সেই ১৯৬৬ সালে এক বারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তার পর থেকে আর কখনও বিশ্বকাপ জয় সম্ভব হয়নি ব্রিটিশদের। এ বার কিন্তু ৫৬ বছরের শাপমুক্তির বড় 🐟সুযোগ রয়েছে হ্যারি কেনদের সামনে। রবিবাসরীয় রাতে দোহার আল বায়েত স্টেডিয়ামে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে শাপমুক্তির পথে আরও এক পা🎶 বাড়াল ইংল্যান্ড।
কাতার বিশ্বকাপের চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনালে যেমন ফল আশা করা হয়েছিল, সেটাই হল। সেﷺনেগলকে সহজেই হারিয়ে আটে চলে গেল ইংল্যান্ড। গোলে ফিরলেন হ্যারি কেন। যা ইংল্যান্ডের কাছে বড় অক্সিজেন। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে এটাই প্রথম গোল রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ীর। এ ছাড়াও থ্রি লায়ন্সের হয়ে বাকি ২ গোল করেছেন জর্ডন হেন্ডারসন এবং বুকায়ো সাকা।
কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। নিঃসন্দেহে কাতার-ফ্রান্স দ্বৈরথে হাত ধরে ফাইনালের স্বাদ কিন্তু শেষ আটের লড়াইয়েই পাওয়া যেতে পারে। আর ইংল্যান্ডকে শাপমুক্ত হতে গেলে ফ্♛রান্সের মতো বড় গাঁটকে পার করতে হবে। যা মোটেও সহজ কাজ হবে না।
আরও পড়ুন: কোয়ার্টারে মুখোমুখি এমবাপไে-কেনরা, শেষ আটেই যেন ফাইনালের স্বাদ,জানুন ম্যাচের সূচি
রবিবার সেনেগলের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলাটা শুরু করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের বল পজেশন ৭০ শত⛦াংশ থাকলেও, শুরুতে শুধু নিজেদের অর্ধে পাস খেলতে থাকে গ্যারেথ সাউথগেটের দল। প্রথম ৩৫ মিনিটে সে ভাবে কার্যকরী কোনও গোলমুখী শট নিতে দেখা যায়নি ব্রিটিশদের। শুরুর দিকে একটু হলেও চেষ্টা করেছিল সেনেগল। কিন্তু সেটা খুব অল্প ꧅সময়েই জন্য।
২৩ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় ইংল্যান্ড। ম্যাগুয়েরের ভুল পাসে বল পেয়ে যান সেনেগালের দিয়াত্তা♊। তাঁর থেকে বল পান দিয়া। তাঁর থেকে পাস পেলেও গোলের উপর দিয়ে উড়িয়ে দেন ইসমাইলা স♔ার। ৮ মিনিট পরে আবার বেঁচে যায় ইংল্যান্ড। এ বার সাকার খারাপ ব্যাক পাস কাজে লাগিয়ে আক্রমণ করেন সার। পাস দেন সেই দিয়াকে। দিয়ার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন জর্ডান পিকফোর্ড। এইটুকু বাদ দিলে সেনেগলকে খুব বেশি আর ছন্দে পাওয়া যায়নি।
বরং ৩৮ মিনিটে ইংল্যান্ডকে জর্ডন হেন্ডারসন এগিয়ে দেওয়ার পর একেবারেই গুটিয়ে যায় সেনেগল। মাঝমাঠ থেকে বাঁ দিকে বেলিংহ্যামকে বল বাড়ান হ্যারি কেন। বেলিংহ্যাম ক্রস বাড়ান হেন্ডারসনকে। আলতো টোকায়꧒ বল গোলে ঠেলেন লিভারপুলের এই অভিজ্ঞ প্লে-মেকার। আর এই গোলটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট।
আরও পড়ুন: এমবাপে ঝড়- পেলের নজির ভাঙলেন, টপকালেন মারাদোনা-রোনাল্ডোকে, স্পর্শ করলেন মেসি༒কে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।