শুভব্রত মুখার্জি: খেলার মাঠে বিশেষ করে ফুটবল মাঠে গোল করে উৎসব পালনের সময় বিভিন্ন ভঙ্গিমায় তা উদযাপন করা হয়। কখনও কখনও এই উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক বিষয় বা স্পর্শকাতর বিষয়ের উপর বার্তা দেওয়ার বা তাদের মতামত জানানোর চেষ্টা করেন ফুটবলাররা। এই ঘটনা একেবারেই নতুন নয়। সম্প্রতি ইউরোর ম্যাচে আমরা গোল করার পরে বেলজিয়াম তারকা লুকাকুকে দেখেছি ক্যামেরার সামনে এসে তার ইন্টার মিলানের সদস্য ক্রিশ্চিয়ান এরিকসেন꧑ের সুস্থতা প্রার্থনা করেন।
চলতি ইউরোতে অস্ট্রিয়া বনাম নর্থ ম্যাসিডোনিয়া ম্যাচে গোল করে বিতর্কিত সেলিব্রেশনের কারণে এবার সমস্যার মুখে পড়তে পারেন অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্কো আর্নাউটোভিচ। ম্যাচে তখন আলাবার নেতৃত্বাধীন অস্ট্রিয়া ২-১ গোলে এগিয়ে। ম্যাচের ৮৯ মিনিটের খেলা হয়ে গিয়েছে। এই অবস্থায় গোল করে অভিষেক ঘটা নর্থ ম্যাসিডোনিয়ার কফিনে শেষ পেরেক পুতে দেন আর্ন💛াউটোভিচ। গোলের পরেই তাকে উত্তেজিত অবস্থায় গোল উদযাপন ജকরতে দেখা যায়। দলনায়ক আলাবা এসে তাকে কিছুটা শান্ত করেন। এই গোল উদযাপনের ধরন নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় নর্থ ম্যাসিডোনিয়া।
উয়েফা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জুনের ১৩ তারিখ,২০২১ বদলি হিসেবে নেমে আর্নাউটোভিচ গোল করার পরে যেভাবে উত্তেজিত সেলিব্রেশন করেছিলেন তাতে অখুশি উয়েফা। তদন্তে অগ্রগতির জন্য একজন এথিক্স ও শৃঙ্খলারক্ষাকারী অফিসারকে নিয়োগ করেছে উয়েফা। প্রসঙ্গত আর্নাউটোভিচের সার্বিয়ান ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই সার্বিয়া যারা কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিতে নারাজ। তবে কোনধরনের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেননি বলে সাফ জানান আর্নাউটোভিচ। নর্থ ম্যাসিডোনিয়ার ফুটবল ফেডারেশনের দাবি আর্নাউটোভিচের এই সেলিব্রেলান নর্থ ম্যাসিডোনিয়ার জ্ঞ্যানি অ্যালিয়স্কির উদ্দেশ্যে। যার সঙ্গে আবার নাড়ীর টান রয়েছে অ্যালবানিয়ার। ফুটবল ফেডারেশন জানিয়েছে আমরা জাতীবিদ্বেষ, উগ্র জাতীয়তাবাদ, অন্যকে অপমান এসবের বিরুদ্ধে কারন তা খেলাটার স্পিরিটের বিরুদ্ধে যায় বরাবর। আমরা সবসময় ম্যাসিডোনিয়🍃ার ফুটবলার এবং জাতীয় দলের সম্মান রক্ষার্থে লড়াই চালাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।