মুম্বই সিটি এফসি-র সঙ্গে মোহনবাগান এসজি ড্র করায় মন ভেঙেছে লাল-হলুদের। এতে তাদের সুপার সিক্সে ওঠার অঙ্কটাও জটিলতর হয়ে উঠেছে। তবে সেই সব নিয়ে না ভেবে, লাল-হলুদের পাখির চোখ এখন একটাই, আইএসএলের বাকি দুই ম্যাচ জেতা। আর সেই লক্ষ্যেই রবিবার বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। বেঙ﷽্গালুরু কিন্তু ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। তাই চাপ পুরোটাই থাকবে অস্কার ব্রুজোর ছেলেদের উপর।
তার উপর আবার আইএসএলের ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যেই খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। সেমিফাইনালে যাওয়ার হাতছানি লাল হলুদের সামনে। তাই সুপার সিক্সের আশা জিইয়ে রাখার পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চেꦺ নামার আগে মোটিভেশন বাড়িয়ে নিতে চান ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, ‘দল ভালো খেলছে। চেন্নাই ম্যাচ বাদ দিলে আমরা মরশুমটা ভালো ভাবে শেষ করার চেষ্টা করছি। অনেক বেশি সুযোগ তৈরি হচ্ছে। রবিবার ভালো খেলতে পারলে, সেটা আমাদের বুধবারের ম্যাচে সাহায্য করবে। ভালো ভাবে মরশুম শেষ করতে চাই। আমাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এএফসিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের মরশুমটা যথেষ্ট কঠিন ছিল। শেষটা ভালো হওয়া উচিত।’
একেবারেই ছন্দে নেই দিমিত্রিয়স ডিয়ামানটাকোস। কিন্𒈔তু গ্রিক স্ট্রাইকারের পাশেই দাঁড়ালেন অস্কার। এখনও তাঁর ছন্দে ফেরার অপেক্ষায়। অস্কার অবশ্য বলছেন, ‘গত বছর কেরলে ও সেরা স্ট্রাইকার ছিল। তার মানে এই মরশুমেও সেরা স্ট্রাইকারদের মধ্যে ও অন্যতম। ফুটবল এত তাড়াতাড়ি বদলায় না। আমাদের মোট চারটে 🎃ম্যাচ বাকি আছে। দিমিত্রির গোলের খিদে রয়েছে। ওর মধ্যে একটা প্যাশন আছে। সব সময়ে গোল করার চেষ্টা করে। তা ছাড়া দিমির উপস্থিতিও গুরুত্বপূর্ণ।’
ডেভিডের প্রশংসা করে ইস্টবেঙ্গল🅰ের স্প্যানিশ কোচ বলেছেন, ‘ডেভিডের মরশুমটা ভালো গিয়েছে। প্রথম একাদশে হয়তো জায়গা পাচ্ছে না। তবে নেমেই নিজের দায়িত্ব পালন করছে। গোল করছে। দলকে মাঝমাঠে সাহায্য করছে। ওর আরও ম্যাচ টাইম পাওয়া উচিত কিনা জানি না। তবে মাঠে নামলে নিজের সেরাটা দেয়।’
শেষ কয়েক সপ্তাহ কঠিন সূচি লাল-হলুদের। ম্যাচের তারিখ বদলের আবেদন করেও লাভ হয়নি। এই নিয়ে কিছুটা অসন্তুষ্ট অস্কার। জܫানান, এত কম সময়ে রিকভারি সম্ভব নয়। তবে ভেতরের তাগিদ দিয়ে ক্লান্তিকে হারাতে চান ইস্টবেঙ্গল কোচ। পরের দুই সপ্তাহে গুরুত্বপূর্♛ণ চারটি ম্যাচ রয়েছে লাল-হলুদের। আইএসএলের দু'টি ম্যাচ ছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে দুই পর্বের খেলা রয়েছে। অস্কারের কাছে এই চারটি ম্যাচই কার্যত ফাইনাল।
আরও পড়ুন: সেরা ছন্দে করুণ নায়ার, ফাইনালেও শতরান𒅌, এই নিয়ে এবারের রঞ্জিতে তৃতীয়, বড় চাপে কেরল
অস্কার দাবি করেছেন, ‘খুব কঠিন দু'টি সপ্তাহ আসতে চলেছে আমাদের জন্য। তবে কোনও অজুহাত দিতে চাই না। বাকি যে চারটে ম্যাচ রয়েছে সেগুলো যথেষ্ট গুরুত্ব দিꦓয়ে খেলতে চাই। চারটে ম্যাচই আমাদের কাছে ফাইনাল। নিজেদের সেরা ছন্দে থাকতে হবে। কোনও একটা প্রতিযোগিতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছি না। আইএসএলে ভালো জায়গায় শেষ করতে হবে। এএফসিতেও জিততে হবಞে। তাই জন্যেই খেলোয়াড়দের সেরা ছন্দে থাকতে হবে। মেডিক্যাল দলকেও বলেছি খেলোয়াড়দের ফিট রাখতে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।