ফ্রান্সের বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচে দুরন্ত জয় পেয়েছে স্পেন। পিছিয়ে পড়েও ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেছে স্পেন। লামিন ইয়ামালের দুরন্ত পারফরমেন্সে ভর করে ফাইনালে গেছে স্প্যানিশরা। পরপর দুবার বিশ্বকাপ ফাইনালে ওঠা ফ্রান্স ছিটকে গেছে ইউরো কাপ থেকে। ম্যাচের পর হতাশ কিলিয়ান এমবাপে। ফ্রান্সের অধিনায়ক স্বীকার করে নিচ্ছে যোগ্য দল হিসেবেই ফাইনালে গেছে স্পেন। কিলিয়ান এমবাপের সাজিয়ে দেওয়া বলে প্রথমে গোল করে ফ্রান্সꦜকে এগিয়ে দিয়েছিলেন কোলো মুয়ানি। এর কিছুক্ষণ পরই লামিন ইয়ামাল অনবদ্য ঢংয়ে বাঁপায়ের বাঁক খাওয়ানো শটে গোল করে যান। ম্যাচে সমতায় ফেরে স্পেন। কয়েক মিনিটের মধ্য়েই ফের গোল পেয়ে যায় স্প্যানিশরা। এবার লুইস দে লা ফন্তের দলকে গোল এনে দেন দানি ওলমো। সামনে আলভারো মোরাতাকে রুখতে গিয়ে ফরাসি ডিফেন্ড বাকিদের সেভাবে মার্ক করতে পারেনি, তাতেই সুযোগ পেয়ে যায় ওলমোরা।
পর্তুগালে༺র বিরুদ্ধে ম্যাচ কোনও মতে জিতেছিল ফ্রান্স। তখনও বোঝা গেছিল, ২০১৮ আর ২০২২ সালের দলের সঙ্গে বেশ খানিকটা পার্থক্য রয়েছে ফ্রান্সের। সেখানে জার্মানিকে হারিয়ে টগবগ করেই ফুটছিল স্পেন। ফ্রান্সের বিরুদ্ধে শুরু থেকেই আক্রণমাত্মক ছিলেন রদ্রি, ওলমো, ইয়ামালরা। ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচ হারের পর তাই দলের খেলায় হতাশ ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা স্ট্রাইকার বলছেন, ‘আমরা ফাইনালে যাওয়ার মতো ফুটবল খেলিনি। ওরা আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে, তাই যোগ্য দল হিসেবেই ফাইনালে যাচ্ছে ’।
ꩵনিজের খেলাতেও হতাশ এমবাপে। ফ্রান্সের তারকা স্ট্রাইকার বলছেন, ‘আমার একটা লক্ষ্য ছিল ইউরো কাপ জেতার আর ইউরোয় ভালো খেলার। কিন্তু দুর্ভাগ্যবশত কোনওটাই হল না। এটা সত্যি খারাপ লাগার বিষয়।’ শেষদিকে ওয়ান ইজ টু ওয়ান সুযোগ মিস নিয়ে এমবাপে বলছেন, ‘আমি যখন গোল করার জায়গায় চলে এসেছিলাম, তখন আমার কাজটা ছিল শুধুই বল গোলে রাখা, কিন্তু সেটা হয়নি। বল বারের ওপর থেকে চলে গেছিল। ফুটবলে এরকম ঘটনা হয়েই থাকে। এতদিন মাস্ক পড়ে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, তাই চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম যে মাস্ক ছাড়া খেলা যাবে কিনা। তাই এই ম্যাচে মাস্ক ছাড়াই মাঠে নেমে ছিলাম ’। উল্লেখ্য ২০১৮ এবং ২০২২ ফুটবল বিশ্বকাপেই গোলের তালিকায় ওপরের দিকেই নাম ছিল এমবাপের, কিন্তু ইউরোয় তিনি সেই তালিকায় তলানিতেই থাকলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।