আবারও ইতিহাস গড়তে চলেছেন ফ্রান্সের স্টেফানি ফ্রেপার্ট। ১ ডিসেম্বর কোস্টারিকা ও জার্মানির মধ্যকার ম্যাচে তাঁকে অফিশিয়াল রেফারি হিসাবে দেখা যাবে। তিনিই হবেন প্রথম মহিলা রেফারি যিনি পুরুষদের বিশ্বকাপের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন। আল বায়েত স্টেডিয়ামের ম্যাচে ফ্র্যাপার্টকে সহা💫য়তা করবেন ব্রাজিলের সহকারী রেফারি নুজা ব্যাক এবং মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা।
৩৮ বছর বয়সী ফরাসি রেফারি ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন এটি প্রথম নয়। ফ্রাপার্ট লিগ ওয়ানে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় প্রথম মহিলা রেফারি ছিলেন। এছাড়াও একই বিশ্বকাপে, তিনি মেক্সিকো এবং পোল꧂্যান্ডের মধ্যে গ্রুপ সি ম্যাচে চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন কಌরেছেন। তিনিই প্রথম মহিলা রেফারি যিনি এমনটি করেছেন।
আরও পড়ুন… হুডার আউট নিয়ে চাঞ্চল্য! কেউ বুঝল না, আ💦চমকা হল রিভিউ, রিপ্লেতে জানা গেল সত্যি
‘পুরুষদের বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্ট। আমি ফ্রান্স এবং ইউরোপে প্রথম রেফারি ছিলাম, তাই আমি জানি কীভাবে এটি মোকাবেলা করতে হয়।’ তিনি কোস্টারিকা এবং জার্মানির মধ্যকার ম্যাচ সম্পর্কে বলেছিলে♋ন। বিশ্বকাপের আগে, ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোলিনা বিশ্বকাপে তিনজন মহিলা রেফারি সম্পর্কে বলেছ൩িলেন, ‘তারা মহিলা বলে তাদের নির্বাচিত করা হয়নি, তবে ফিফা রেফারি হিসাবে। তারা যে কোনও খেলা পরিচালনা করতে পারে।’
পুরুষদের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো তিনজন মহিলা রেফারি ছিলেনౠ। বাকি দুজন হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়ামাশিতা। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তিনজন মহিলা রেফারি। এছাড়াও, ৬৯ জন সহকারী রেফারিও বাছাই করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্রাজিলের নুজা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা এবং আমেরিকান ক্যাথরিন নেসবিতা।
আরও পড়ুন… ঈশ্বর এতটা নিষ্ঠ🃏ুর হতে🎃 পারেন না- মেসির মায়ের বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনা
২০২০ সালে, ৩৮ বছর বয়সী স্টেফানিও পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম মহিলা রেফারি হয়েছিলেন। এই ম্যাচটি জুভেন্টাস এবং ডায়নামো কিয়েভের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। তিনি লিগ-১, ইউরোপা লিগ, পুরুষদের বিশ্বকাপ বাছাইপর্বও পরিচালনা করেছেন। ফ্র্যাপার্ট এর আগে বিশ্বকাপ বাছাই পর্ব এ🐽বং চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের ম্যাচে রেফারিং করেছেন। তিনি ২০১৯ মহিলা বিশ্বকাপ ফাইনালেও রে༒ফারির দায়িত্ব পালন করেছিলেন। এই বছরের পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফাইনালে রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রেপার্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।