ফিফা বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। ফুটবল বিশ্বের তথাকথিত ছো🍌ট দলগুলো চমক দিয়ে যাচ্ছে। সৌদি আরব, জাপান ইতিমধ্যে অঘটন ঘটিয়েছে। এ বার চমকে দিল মরক্কোও। রবিবার বেলজিয়ামকে ২-০ হারিয়ে ইতꦐিহাস লিখে ফেলল তারা। মরক্কোর হয়ে গোল দু’টি গোল করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল।
বেলজিয়াম এ বারের বিশ্বকাপে একেবারেই চেনা ছন্দে নেই। কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও রকমে জিতেছিল তারা। আর দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হল। মূলত আফ্রিকার দেশের গতির কাছেই হার মানল বেলজিয়াম। এ দﷺিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করার পর বেলজিয়ামকে হারিয়ে নিজেদের জায়গা মজবুত করল মরক্কো।
এ দিন মরক্কোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। তা না হলে কপালে দুঃখ ছিল থিবো কুর্তোয়াদের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রিকিক থেকে গোল করেছিল মরক্কো। ফ্রিকিক থেকে হাকিম জিয়েচের বাঁ-পায়ের জোরালো শট সরাসরি বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়াকে পরাস্ত ☂করে জালে জড়িয়ে যায়। উচ্ছ্বাসের বাঁধ ভাঙে মরক্কো শিবিরে। কিন্তু সেই উচ্ছ্বাস বেশীক্ষণ স্থায়ী হয়নি। 🦩আফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
আরও পড়ুন: হেরে নিজেদের লড়াই কঠিন করল জাপান, জ🌼ার্মানির ♑সুবিধে করল কোস্টারিকা
ভারের সাহায্যে দেখা যায়, যে মুহূর্তে হাকিম ফ্রি-কিক নেন, তখন অফসাইড ছিলেন দলের আর এক ফুটবলার রোমাইন সাইস। রোমাইন সাইস হেডে গোল করারও চেষ্টা করে🙈ন। যদিও তাঁর মাথায় বল লাগেইনি। বরং হাকিমের শট সরাসরি গোলে ঢুকে যায়। তার পরেও কেন বাতিল করা হল সেই গোল?
আসলে ভারের সাহায্যে দেখা গিয়েছে, যে মুহূর্তে বল কুর্তোয়ার কাছে পৌঁছয়, ꦍসেই𒊎 সময়ে সাইস তাঁর চোখের সামনে ছিলেন। ফলে ঠিক ভাবে সেই বল দেখতে পাননি কুর্তোয়া। সেই কারণে বাতিল করা হয়েছে গোল। ফ্রি-কিকের সময় সাইস অনসাইডে থাকলে অবশ্য গোল বাতিল হত না।
আরও 🤡পড়ুন: পাঁজরের হাড়ে চিড় দানিলোর🍒- বড় ধাক্কা খেল রোনাল্ডোর টিম
তবে এই জ্বালাটা মনের মধ্যেই রয়ে গিয়েছিল মরক্কোর। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ফের ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে জড়🃏িয়ে দেন সাবিরি। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট জালে এসে জড়ায়। এ বার আর আফসাইডের 🧔কোনও গল্প ছিল না। ১-০ এগিয়ে যায় মরক্কো।
গোল খাওয়ার পরেও ♏কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও, বেলজিয়ামের পজিটিভ কোনও আক্রমণ দেখা যায়নি। বরং খেলার একেবারে শেষ লগ্নে ইনজুরি টাইমে প্রতি-আক্রমণে উঠে ব্যবধান বাড়ান মরক্কোর জাকারিয়া। ২-০ এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে মরক্কো। সেই সঙ্গে নকআউটে ওঠার রাস্তা খোলা রাখল তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।