ꦓআর মাত্র কয়েক ঘন্টা পরেই ইউরোর খেতাবি লড়াইয়ে 𓄧নিজেদের দলকে ডাগআউট থেকে পরিচালনা করতে দেখা যাবে গ্যারেথ সাউথগেট এবং রবার্তো মানচিনিকে। তবে তার আগে ইতালি ম্যানেজারের কাজকে কুর্নিশ জানিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ড ম্যানেজার সাউথগেট।
দুই ম্যানেজারই রিমোট কন্ট্রোল হাতে নিয়ে দুই জাতীয় দলের ভাগ্য বদলে দিতে সক্ষম হয়েছেন। ইংল্যান্ডের পাঁচ বছর আগে ইউরো হতাশার পর দলকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই ইউরোয় ৫৫ 💮বছর পর কোন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে সাহায্য করেছেন সাউথগেট।
꧟অপরদিকে, মানচিনি পূর্বে ইতালির ছবিটা আরও খারাপ। ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি ইতালি। তারপর দলের দায়িত্ব নিয়ে বর্তমানে টানা ৩৩ ম্যাচ অপরাজিত। প্রথাগত ডিফেন্ꦑস প্রধান ফুটবলে আমুল পরিবর্তন এনে মানচিনির ইতালির খেলা অনেক দৃষ্টিনন্দন, আকর্ষক। চেনা-পরিচিত ইতালিয়ান ঘরানার ফুটবলের বদলে মানচিনি আজুরিদের বর্তমান ফুটবলে আধুনিকতা এনেছেন বলেই মনে করছেন তাঁর প্রতিপক্ষ ম্যানেজার সাউথগেট।
সাউথগেট বলেন, ‘ওরা দারুণ উদ্যম এব🥀ং এনার্জি নিয়ে নিজেদের ফুটবলটা খেলে। পরিকল্পনার দিক থেকে দেখতে গেলে ইতালিয়ান দল বর𒁏াবরই খুব ভাল। তবে ওরা বর্তমানে যে ধরনের ফুটবল খেলে, তা বাকি সকল ইতালিয়ান দলের থেকে আলাদা, অনেক বেশি আধুনিক।’
পাশাপাশি ইতালি এবং ইংল্൲যান্ড যোগ্য দল হিসাবেই ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে ধারণা সাউথগেটের। ‘আমি বিগত দু'বছর ধরে ইতালির খেলা খুব ভালভাবে লক্ষ্য করছি। আমি জানি মানচিনি ওদের হয়ে দুর্দান্ত কাজ করছে। ওরা দলগতভাবে দুর্দান্ত। আমার মনে হয় টুর্নামেন্টের দুই সেরা দলই ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছে।ജ’ দাবি ইংল্যান্ড ম্যানেজারের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।