আমি যেটা করতে পারব সেটা করছি। অনুশীলন, পরিকল্পনা এগুলোতে জোর দিচ্ছি। বিপক্ষের দিকে নজর দিচ্ছি না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।