শুভব্রত মুখার্জি: জল্পনা ছিল, আশঙ্কাও ছিল। আর সেই সব কিছুকে সত্🐓যি প্রমাণিত করে ওড়িশা এফসির হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন সার্জিও লোবেরা। ইস্টবেঙ্গলের সমর্থকদের রীতিমতো হতাশ করেই ওড়িশার পথে চলে গেলেন এই সেলিব্রিটি কোচ। তাঁকে নিয়ে দীর্ঘ দড়ি টানাটানি চলেছে সোশ্যাল মিডিয়াতে। একটা সময♏় ছিল যখন একটা মহল ইস্টবেঙ্গলের কোচ হিসেবে সার্জিও লোবেরার নাম কার্যত নিশ্চিত করেই দিয়েছিলেন। তবে সেই জায়গা থেকে দাঁড়িয়েও খেলাটা একেবারে শেষ জায়গায় দাঁড়িয়ে ঘুরিয়ে দিল ওড়িশা এফসি। ওড়িশার ক্লাব সূত্রে অবশ্য খবর লোবেরার সঙ্গে নাকি কখনওই ইস্টবেঙ্গলের কথাবার্তা 'অ্যাডভান্সড' পর্যায় পর্যন্ত যায়নি। প্রচারের অভিমুখটাকেই ঘুরিয়ে দিতেই নাকি সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে করেই এই ধরনের বার্তা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন…. ভিডিয়ো: পঞ্জা🙈বের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান! মু্ম্বইয়ের হয়ে লজ্জার নজির সচিন পুত্র অর্জুনের
আগামী মরশুম থেকেই ওড়িশার দায়িত্ব নিচ্ছেন এই স্প্যানিয়ার্ড কোচ। সব জল্পনার অবসান ঘটিয়ে ৪৬ বছর বয়সি এই কোচ নাকি ইতিমধ্যেই ওড়িশার হয়ে কাগজপত্রে তাঁর চূড়ান্ত সম্মতি দিয়ে দিয়েছেন। ভারতীয় ফুটবল বা আইএসএল কোনটাই লোবেরার কাছে নতুন নয়। আইএসএলে যথেষ্ট সাফল্যও পেয়েছেন তিনি। ২০১৮-১৯ মরশুমে তাঁর প্রশিক্ষণেই আইএসএল ফাইনালে খেলেছিল এফসি গোয়া দল। পরের বছরেই লিগ উইনার্স শিল্ডও জিতেছিল এফসি গো🐲য়। তবে এত সাফল্য পাওয়ার পরেও গোয়া ছেড়ে দেন লোবেরা। ২০২০ সালে মু্ম্বই সিটি এফসিতে যোগদান করেন তিনি।
আরও পড়ুন…. CSK vs๊ SRH: এই পিচে কমপক্ষে ১৬০ রান করা যেত- দলের ব্যাটারদের উপর চটলেন SRH-এর ক্যাপ্টেন মার্করাম
মুম্বইতে যোগ দিয়ে প্রথম বর্ষেই দলকে লিগ শিল্ড জেতান তিনি।🌸 এরপরে ম♛ু্ম্বইকে প্লে অফের শিরোপাও জেতান এই স্প্যানিয়ার্ড কোচ। ফলে আইএসএলের এতদিনের ইতিহাসে প্রথম কোচ হিসেবে লিগ 'ডাবল' জয়ের নজিরও গড়েন তিনি। তবে মু্ম্বইতে এক মরশুম কাটিয়েই তিনি নয়া অভিযানে বের হন। যোগ দেন চিনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউয়ের কোচ হিসেবে। তাঁর প্রশিক্ষণে সপ্তম স্থানে শেষ করেছে সিচুয়ান। ৩৪ টি ম্যাচের মধ্যে ১৮টিতে জিতেছে তারা। তবে নতুন মরশুম শুরুর আগেই লোবেরার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সিচুয়ান ক্লাব কর্তৃপক্ষ। এরপরেই জোরালো হয় লোবেরার ভারতে ফেরার জল্পনা। এফসি গোয়া এবং মু্ম্বই সিটি এফসিতে কোচ হিসেবে যেমন সাফল্য পেয়েছিলেন লোবেরা তা যদি তিনি ফের করতে পারেন তাহলে আগামী আইএসএলে ওড়িশা এফসি যে বিপক্ষের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে চলেছে তা বলাই যায়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HꦓT App ডাউনলোড করার লিঙ্𝓀ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।