জার্মানি এবং স্পেনকে হারিয়ে বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছিল। জায়ান্ট কিলারের তকমা পেয়েছিল এশিয়ার জাপান। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার আল জনৌব স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচের কাছেই আটকে গেল ব্লু সামুরাইরা। টাইব্রেকারে ম্যাচ গড়ালে সূর্যাস্ত গেল সূ🌳র্যোদয়ের দেশ।
নির্দিষ্টি সময়ের খেলা ১-১ শেষ হলে, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। এর পর অতিরিক্ত সময়ের আধ ঘণ্টাও অর্থাৎ পুরো ১২০ মিনিটের ফুট🃏বলের শেষেও ফল থাকে অমীমাংসিত। স্বাভাবিক ভাবে খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারেই লিভাকোভিচের গোল্ডেন গ্লাভস রুখে দিল জাপানকে। টাইব্রেকারের ফল ক্রো🌜য়েশিয়ার পক্ষে ৩-১। নিট ফল, জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: ৫৬ বছরের শাপমুক্তির পথে আরও এক পা ইং🤪ল্যান্ডের- সেনেগলকে হারিয়ে কোয়ার্টারে কেনরা
কাতার বিশ্বকাপের এটাই ছিল প্রথম টাইব্রেকার। এ দিন টাইব্রেকারে জাপানের তিনটি পেনাল্টি রুখে দেন ডমিনিক লিভাকোভিচ। যে কারণে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে হার💞িয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া।
ডমিনিক লিভাকোভিচꦯের গোল্ডেন গ্লাভস আটকাল তি💫নটে পেনাল্টি শট। শুরুতেই পরপর মিনামিনো এবং মিতোমার শট বাঁচান তিনি। ০-২ তে পিছিয়ে পরে জাপান। তৃতীয় শট ক্রোয়েশিয়ার লিভায়া পোস্টে মারায় লড়াইয়ে ফিরে এসেছিল জাপান। গোল করে দলকে দৌড়ে রাখেন আসানো। কিন্তু মায়া ইয়োশিদার শট আবার ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন ক্রোট কিপার। লিভাকোভিচের দুই হাত শেষ আটে তুলল রাশিয়া বিশ্বকাপের রানার্সদের। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ এবং মারিও পাসালিচ।
আরও পড়ুন: কোয়ার্টারে মুখো𒀰মুখি এমবাপে-কেনরা, শেষ আটেই যেন ফাইনালের স্বাদ,জানুন ম্যাচের সূচি
বিশ্বকাপের মঞ্চে টাইব্রেকারের পরিস্থিতি ক্রোয়েশিয়ানদের কাছে অপরিচিত নয়। বরং তারা এই পরিস্থিতি সামলাতে পারদরꦅ্শী। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় এবং কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার♐ে জিতেছিল ক্রোয়েশিয়া। সেমিফাইনালের ম্যাচ গড়িয়েছিল আবার অতিরিক্ত সময়ে।
কাতার বিশ্বকাপে ক্রোটদের অভিজ্꧟ঞতার কাছে হার মানে জাপান। মাঠের লড়াইয়ে বিশ্বকাপ রানার্সদের সমান টক্কর দেয় এশিয়ার দল। কিন্তু টাইব্রেকারে গিয়ে শেষ রক্ষা হল না। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও গতবারের রানার্সদের ১২০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল জাপান। যেটা তাদের কাছে বড় প্রাপ্তি। খুব অল্পের জন্য বরং অঘটনের হাত থেকে বাঁচল ক্রোয়েশিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।