সোমবার রাতে (ভারতীয় সময় অ𒆙নুযায়ী মঙ্গলবার ভোররাত) দুই প্রিমিয়র লিগ দল আর্সেনাল এবং এভারটন গত ম্যাচে পরাজয়ের পর জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। একদিকে এভারটনের শেষ আট ম্যাচে জয় অধরা ছিল, তো অপরদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হারের পর আর্সেনাল জয়ে ফিরতে মরিয়া ছিল। রোমহর্ষক ৯০ মিনিটের লড়াইয়ে মিকেল আর্টেটার দলকে হারিয়ে শেষ হাসি হাসল এভারটনই।
প্রথমার্ধের একেবারে শেষের দিকে রিচার্লিসন আর্সেনাল গোলে বল জড়িয়ে দিলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তার ঠিক মিনেট দুয়েক পরেই মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় গানার্সরা। ৫৮ মিনিটে ফের একবার টফিজদের হতাশা বাড়িয়ে রিচার্লেসনের গোল বাতিল করে ভিএআর। তবে জয়ের জন্য মরিয়া মার্সিসাইডের দল মনোবল না হারিয়ে আর্সেনাল গোল লক্ষ্য করে আক্রমণ হানাতে থাকে। অবশেষে ৭৯ মিনিটে ম্যাচে নিজের প্রথম বৈধ গোল করে এভারটনকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লি𒅌সনই। গোল করে কাল্পনিক অফসাইড পতাকা দেখিয়ে সেলিব্রেট করেন তিনি।
সাবস্টিটিউট হিসেবে নামা এডি এনকেটিয়া গোল করে আর্সেনালকে জয় এনেই দিতে পারতেন। তবে পয়েন্ট ব্ল্যাক দূরত্ব থেকে তাঁর হেডার পোস্টে লেগে ফিরে আসে। নাটকীয় ম্যাচে শেষ বেলায় মোড় ঘোরে। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে উইঙ্গার ডেমারাই গ্রে জোরালো শটে এক অনবদ্য গোল করে টফিজদের জন্য বহু কাঙ্খিত জয় এনে দেন। এই জয়ে এভারটন একলাফে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১২ নম্বরে উ🦩ঠে এল। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে সপ্তম স্থানে। পরের ম্যাচে এভারটন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে মাঠে নামবে, গানার্সদের প্রতিপক্ষ সাউদাম্পটন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।