শুভব্রত মুখার্জি: চলতি কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার বেলজিয়াম দল। তবে গ্রুপের দ্বিতীয় ম্যাচেই তাদের হারের মুখ দেখতে হয়েছে। আফ্রিকার দেশ মরক্কোর কাছে ২-০ গোলে হারতে হ☂য়েছে তাদের। ফলে তাদের শেষ গ্রুপ ম্যাচ কার্যত ডু অ꧟র ডাই হয়ে গিয়েছে।
মরক্কোর বিরুদ্ধে হারের পরেই একটি ꦓরিপোর্ট প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়🌄, বেলজিয়াম ড্রেসিংরুমে সব কিছু ঠিক নেই। বেলজিয়ামের দুই বিখ্যাত ফুটবলার কেভিন দে ব্রুইন এবং ইডেন হ্যাজার্ডের মধ্যে নাকি ঘোরতর বিবাদ বেধেছে! তবে এই রিপোর্টকে একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন দলের প্রধান গোলরক্ষক থিবো কুর্তোয়া। উল্টে এই রিপোর্টকেই একহাত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: হেরেও শীর্ষে ফ্রান্স, নকআউটে অজিরা,ছ⛎িটকে গেল ডেনমার্ক-তিউনিশিয়া
বেলজিয়ামের সংবাদ মাধ্যম ওয়ালফুটকে কুর্তোয়া বলেছেন, ‘দলে কোনও সমস্যা নেই। এটা একেবারেই বাইরে থেকে একটা চেষ্টা করা হচ্ছে, যাতে ✨আমাদের দলের অন্দরে একটা সমস্যা তৈরি হয়। এটা তো সত্যি একটা হারের পরে কেউ খুশি হয় না। তবে এই ঘটনা আমাদের মধ্যের সম্পর্ককে আরও বেশি করে দৃঢ় করে। কারণ আমরা জানি, বৃহস্পতিবার আমাদেরকে মাঠে নেমে সবটা উজাড় করে দিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ম্যাচ (মরক্কো) শেষে আমি সব থেকে বেশি রেগে গিয়েছিলাম। ছবিতে আমাদেরকে যদিও হাসতে দেখবেন। তবে এটাও ঠিক আমাদের গ্রুপের মধ্যেই যেন একাধিক মিথ্যে লুকিয়ে রয়েছে, সেটা দেখানো হচ্ছে। আর সেই সব লুকিয়ে রাখা সব কিছু যেন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। বিশ্বে সব কিছুই সবাই যেন খুব হাল🍎্কা ভাবে নিয়ে নেয়। দলগত ভাবে আমরা এই নেগেটিভ ব্যাপারটাকে আমাদের উপর কখনও প্রভাব ফেলতে দেব না। তাঁর জন্য আমাদেরকে যদি কিছু কঠিন বক্তব্যও রাখতে হয় তা হল🔯ে তাই করব।’
আরও পড়ুন: সবার রঙে🌱 রঙ মিশাত𒆙ে রাজি হল FIFA, বিশ্বকাপে উঠল রামধনু নিষেধাজ্ঞা
কুর্তোয়া আরো জানিয়েছেন, কে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএই খবরটি ফাঁস করেছেন, সেটা তাঁরা জেনে গিয়েছেন।বেলজিয়াম দলে এ বার তাদের শেষ দিন হবে। তিনি আরও যোগ করেন, ‘আমরা একে অপরকে অনেক কিছুই বলেছি বিষয়টি নিয়ে। সমস্যাটা হল, সংবাদ মাধ্যমে সব সময়ে যা বলা হয়, তা সত্যি হয় না। যে বা যারাই এই খবরটি ফাঁস করে থাকুক না কেন ,সেটা আমাদের জানার দরকার নেই। তবে যদি জানা যায় কে এই কাজটা করেছে, যে দিন জানা যাবে, সে দিন তার বেলজিয়াম 💯দলে শেষ দিন হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।