সেই ১৯৯৪-'৯৫ থেকে শুরু করেছিলেন। এর🐼 পর থেকে ২৬ বছরের ফুটবল কেরিয়ারের মোট ৩১টি ক্লাবে খেলে ফেলেছেন। সবচেয়ে বেশি ক্লাবে খেলার জন্য গিনেস বুকে নামও তুলেছেন। উরুগুয়ের সেই ত🌄ারকা স্ট্রাইকার সেবাস্তিয়ান আব্রিউ সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর নিলেন।
২০১১ সালে উরুগুয়েকে কোপা জেতাতে সাহায্য করেছিলেন সেবাস্তিয়ান। তার পরেই অবশ্য জাতীয় দল থেকে অবসর নেন। এ ছাড়াও উরুগুয়ের 🐲হয়ে দু'টি বিশ্বকাপ খেলেছেন তিনি। জাতীয় দলে জার্সিতে মোট ৭০টি ম্যাচে খেলে ২৬ টি গোল করেছেন। এ বার উরুগুয়ে তথা বিশ্ব ফুটবলের এক🗹 বর্ণোজ্জ্বল ফুটবলার অধ্যায়ের সমাপ্তি টানলেন সেবাস্তিয়ান।
উরুগুয়ে ছাড়াও ব্রাজিল, স্পেন,🍎 আর্জেন্টিনা, মেক্সিকো, গ্রিস, ইকুয়েডর, প্যারাগুয়ে, ইজরাইল, চিলি এবং এল সালভাদরের মতো ১১টি দেশের বিভিন্ন ক্লাবে খেলেই রেকর্💝ড করেছেন সেবাস্তিয়ান। প্রায় চার বছর আগে ২০১৭-তেই গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি। সে বছর তিনি ২৬তম ক্লাবে সই করেছিলেন। তার পরে আরও পাঁচটি ক্লাবে খেলেছেন।
আবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে ৪৪ বছরের সেবাস্তিয়ান বলেন, ‘২৬ বছর টানা খেলার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয়েছ🔯ে এটাই একেবারে সঠিক সময়। অন্তত প্রথম ডিভিশনের দলে খেলতে খেলতেই অবসর নিতে পারছি। দলও এই মুহূর্তে ভাল জায়গায় রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।