উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল ফ্রান্স। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা এবারে নেশনস লিগ অভিযান খুব একটা ভালোভাবে করতে পারেনি, কারণ প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে তিন গোল হজম 🌜করতে হয়েছিল সালিবাদের। তবে লেস ব্লুজরা ঘুরে দাঁড়ালেন দ্বিতীয় ম্যাচ থেকেই। কেভিন দি ব্রুইনের দলকে তাঁরা হারিয়ে দিলেন ভালো ফুটবল উপহার দিয়েই, সেই সঙ্গে এবারের প্রতিযোগিতায় প্রথম জয়ের মুখ দেখল দিদিয়ের দেশঁর দল।
আরও পড়ুন-‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়া🅺জ RCB সমর্থকদের!
কিছুটা অপ্রত্যাশিতভাবে হলেও এই ম্যাচে প্রথমে একাদশে ফ্রান্সের নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপেকে রাখেননি কোচ দিদিয়ের দেশঁ। তাতে অবশ্য ফ্রান্সের জিততে খুব বেশি অসুবিধা হয়নি। যতক্ষণে এমবাপে মাঠে নামেন, ততক্ষণে খেলার জবনিকা পতন করে দিয়েছেন উসমান দেম্বেলে, কুলো মুয়ানিরা। গ্রিয়েজম্যানকেও রাখা হয়নি প্রথম একাদশে। নিজেদ🌠ের ঘরের মাঠে শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন-সামনে টি২০ বিশ্বকাপ! বিরাটের পেপ টক কাজে লাগিয়েই ট্রফি জ🍰িততে চান স্মৃতি…ভিডিয়ো
ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। গোল করে দলকে এগিয়ে দেন কুলো মুয়ানি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স। বল পজিশনে বেলজিয়াম এগিয়ে থাকলেও আক্রমণে ঝাঁঝ ছিল না কেভিন দি ব্রুই൩নের দলের। লুকাকুর অনুপস্থিতিতে ডোকু-ওপেন্দারা গোলের কাছ অবদি গেলেও কাজের কাজটা করতে পারেননি, এমন 🧸কি গোলমুখী শটও তেমন নিতে পারেনি বেলজিয়াম। তুলনায় ফ্রান্স এমবাপেকে ছাড়া ৬৬ মিনিট খেললেও আক্রমণে যথেষ্ট বৈচিত্র রেখেছিল। ৫৭ মিনিটে ফ্রান্সকে ইনসুরেন্স গোল এনে দেন উসমান দেম্বেলে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে বুঝতে পেরে ফ্রেশ লেগ ইনজেক্ট করে এরপর এমবাপে এবং গ্রিয়েজম্যানকে নামান দেশঁ। যদিও স্কোরলাইনে আর কোনও বদল আসেনি।
আরও পড়ুন-‘অযথা জ্ঞান ভালো লাগে না, শাܫস্ত্রী উপায় বলে দিয়েছিল, তাই শুনেছিলাম’! অকপট পন্ত…
আগামী মাসে ফের রয়েছে উয়েফা নেশনস𓆏 লিগের পরের রাউন্ডের দুই ম্যাচ। ১১ অক্টোবর গ্রুপের অপর দল ইজরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৫ অক্টোবর ফের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে বেলজিয়ামের বিরুদ্ধেಞ দ্বিতীয় লেগের ম্যাচে। সেই ম্যাচ হবে বেলজিয়ামের ঘরের মাঠে। নভেম্বরে রয়েছে ইজরায়েল এবং ইতালির বিপক্ষে ফ্রান্সের দ্বিতীয় লেগের ম্যাচ। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল ফ্রান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।