আল বায়েত স্টেডিয়ামে বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, আফ্রিকান ট্রেইলব্লেজার মরক্কো তাদের অপরাজিয়ে বিশ্বকাপের যাত্রা চালিয়ে যেতে পারল না। মরক্কোর ফুটবল মেধার পরীক্ষা নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রান্স ১৯৯৮ সালের পর আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্র♌ান্সের সামনে পরাজিত হল মরক্কোর রক্ষণ। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স।
৯০ মিনিটের খেলা শেষ। বাকি ছয় মিনিটের অতিরিক্ত🔜 সময় দেওয়া হয়েছে। এখন দেখার মরক্কো কী করতে পারে? নাকি আবারও ফাইনা♉লে উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন!
15 Dec 2022, 02:08 AM IST
গোলললল
ম্যাচের ৭৯ মিনিটে কোলো মুয়ানি❀র গোলে ﷽ব্যবধান বাড়িয়ে নিল ফ্রান্স। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই গোল করলেন তিনি। এই গোলের ফলে ২-০ এগিয়ে গেল ফ্রান্স। এরফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে তৈরি হচ্ছে এমবাপেরা।
15 Dec 2022, 01:53 AM IST
৬৫ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
ম্যাচে ৬৫ মিনিটের খেলা শেষ এখনও ১-০ এগি💮য়ে রয়েছে ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে মরক্কো। বহুবার ফ্রান্সের রক্ষণের কাছে পৌঁছে গিয়েছে হাকামিরা। কিন্তু শেষ পর্যন্ত এখনও গোলের মুখ খুলতে পারেনি মরক্কো।
15 Dec 2022, 01:35 AM IST
শুরু হল দ্বিতীয়ার্ধ
অনেক প্রশ্ন নিয়ে শুরু হল কাতার ২০২২ ফিফা বিশ🤡্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ। শেষ ৪৫ মিনিটে কি মরক্কো ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আবারও ফাইনালের জায়গা পাকা করবে ফ্রান্স।
15 Dec 2022, 01:18 AM IST
শেষ প্রথমার্ধ
প্রথমার্ধের খেলা শেষ, ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে ফ্রান্স। থিওর গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে মরক্কোও বারবা✤র ফ্রান্স রক্ষণে ঝড় তুলেছে, কিন্তু তারা সফল হতে পারেনি।
15 Dec 2022, 01:11 AM IST
৪০ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
আক্রমণ♈ের ঝড় তুলেছে ফ্রান্স। বেশ কয়েকবার মরক্কোর রক্ষণ ভেঙেও দিয়েছিলেন এমবাপে-জিরুডরা। তবে মাঝে মাঝে মরক্কোও আক্রমণে উঠছে। কিন্তু তারাও সাফল্য পায়নি। এখ🦩নও ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স।
15 Dec 2022, 12:59 AM IST
৩০ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
ম্যাচের ৩০ মিনিটের খেলা হয়ে গিয়েছে। তবে এখনও ১-০ এগিয়ে রꦿয়েছে ফ্রান্স। মরক্কো কি🌜 ম্যাচে ফিরতে পারবে?
শুরু দ্বিতীয় সেমিফাইনালের🃏 লড়াই। মরক্কোর সামনে ফ্রান্সের শক্তি। এখন দেখার এবার কি 𝐆নতুন ইতিহাস লিখতে পারে মরক্কো।
15 Dec 2022, 12:24 AM IST
সপ্তমবারের মতো সেমিফাইনাল খেলছে ফ্রান্স
সপ্তমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে ফ্রান্স। তারা প্রথম তিনটি সেমিফাইনালে (১৯৫৮, ১৯৮২ এবং ১৯৮৬) হেরেছিলেন। তারা শেষ তিনটি সেমিফাইনাল (১৯৯৮, ২০০৬ এবং ২০১৮) জিতেছিলেন। অন্যদিকে মরক্কো প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে। এই রাউন্ডে খেলা প্রথম আফ্রি♚কান দলও তারা।
15 Dec 2022, 12:24 AM IST
ফ্রান্স কখনও মরক্কোর বিরুদ্ধে হারেনি
মরক্কোর বিরুদ্ধে একটি ম্যাꦬচেও হারেনি ফরাসি দল। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে। এই সময়ে ফ্রান্স তিনটি জিতেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। দুজনের শেষ দেখা হয়েছিল ২০০৭ সালে। সেইর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
ক্লাব ফুটবলে পিএসজির হয়ে দুজন খেলেন কাঁধে কাঁধ মিলিয়ে। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও🦩 মরক্কোর আশরাফ হাকিমির মধ্যে গড়ে উঠেছে দারু𓆉ণ বন্ধুত্বও। তবে বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াই তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বিপক্ষ শিবিরে। আসছে মাঠের লড়াইয়ে তাই দুজনকে ভুলে যেতে হবে বাইরের সম্পর্কের কথা। লড়তে হবে দেশের স্বপ্ন পূরণের জন্য।
14 Dec 2022, 10:58 PM IST
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা কর🥀েছে মেসির আর্জেন্তিনা। এবার দেখার মেসিদের বিরুদ্ধে খেলতে কারা ফাইনালের টিকিট পাকা করে।