রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা ব꧋িশ্ব উতলা। এই যুদ্ধের প্রভাব ক্রীড়াক্ষেত্রেও পড়েছে। ইতিমধ্যেই সেন্ট পꦬিটার্সবার্গ থেক সরেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, বাতিল হয়েছে সোচি গ্রাঁ-পিও। বিভিন্ন জায়গায় ক্রীড়া ব্যক্তিত্বরা এর প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রিমিয়র লিগ ম্যাচেও এর প্রভাব চোখে পড়ল।
শনিবার (২৬ ফেব্রুয়ারি), ম্যাচের আগে সমবেতভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ওয়াটফোর্ডের খেলোয়াড় ও কোচেরা যুদ্ধের প্রতিবাদ জানিয়ে শান্তির বার্তা তুলে ধরলেন।ম্যাচের আগে ছয়টি পৃথক ভাষায় ‘পিস’ লেখা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে ছবি তোলেন। ম্যান ইউনাইটেড ম্যানেজার রাল্ফ রাংনিকের হাতে সেই সাইনটি ছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ওয়াটফোর্ডের বেন ফস্টার সকলেই যুদ্ধের বিরুদ্ধে এই প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের মতামত স্পষ্ট করে দেন। ম্যাচের মধ্যে গ্যালারিতে🤪ও ইউক্রেনের অনেক পতাকা দেখা যায়।
প্রসঙ্গত, রাশিয়ার যুদ্ধঘোষণার পরেই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ২০১৩ সাল থেকে দলের স্পনসর তথা তাদের বিমান পরিবহনের দায়িত্বে থাকা, রাশিয়ান বিমানসংস্থা এরোফ্লোটের সঙ্গে রেড ডেভিলসরা নিজেদের চুক্তি বাতিল করেছিল। এই বিষয়ে কথা বলতে গিয়ে রাংনিক জানান, ‘এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে ইউরোপে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমি যখন সকাল-সন্ধ্যে টেলি🍌ভিশনে এসব দেখার পরেও যেন এটা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। আশা করছি গোটা বিশ্বের রাজনৈতিকরা মিলে দ্রুত এই পরিস্থিতি সামল দিতে সক্ষম হবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।