স্ট্যামফোর্ড ব্রিজে উলভরহ্যাম্পটন ওয়ান্ডরার্সের মুখোমুখি হয়েছিল চেলসি। গত দ♐ুই প্রিমিয়র লিগে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ড্র এবং এভারটনের কাছে পরাজয়ের ফলে হঠাৎ করেই চেলসির প্রথম চারে শেষ করার নিশ্চিয়তায় বড় ধাক্কা লাগে। উলভসের ꩵবিরুদ্ধে ফের একবার জয় ফস্কালো টমাস টুচেলের দল।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি চেলসি। উলভসও গোলের দেখা পায়নি। তবে প্রথমার্ধের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ৫৬তম মিনিটে চেলসিকে পেনাল্টি থেকে ম্যাচে এগিয়ে দেন রোমেলু লুকাকু। রোমান সায়িস তাঁকে ফাউল করায় পেনাল্টি জিতেও নিয়েছিলেন তিনিই। সেই গোলের দুই মিনিটের মধ্যেই ফের আরেকবার বাঁক খাওয়ানো তুখড় শটে চেল🍌সির ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ান স্🌱ট্রাইকার লুকাকুই।
এমন সময় চেলসি নিশ্চত জয়ের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছিল। তবে পরিবর্ত হিসাবে নামা ট্রিন🅰কাও, ম্যাচের ৭৯ মিনিটে উলভসের হয়ে ব্যবধান অর্ধেক করেন। এরপরে ইনজুরি টাইমের সপ্তম মিনিটে চেলসির মুখ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে উলভসের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক কর্ণার কোডি। ম্যাচ ২-২ স্কোরলাইনেই শেষ হয়। উলভসের চিকিনহোই দুই গোলের জন্য অ্যাসিস্ট প্রদান করেন।
এই ড্রয়ের ফলে ৬৭ পয়েন্ট নিয়ে চেলসি লিগ তালিকায় তিনেই রইল। তবে তাদের থেকে চার পয়েন্ট পিছনে থাকা আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে। টটেনহ্যাম হটস্পারও যদি রাতের ম্যাচে লিভারপুলকে হারাতে পারে, তাহলে তিন ম্যাচ বাকি থাকতে চেলসির থেকে তারা তিন পয়েন্ট দূরে থাকবে। একটু এদিক ওদিক হলেই, চেলসির পরের মরশুমে চ্যাম্🌠পিয়ন্স লিগ খেলার আশা কিন্তু ভন্ডুল হয়ে যেতে পারে। অপরদিকে, উলভস ৫০ পয়েন্ট নিয়ে রইল লিগ তালিক🎀ায় আট নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।