একেই বলে হারা বাজি জিতে যাওয়া। এই মরশুমের আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে সেরকমই ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ফুটবল মহল। বুধবার গোয়ার ফতোরদায় মুম্বই সিটি এফসি একেবারে আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে গোটা ম্যাচে ০-২ পিছিয়ে থাকার পর, ইনজুরি টাইমের সাত মিনিটে তিন গোল করে ম্যাচ পকেটে পুড়ে ফেলেছে তারা। গোয়ার হাত থেকে জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে তাক লাগিয়ে 🤡দিয়েছে সকলকে।
ভুবনেশ্বরে গিয়ে ওড়িশার এফসি-র কাছে হেরে মোহনবাগান এসজি যখন আইএসএল ফাইনালের ওঠার রাস্তাটা কঠিন করে তুলেছে, তখন গোয়ায় গিয়ে হারা ম্যাচ কী করে জিতে ফিরতে হয়, তা দেখিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসি। অ্যাওয়ে ম🐓্যাচে ৩-২ জেতায় সুবিধে পেয়ে গেল মুম্বই। দ🍰্বিতীয় লেগে ঘরের মাঠে খেলবে মুম্বই। বড় কোনও অঘটন না ঘটলে ফাইনালে ওঠার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে গত বারের শিল্ডজয়ীরা।
আরও পড়ুন: হাবাসের 'মিডাস টাচ'কে কৃতিত্ব পেত্রাতোসের, ট্রিপলের ভাবনায়꧃ ডুবে কামিন্স
বুধবার ফতোরদায় প্রথমার্ধে ১৬ মিনিটের মাথায় বরিস সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটের মাথায় ব্রেন্ডন ফার্নান্ডেজের আবার ২-০ এগিয়ে দেন গোয়াকে। এদিকে ম্যাচের নির্ধারিত সময়ে অর্থাৎ ৯০ মিনিট পর্যন্ত ম👍ুম্বই গোলের মুখই খুলতে পারেনি। সকলেই যখন ভাবছেন, এখন শুধু গোয়ার জয়ের অপেক্ষা, ঠিক তখনই বদলে যায় ম্যাচের রং। ইনজুরি টাইমে সুনামীর মতো আছড়ে পড়ে মুম্বইয়ের আক্রমণ। পরপর তিন গোল। নিশ্চিত হারতে বসা ম্যাচে বাজি উল্টে দেয় মুম্বই সিটি এফসি। ইনজুরি টাইমেই লালিয়ানজুয়ালা ছাংতের জোড়া গোল এবং বিক্রম প্রতাপ সিဣংয়ের একটি গোলে হারা বাজি জিতে যায় মুম্বই। গোয়ার মুখের গ্রাস তারা কেড়ে নেয়।
আরও পড়ুন: সেমির প্রথম লেগেই অ্যাওয়ে ম্যাচ খেলতে 🥀হবে মোহনবাগানকে,জেনে 🃏নিন ISL প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি
নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোলে বল ঠেল♔েন ছাংতে। ফিরতি বল থেকে পরের মিনিඣটেই আবার গোল করেন বিক্রম প্রতাপ সিং। জোড়া গোলে সমতা ফেরানোর পরেই বিপক্ষের রক্ষণ নিয়ে কার্যত ছিনিমিনি খেলতে থাকে মুম্বই। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগেই আবারও ছাংতের গোল। সেই সঙ্গেই এই মরশুমের আইএসএল ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল মুম্বই সিটি এফসি।
আগামী সোমবার দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের মাঠে খেলতে নামবে মুম্বই। ফাইনালে উঠতে গেলে সেই ম্যাচে অন্তত দু'গোলের ব্যবধানে জিততে হবে গোয়াকে। তারা এক গোলে জিতলে ফয়সালা হবে টাই ব্রেকারে। তবে ম্যাচ ড্র হলে ফাইনালে উঠবে মুম্বই সিট꧙ি এফসি-ই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।